মাইক্রোসফট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=মাইক্রোসফট কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 25 Feb 2024 07:45:37 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png মাইক্রোসফট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=মাইক্রোসফট 32 32 উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট https://www.ulipur.com/?p=30738 Sun, 25 Feb 2024 07:45:37 +0000 https://www.ulipur.com/?p=30738 ।। টেক ডেস্ক ।। বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ এর গ্রাহক জনপ্রিয়তা ও উইন্ডোজ ৮ এর আধুনিকতার সমন্বয়ে ২০১৫ সালের জুলাই মাসে বাজারে নিয়ে আসা উইন্ডোজ ১০ আগামী বছরের ১৪ অক্টোবরের মধ্যে বন্ধ করা হবে বলে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান [...]

The post উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ এর গ্রাহক জনপ্রিয়তা ও উইন্ডোজ ৮ এর আধুনিকতার সমন্বয়ে ২০১৫ সালের জুলাই মাসে বাজারে নিয়ে আসা উইন্ডোজ ১০ আগামী বছরের ১৪ অক্টোবরের মধ্যে বন্ধ করা হবে বলে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট।

সম্প্রতি এক প্রতিবেদন বার্তায় জানা যায়, উইন্ডোজ ১০ বন্ধ হলে প্রায় ২৪০ মিলিয়ন কম্পিউটার ল্যান্ডফিলে যাবে। এতে পৃথিবীতে বাড়বে ইউএসটের পরিমাণ। ২০২১ সালের অক্টোবরে আধুনিক মেশিন লার্নিং ও এআই সম্মিলিত উইন্ডোজ ১১ বাজারে নিয়ে আসার পর থেকেই মাইক্রোসফট গ্রাহকদের উদ্বুদ্ধ করছে নতুন উইন্ডোজ আপডেট দেয়ার জন্য। কিন্তু উইন্ডোজ ১১ আপডেট করতে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায় হার্ডওয়্যার, সহজ ভাষায় বলতে গেলে ২০১৪ বা ২০২৫ সালে কেনা কম্পিউটার উইন্ডোজ ৭, ৮.১ ও বর্তমানে উইন্ডোজ ১০ চালাতে সক্ষম। তবে সেক্ষেত্রে কম্পিউটারে কোনো যন্ত্রাংশ পরিবর্তন না করেই সেই কম্পিউটারে উইন্ডোজ আপডেট করা যেত অনায়াসেই। কিন্তু সেই একই কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট বা ইনস্টল করতে গেলে উইন্ডোজ ১১ সাপোর্ট না করার পাশাপাশি পড়তে হয় নানান বিড়ম্বনায়। অর্থ্যাৎ আপনার কম্পিউটারের যন্ত্রাংশ এমনকি অর্থ খরচের মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটারটিকে পরিবর্তন করতে হতে পারে।

খরচের মধ্যে না যাওয়ার জন্য অনেক ব্যবহাকারী উইন্ডোজ ১০ এর মধ্যেই রয়েছে। কিন্তু মাইক্রোসফটের বাঁধার দরুণ অনেকটা বাধ্য হচ্ছেন উইন্ডোজ ১১ আপডেটের জন্য। তবে মাইক্রোসফট উইন্ডোজ ১১ আপডেটের জন্য ব্যবহারকারীদের কম্পিউটারের হার্ডওয়্যারের পিছনে ব্যয় করতে হবে নগদ অর্থ।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, উইন্ডোজ ১০ বন্ধ হয়ে গেলে কি বন্ধ হয়ে যাবে উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারগুলি? মূলত উইন্ডোজ বন্ধ হয়ে গেলেও কম্পিউটারে কাজ করা যাবে। তবে মাইক্রোসফট উইন্ডোজের জন্য কোনো বাগ ফিক্সড বা সিকিউরিটি নিরাপত্তার বিকল্প আপডেট থাকছে না উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য। ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর থেকে উইন্ডোজ ১০ এর কম্পিউটারে কোনো সমস্যা বা নিরাপত্তা ত্রুটি দেখা দিলে তার দায়ভার মাইক্রোসফট নিবে না মর্মে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

The post উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফোনে আসা কল কম্পিউটারে রিসিভ করুন সহজেই https://www.ulipur.com/?p=21043 Thu, 01 Dec 2022 04:43:05 +0000 https://www.ulipur.com/?p=21043 ।। টেক ডেস্ক ।। আপনি চাইলেই আপনার অ্যান্ড্রয়েড ফোন কল আপনার ল্যাপটপ বা ডেস্কটপে রিসিভ করে কথা বলতে পারবেন। এজন্য আপনার ফোন এবং ডেস্কটপ বা ল্যাপটপে প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। প্রথমে মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘Link To Windows’ নামের একটি অ্যাপ গুগল থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে হবে। এরপর ইনস্টল করে [...]

The post ফোনে আসা কল কম্পিউটারে রিসিভ করুন সহজেই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
আপনি চাইলেই আপনার অ্যান্ড্রয়েড ফোন কল আপনার ল্যাপটপ বা ডেস্কটপে রিসিভ করে কথা বলতে পারবেন। এজন্য আপনার ফোন এবং ডেস্কটপ বা ল্যাপটপে প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

প্রথমে মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘Link To Windows’ নামের একটি অ্যাপ গুগল থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে হবে। এরপর ইনস্টল করে মোবাইলের ব্লুট্যুথ ও ওয়াইফাই অ্যাক্সেস দিতে হবে। এবার ব্লুট্যুথ এবং ওয়াই-ফাইয়ের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করে নিতে হবে।

এবার একইভাবে কম্পিউটার অথবা ল্যাপটপে মাইক্রোসফটের স্টোর থেকে ডাউনলোড করুন ‘Phone Link’ নামক সফটওয়্যার। এটিও স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে ফোন সংযুক্ত করা যাবে।

তারপর মোবাইলের সাথে কম্পিউটার সংযুক্ত করার জন্য খুলতে হবে ‘Link To Windows’ অ্যাপটি। একই সময়ে কম্পিউটারে ‘Phone Link’ সফটওয়্যারে ডাবল ক্লিক করলে ওপেন হবে এই সফটওয়্যারটিও। এরপর মোবাইলে ডিভাইস স্ক্যান করলে সেখানে উইন্ডোজ কম্পিউটার শো করবে। তখন কম্পিউটারটি সিলেক্ট করে পারমিশন দিলেই কম্পিউটারে কল-লগ এবং ডায়লার দেখা যাবে। তারপর মোবাইলে আসা যেকোনো কল চাইলেই কম্পিউটারে রিসিভ করে কথা বলা যাবে।

The post ফোনে আসা কল কম্পিউটারে রিসিভ করুন সহজেই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
গৃহকর্মী থেকে মাইক্রোসফটের অ্যাম্বাসেডর কুড়িগ্রামের ফাতেমা https://www.ulipur.com/?p=5614 Tue, 20 Feb 2018 13:10:52 +0000 http://www.ulipur.com/?p=5614 নিউজ ডেস্কঃ অভাব অনটনের সংসার ছিল ফাতেমার। মাত্র ৯ বছর বয়সে তাই তাকে পাঠিয়ে দেয়া হয় মধ্যবিত্ত একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করতে। সেখানে সামান্য বেতনে কাজ করতে হতো তাকে। প্রায় দু’বছর পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই কিশোরীর বয়স যখন ১১ বছর হলো তখন হঠাৎ একদিন তারা বাবা-মা তাকে বাড়িতে ডেকে পাঠাল। আর তাকে ডেকে [...]

The post গৃহকর্মী থেকে মাইক্রোসফটের অ্যাম্বাসেডর কুড়িগ্রামের ফাতেমা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
অভাব অনটনের সংসার ছিল ফাতেমার। মাত্র ৯ বছর বয়সে তাই তাকে পাঠিয়ে দেয়া হয় মধ্যবিত্ত একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করতে। সেখানে সামান্য বেতনে কাজ করতে হতো তাকে।

প্রায় দু’বছর পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই কিশোরীর বয়স যখন ১১ বছর হলো তখন হঠাৎ একদিন তারা বাবা-মা তাকে বাড়িতে ডেকে পাঠাল।

আর তাকে ডেকে পাঠানো হয়েছিল অন্য কারণে নয়, আসলে তার বিয়ে দেয়ার জন্য। ১১ বছর বয়সী ফাতেমার বিয়ে ঠিক হয়েছিল ২৫বছর বসয়ী এক যুবকের সঙ্গে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে ফাতেমাকে নিয়ে একটি লেখা প্রকাশ করেছে। ফাতেমা মাইক্রোসফটকে বলেছে, আমার সব আনন্দ মাটি হয়ে গেল যখন আমি বুঝলাম আমাকে আসলে বিয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে।

বিয়ের সব আয়োজন চূড়ান্ত। তবে ঠিক আগ মুহূর্তে সেখানে গিয়ে হাজির হয় স্থানীয় একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বাল্য বিয়ের ছোবল থেকে তারা ফাতেমাকে রক্ষা করে।

বাল্য বিয়ের হাত থেকে যে সংস্থাটি ফাতেমাকে বাঁচিয়েছিল সেটির নাম হলো- আশার আলো পাঠশালা। বিয়ে বন্ধ হওয়ার পর ফাতেমার শিক্ষার দায়িত্বও নেয় তারা। তবে তারপরও ফাতেমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ ছিল। ফাতেমাও ছিল দৃঢ় প্রতিজ্ঞ- বিয়ে সে করবে না।

এরপর ফাতেমা চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়। পিএসসি ও জেএসসিতে জিপিএ-৫ পায় সে। এখনও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং দারিদ্র্য ও বাল্য বিয়ের কবল থেকে তার মতো অন্য মেয়েদের বাঁচাতে কাজ করছে সে।

ফাতেমার এই পথে তার জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্র ছিল তার কম্পিটার শিক্ষা। যার শুরুতে ছিল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট।

এখন অন্য যেসব কিশোরী বাল্যবিয়ের ঝুঁকিতে আছে ফাতেমা তাদের ডিজিটাল দক্ষতার উপর প্রশিক্ষণ দেয়। মাইক্রোসফট তাকে নিজেদের প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বানিয়েছে।

সুত্রঃ Allbanglanews.Net

The post গৃহকর্মী থেকে মাইক্রোসফটের অ্যাম্বাসেডর কুড়িগ্রামের ফাতেমা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>