বৈশাখি মেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বৈশাখি-মেলা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 04 Apr 2017 14:18:59 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png বৈশাখি মেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বৈশাখি-মেলা 32 32 জমে উঠেছে দলদলিয়ার বান্নির মেলা https://www.ulipur.com/?p=3518 Tue, 04 Apr 2017 14:13:22 +0000 http://www.ulipur.com/?p=3518 আতিক মেসবাহ লগ্ন :  জমে উঠেছে গত সোমবার থেকে শুরু হওয়া  দলদলিয়া ইউনিয়নের  ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী “বান্নির মেলা” ।ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের বুড়ি তিস্তার একটি চরের নাম বান্নির চর । সেখানেই কয়েক যুগ থেকে হয়ে  আসছে “বান্নির মেলা”। প্রকৃতপক্ষে এটির উৎপত্তি সনাতন ধর্মালম্বীদের থেকে হলেও মেলাটিতে সকল ধর্মের লোকের অংশগ্রহণ বাঙালির অসাম্প্রদায়িকতার সাক্ষ বহন [...]

The post জমে উঠেছে দলদলিয়ার বান্নির মেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আতিক মেসবাহ লগ্ন :  জমে উঠেছে গত সোমবার থেকে শুরু হওয়া  দলদলিয়া ইউনিয়নের  ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী “বান্নির মেলা” ।ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের বুড়ি তিস্তার একটি চরের নাম বান্নির চর । সেখানেই কয়েক যুগ থেকে হয়ে  আসছে “বান্নির মেলা”। প্রকৃতপক্ষে এটির উৎপত্তি সনাতন ধর্মালম্বীদের থেকে হলেও মেলাটিতে সকল ধর্মের লোকের অংশগ্রহণ বাঙালির অসাম্প্রদায়িকতার সাক্ষ বহন । আজ মেলার দ্বিতীয় দিন মেলাটি সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। আজ  মঙগলবার  সকাল থেকেই মেলা প্রাঙ্গনে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার লোকের উপচেপড়া ভিড়  ছিল চোখে পড়ার মত ।বিভিন্ন রংঙ্গের বেলুন,ছোটদের খেলনা,তৈজসপাত্র মেলাটিকে আকর্ষনিয় করে  তুলেছে । মুড়িমুড়কি আর মিষ্টান্নের দোকানগুলো ছিল কোলাহলপূর্ণ। শিশুদের জন্য অন্যতম আকর্ষন হিসেবে ছিল নাগরদোলা। বৈশাখের আগমনী বার্তাময় এই মেলাটিকে কেন্দ্র করে অনেক ক্ষুদ্র দোকানি বাড়তি আয় করতে পাড়ছে। হাতেম আলী(৪৩) নামের এক দোকানি বলেন,”বাহে, বৈশাখ মাস আইসলে হামরা বাড়তি কামাই কইরবার পাই”। কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের “এস হে বৈশাখ”  গীতি কবিতার মতো এরকম হাজারও বৈশাখি মেলা আমাদের প্রাণের উৎসব নববর্ষের আগমনীবার্তা জানিয়ে দেয়।পাশাপাশি প্রমান করে দেয় আমরা সংস্কৃতিতে কতটা সমৃদ্ধ।

The post জমে উঠেছে দলদলিয়ার বান্নির মেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>