ভূপতি ভূষণ বর্মা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ভূপতি-ভূষণ-বর্মা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 01 Sep 2018 04:30:13 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ভূপতি ভূষণ বর্মা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ভূপতি-ভূষণ-বর্মা 32 32 ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ২৬ তম প্রয়াণ দিবস পালিত https://www.ulipur.com/?p=6821 Fri, 31 Aug 2018 18:07:36 +0000 https://www.ulipur.com/?p=6821 জরীফ উদ্দীনঃ রংপুর তথা উত্তরবঙ্গসহ পশ্চিম বঙ্গের প্রাণের গান ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করতে নিজের জীবন যিনি বিলিয়ে দিয়েছেন এবং ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের পর ভাওয়াইয়ায় যিনি রেখেছেন অসামান্য অবদান তিনি প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, বীরমুক্তিযোদ্ধা, ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন। ১৯৯২ সালে ২২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আজ ৩১ আগস্ট শুক্রবার বিকাল তিন ঘটিকায় বংলাদেশ ভাওয়াইয়া [...]

The post ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ২৬ তম প্রয়াণ দিবস পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীনঃ
রংপুর তথা উত্তরবঙ্গসহ পশ্চিম বঙ্গের প্রাণের গান ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করতে নিজের জীবন যিনি বিলিয়ে দিয়েছেন এবং ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের পর ভাওয়াইয়ায় যিনি রেখেছেন অসামান্য অবদান তিনি প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, বীরমুক্তিযোদ্ধা, ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন। ১৯৯২ সালে ২২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আজ ৩১ আগস্ট শুক্রবার বিকাল তিন ঘটিকায় বংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর এর আয়োজনে একাডেমিতে শ্রদ্ধা ও স্মরণে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ২৬তম প্রয়াণ দিবস পালন করা হয়। কছিম উদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে আলোচনা সভা ও কছিম উদ্দিনের লেখা সঙ্গিত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা।

বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির সদস্য বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী নজিমুল ইসলামের সভাপতিত্বে এবং একডেমির পরিচালক ভাওয়াইয়া ভাস্কর্য ভূপতি ভূষণ বর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কছিম উদ্দিন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান মমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কছিম উদ্দিনের জৈষ্ঠ্য পুত্র মোঃ গোলজার হোসেন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন একাডেমির মানবেন্দ্র রায়, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও দোতরা বাদক সত্যেন্দ্রনাথ রায়, উলিপুর ডট কমের সহ. সম্পাদক জরীফ উদ্দীন, একাডেমির ক্রীড়া সম্পাদক জীবনপাল, বাংলাদেশ বেতারের গীতিকার নিরঞ্জন চন্দ্র বর্মন, রাখাল চন্দ্র বর্মন প্রমুখ।

The post ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ২৬ তম প্রয়াণ দিবস পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দূর্গাপুরে দুই গুণীজনকে ছোঁয়া রেসিডেন্সিয়াল স্কুল সম্মাননা প্রদান https://www.ulipur.com/?p=5804 Sun, 18 Mar 2018 11:03:29 +0000 http://www.ulipur.com/?p=5804 নিউজ ডেস্কঃ দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (১৭ মার্চ ২০১৮ ) জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলার দুর্গাপুরে অবস্থিত ছোঁয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ সম্মাননা প্রদান করে। ছোঁয়া স্কুল চত্বরে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে শিক্ষা ও সমাজ সেবায় প্রবীণ শিক্ষক আবুল কাশেম বিএসসি এবং সঙ্গীতে বিশেষ [...]

The post দূর্গাপুরে দুই গুণীজনকে ছোঁয়া রেসিডেন্সিয়াল স্কুল সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (১৭ মার্চ ২০১৮ ) জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলার দুর্গাপুরে অবস্থিত ছোঁয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ সম্মাননা প্রদান করে। ছোঁয়া স্কুল চত্বরে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে শিক্ষা ও সমাজ সেবায় প্রবীণ শিক্ষক আবুল কাশেম বিএসসি এবং সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শিল্পী ও সংগঠক ভূপতি ভূষণ বর্মাকে উত্তরীয় পড়িয়ে দিয়ে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ মাঈদুল ইসলাম, অনুষ্ঠানের বিশেষ অতিথি জেষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ধান গবেষনা ইন্সটিটিউট রংপুর, খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এর আগে ছোঁয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ১২ জন কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক আবু তালেব, স্থানীয় আওয়ামী লীগ নেতা উমর ফারুক মঙ্গা, স্কুলের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুর রব প্রমুখ।

The post দূর্গাপুরে দুই গুণীজনকে ছোঁয়া রেসিডেন্সিয়াল স্কুল সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পশ্চিমবঙ্গে নায়েব আলী টেপু’র জন্মজয়ন্তীতে ভূপতি ভূষণ বর্মা https://www.ulipur.com/?p=5069 Thu, 28 Dec 2017 16:45:37 +0000 http://www.ulipur.com/?p=5069 আব্দুল মালেকঃ প্রতি বছরের ন্যায় এ বছরেও ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী মরহুম নায়েব আলী টেপু’র ১০৮তম জন্মজয়ন্তী উৎসব এর আয়োজন করা হয়েছে। নায়েব আলী টেপু স্বরণ সমিতির আয়োজনে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহুকুমার ছাটরামপুর(ধলপল-২) প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৯ ও ৩০ ডিসেম্বর ২দিনব্যাপী প্রতিম ভাওয়াইয়া শিল্পীর জন্মজয়ন্তী উৎসবে বাংলাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, [...]

The post পশ্চিমবঙ্গে নায়েব আলী টেপু’র জন্মজয়ন্তীতে ভূপতি ভূষণ বর্মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
প্রতি বছরের ন্যায় এ বছরেও ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী মরহুম নায়েব আলী টেপু’র ১০৮তম জন্মজয়ন্তী উৎসব এর আয়োজন করা হয়েছে। নায়েব আলী টেপু স্বরণ সমিতির আয়োজনে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহুকুমার ছাটরামপুর(ধলপল-২) প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৯ ও ৩০ ডিসেম্বর ২দিনব্যাপী প্রতিম ভাওয়াইয়া শিল্পীর জন্মজয়ন্তী উৎসবে বাংলাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামের পরিচালক, ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা আমন্ত্রিত হয়েছেন। ওপার বাংলায় শ্রোতাদের অতি জনপ্রিয় বাংলাদেশের এই ভাওয়াইয়া শিল্পীসহ বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর সদস্য ও বেতার টিভি শিল্পী নাজমুল হুদা ঐ উৎসবে যোগদানে আমন্ত্রিত হয়ে আজ বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দর হয়ে তারা ভারতে যান।

The post পশ্চিমবঙ্গে নায়েব আলী টেপু’র জন্মজয়ন্তীতে ভূপতি ভূষণ বর্মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন https://www.ulipur.com/?p=4829 Fri, 24 Nov 2017 16:56:16 +0000 http://www.ulipur.com/?p=4829 জরিফ উদ্দিনঃ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য নবান্ন। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে উঠলেই শুরু হত নবান্ন উৎসব। আজ তা বিলুপ্তির পথে। সেই বিলুপ্তপ্রায় নবান্ন পালনে আজ ১০ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ (২৪ নভেম্বর ২০১৭খ্রি.) “সোনার চাষী ভাই ফলায় সোনার ধান” শ্লোগানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর কুড়িগ্রাম এর আয়োজনে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন করা হয়। একাডেমির [...]

The post উলিপুরে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরিফ উদ্দিনঃ
বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য নবান্ন। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে উঠলেই শুরু হত নবান্ন উৎসব। আজ তা বিলুপ্তির পথে। সেই বিলুপ্তপ্রায় নবান্ন পালনে আজ ১০ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ (২৪ নভেম্বর ২০১৭খ্রি.) “সোনার চাষী ভাই ফলায় সোনার ধান” শ্লোগানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর কুড়িগ্রাম এর আয়োজনে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন করা হয়।

একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মার সঞ্চালনায় একাডেমির সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ চাষী মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, খোলাহাটী ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক এরশাদুল হক, বক্তব্য রাখেন কছিম উদ্দীন লোকশিল্প সংগ্রহশালার পরিচালক সুজন রায়, উলিপুর ডট কমের সহসম্পাদক ও সংস্কৃতি কর্মী জরীফ উদ্দীন, একাডেমির অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক মানবেন্দ্র রায়, একাডেমির যন্ত্রশিল্পী অধীর চন্দ্র বর্মণ, শিল্পী নীভা গাঙ্গুলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবান্নের একাল সেকাল নিয়ে আলোচনা করেন এবং একাডেমির এই উদ্যোগ কে চালিয়ে যাওয়ার জোড় দাবী জানান। আমন্ত্রিত অতিথিদের নতুন ধানের পিঠা দ্বারা আপ্যায়ন করা হয়। আলোচনা ও আপ্যায়ন শেষে গান পরিবেশন করেন আনোয়ার খান আতা, সূর্য রায়, মাদব রায়সহ একাডেমির সকল শিল্পীবৃন্দ।

The post উলিপুরে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
লোকগীতি ভাওয়াইয়া ধ্বনি দক্ষিণ কোরিয়ায় https://www.ulipur.com/?p=4427 Mon, 02 Oct 2017 04:05:35 +0000 http://www.ulipur.com/?p=4427 আব্দুল মালেকঃ দুই বাংলার পর এবার লোকগীতি ভাওয়াইয়া উড়াল দিয়ে দক্ষিণ কোরিয়ায় পদার্পন করছে। সে দেশে মাটি ও মানুষের মাঝে ধ্বনি ও প্রতিধ্বনিত হয়েছে ওকি গাড়ীয়াল ভাই হাকাও গাড়ী তুই চিলমারীর বন্দরে। উত্তরবাংলার প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর পরিচালক ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা ভাওয়াইয়া গান পরিবেশন করে দুই বাংলার মাঝে এতদিন সীমাবদ্ধ থাকলেও [...]

The post লোকগীতি ভাওয়াইয়া ধ্বনি দক্ষিণ কোরিয়ায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
দুই বাংলার পর এবার লোকগীতি ভাওয়াইয়া উড়াল দিয়ে দক্ষিণ কোরিয়ায় পদার্পন করছে। সে দেশে মাটি ও মানুষের মাঝে ধ্বনি ও প্রতিধ্বনিত হয়েছে ওকি গাড়ীয়াল ভাই হাকাও গাড়ী তুই চিলমারীর বন্দরে।

উত্তরবাংলার প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর পরিচালক ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা ভাওয়াইয়া গান পরিবেশন করে দুই বাংলার মাঝে এতদিন সীমাবদ্ধ থাকলেও এবার উড়াল দিয়ে বিদেশের মাটিতে তারই কন্ঠে পরিবেশিত হয়েছে এ লোকগীতি। বাংলাদেশের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে লোকগীতি ভাওয়াইয়া গান পরিবেশনের মাধ্যমে বিশেষ ভুমিকা পালন করছেন এই ভাওয়াইয়া ভাস্কর।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়া’র সর্ববৃহৎ বহুজাতিক অভিবাসী সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নুর ও রাষ্ট্রদুত জুলফিকার রহমান এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি সাংস্কৃতিক দল গত ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দক্ষিণ কোরিয়ার ছাংউয়ন ইয়ংজি কালচারাল পার্কে গত ২৯ সেপ্টেম্বর থেকে গত রোববার (১ অক্টোবর) পর্যন্ত ৩দিন ব্যাপী সেখানে বহুজাতিক অভিবাসী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক দলে ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা ছাড়াও অন্যদের মধ্যে রয়েছেন কুদ্দুস বয়াতী, ব্যান্ড লালন নিগার সুলতানা সুমি, নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফারহানা খানসহ দেশবরণ্য ফোক ও আধুনিক যন্ত্রী ও শিল্পীগন।

The post লোকগীতি ভাওয়াইয়া ধ্বনি দক্ষিণ কোরিয়ায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে যাচ্ছেন ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা https://www.ulipur.com/?p=4370 Thu, 21 Sep 2017 15:48:43 +0000 http://www.ulipur.com/?p=4370 জরীফ উদ্দীন: দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বহুজাতিক অভিবাসী সাংস্কৃতিক উৎসবে এই প্রথম যোগ দিচ্ছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল। দলের অন্যতম শিল্পী হিসেবে যোগ দিতে আজ কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক, উলিপুরের কৃতী সন্তান ও ভাওয়াইয়া ভাস্কর খ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মা। তাঁর সাথে দলে থাকছেন কুদ্দুস বয়াতী, ব্যান্ড লালন নিগার সুলতানা [...]

The post দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে যাচ্ছেন ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন:
দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বহুজাতিক অভিবাসী সাংস্কৃতিক উৎসবে এই প্রথম যোগ দিচ্ছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল। দলের অন্যতম শিল্পী হিসেবে যোগ দিতে আজ কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক, উলিপুরের কৃতী সন্তান ও ভাওয়াইয়া ভাস্কর খ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মা। তাঁর সাথে দলে থাকছেন কুদ্দুস বয়াতী, ব্যান্ড লালন নিগার সুলতানা সুমি, নৃত্যশিল্পী সাদকিয়া ইসলাম মৌ ও ফারহানা খানসহ আরও অনেকে। দলের নেতৃত্ব দেবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও রাষ্ট্রদূত জুলফিকার রহমান।

ভূপতি ভূষণ বর্মা

আগামী ২৭ তারিখে বাংলাদেশ থেকে বিমান যোগে দক্ষিণ কোরিয়ার যাবেন। বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে এ দলটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ছাংউয়ন ইয়ংজি কালচারাল পার্কে এ মাসের ২৯ তারিখে এ উৎসব শুরু হয়ে অক্টোবর মাসের ১ তারিখে শেষ হবে।

The post দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে যাচ্ছেন ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>