রংপুর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=রংপুর কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 06 Jan 2018 05:05:06 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png রংপুর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=রংপুর 32 32 উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে নাঃ বাণিজ্যমন্ত্রী https://www.ulipur.com/?p=5133 Fri, 05 Jan 2018 05:52:57 +0000 http://www.ulipur.com/?p=5133 সাখায়োয়াত স্বপনঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী ২০৩০ সালে ২৮তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। ২০৫০ সালে ২৩তম অর্থনীতির দেশ হবে। এ উন্নয়নের ধারাবাহিকতা রংপুরসহ পুরো উত্তরবঙ্গে থাকবে। সেজন্য উত্তরবঙ্গে বিশেষ ইকোনমিক জোন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল বৃহম্পতিবার রাজধানীর হোটেল একাত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির [...]

The post উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে নাঃ বাণিজ্যমন্ত্রী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সাখায়োয়াত স্বপনঃ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী ২০৩০ সালে ২৮তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। ২০৫০ সালে ২৩তম অর্থনীতির দেশ হবে। এ উন্নয়নের ধারাবাহিকতা রংপুরসহ পুরো উত্তরবঙ্গে থাকবে। সেজন্য উত্তরবঙ্গে বিশেষ ইকোনমিক জোন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল বৃহম্পতিবার রাজধানীর হোটেল একাত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘উত্তরবঙ্গে বিনিয়োগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। সমিতির সভাপতি মহসীনুল করিম লেবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, উত্তরবঙ্গের প্রধান সমস্যা হল যোগাযোগ। এই সমস্যা সমাধানে আমাদের রেল যোগাযোগ বাড়াতে হবে। একইসঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে শিল্পনীতিতে বিশেষ সুবিধা রাখতে হবে। ব্যাংকগুলোকে শিল্পকারখানা স্থাপনে কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, আগে শিল্পায়ন লাভের পথ তৈরি করতে হবে। গ্যাস না থাকলে গ্যাসের মূল্যে সরকারের কাছ থেকে বিদ্যুৎ নিতে হবে। তবেই উন্নয়ন হবে বলে মনে করেন তিনি।

The post উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে নাঃ বাণিজ্যমন্ত্রী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে শিশু অপহরণের ১২ দিন পর পুলিশের বাসা থেকে উদ্ধার https://www.ulipur.com/?p=4190 Wed, 23 Aug 2017 12:31:16 +0000 http://www.ulipur.com/?p=4190 আব্দুল মালেকঃ প্রথম শ্রেণির ছাত্রী আরজিনা নানার বাড়ী থেকে অপহরণ হওয়ার ১২ দিন পর র‍্যাবের সহায়তায় গত শুক্রবার রাতে রংপুর শহরে পুলিশের এক এস.আই এর বাসা থেকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান গত শনিবার সকাল ১১ টায় শিশুটিকে তার মামা মোন্নাফ আলীর হাতে তুলে দিলে এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরে আসে। জানা গেছে, [...]

The post উলিপুরে শিশু অপহরণের ১২ দিন পর পুলিশের বাসা থেকে উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
প্রথম শ্রেণির ছাত্রী আরজিনা নানার বাড়ী থেকে অপহরণ হওয়ার ১২ দিন পর র‍্যাবের সহায়তায় গত শুক্রবার রাতে রংপুর শহরে পুলিশের এক এস.আই এর বাসা থেকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান গত শনিবার সকাল ১১ টায় শিশুটিকে তার মামা মোন্নাফ আলীর হাতে তুলে দিলে এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরে আসে।

জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার বাহাবিলি গ্রামের দরিদ্র আক্কাশ আলী ও মরিয়ুম বেগমের কন্যা আরজিনা উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার গ্রামে নানা মমিজ উদ্দিনের বাড়ীতে থাকেন। তারা বাবা মা ঢাকায় শ্রমিকের কাজ করেন। শিশুটি নানাবাড়ী থেকে রুপার খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যায়নরত। গত ৬ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নানী পার্শ্ববর্তী বাড়ীর এক প্রতিবেশী নানী বিবিজানকে ডাকতে পাঠান। এরপর শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে পরদিন উলিপুর থানায় সাধারণ ডায়রী লিপিবদ্ধ করা হলেও পুলিশ তাকে উদ্ধারে নির্বিকার থাকে। ঘটনার পর থেকে স্থানীয় চেয়ারম্যান এলাকার কয়েক ব্যক্তিকে নিয়ে নিবির ভাবে বিষয়টি পর্যবেক্ষন করেন এবং রংপুর র‍্যাব-১৩ এ লিখিত অভিযোগ করেন।

এ দিকে গত শুক্রবার রাত ৮টার দিকে আকস্মিক ভাবে খবর আসে শিশুটি রংপুরে আছে। এরপরই মাইক্রোযোগে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু’র নেতৃত্বে স্থানীয় ৫ ব্যক্তি রাত ১২টার দিকে রংপুর শহরে পৌঁছে। শিশুটি মুন্সীপাড়াস্থ পুলিশের এস.আই আবু বক্কর এর ভাড়াবাসায় রয়েছে নিশ্চিত হবার পর চেয়ারম্যান র‍্যাব-১৩ কে বিষয়টি অবহিত করেন। এরপর র‍্যাবের উপস্থিতিতে চেয়ারম্যান তার লোকজন নিয়ে ঐ বাসা থেকে রাত ১টার দিকে শিশুটিকে উদ্ধার করে ধরনীবাড়ী ইউনিয়নে নিয়ে আসে।

পুলিশ অফিসারের স্ত্রী চেয়ারম্যানকে জানান তিনি কিছুদিন আগে তার পূর্ব পরিচিত এক ব্যক্তিকে জানিয়েছেন দুঃস্থ্য পরিবারের এতিম অসহায় শিশু পেলে দত্তক নিবেন। এরই প্রেক্ষিতে ১২ দিন আগে এই শিশুটিকে জনৈক ব্যক্তি নিয়ে আসে। শিশুটিকে অপহরণ করে আনা হয়েছে, সেটি তার জানা ছিল না। তিনিও অপহরনের সাথে জড়িত ব্যক্তির বিচার দাবী করে অভিযুক্ত ব্যক্তিদের নাম র‍্যাবকে অবহিত করেন।

The post উলিপুরে শিশু অপহরণের ১২ দিন পর পুলিশের বাসা থেকে উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তিস্তার ইতিবৃত্ত ও আমাদের বুড়ি তিস্তা https://www.ulipur.com/?p=3341 Tue, 07 Mar 2017 05:54:51 +0000 http://www.ulipur.com/?p=3341 ভাঙ্গাগড়া-উত্থান-পতনের মাঝ দিয়ে এ আদি নদীটি প্রবাহিত হচ্ছে বহুকাল ধরে। এ নদীটিকে হিন্দু ধর্মমতে ‘পবিত্র’ নদী বলা হয়। কথিত আছে যে, দেবী পার্বতীর স্তন হতে এ নদীর জন্ম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের নদ-নদী সমূহের হাইড্রোলজিক্যাল প্রতিবেশ অঞ্চলকে মোট ১৭টি হাইড্রোলজিক্যাল অঞ্চলে ভাগ করেছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ৫৭ টি সীমান্ত ও অভিন্ন নদ-নদীর তালিকা [...]

The post তিস্তার ইতিবৃত্ত ও আমাদের বুড়ি তিস্তা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ভাঙ্গাগড়া-উত্থান-পতনের মাঝ দিয়ে এ আদি নদীটি প্রবাহিত হচ্ছে বহুকাল ধরে। এ নদীটিকে হিন্দু ধর্মমতে ‘পবিত্র’ নদী বলা হয়। কথিত আছে যে, দেবী পার্বতীর স্তন হতে এ নদীর জন্ম।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের নদ-নদী সমূহের হাইড্রোলজিক্যাল প্রতিবেশ অঞ্চলকে মোট ১৭টি হাইড্রোলজিক্যাল অঞ্চলে ভাগ করেছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ৫৭ টি সীমান্ত ও অভিন্ন নদ-নদীর তালিকা তৈরি করেছে। ৩টি বাদে বাকী ৫৪টি নদ-নদী ভারত থেকে প্রবাহিত। বাংলাদেশের এই আন্তঃরাষ্ট্রিক প্রধান অভিন্ন সীমান্ত নদীসমূহের ভেতর তিস্তা চতুর্থতম। প্রাতিষ্ঠানিক নদীবিজ্ঞান অনুযায়ী বাংলাদেশের নদীসমূহকে প্রধান, উপনদী, শাখা নদী, স্বাধীন নদী নামে ভাগ করা হয়। এর ভেতর তিস্তা বৈশিষ্ট্যের দিক থেকে একটি উপনদী। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য ৩১৫ কি.মি.। উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ৯৬টি নদীর ভেতর তিস্তার আইডি নাম্বার ১৩১।

উৎপত্তি :- সিকিম এবং তিব্বতের সংয়োগকারী পর্বত অঞ্চলে সো-লামু/চালামু/লাহামো লাৎসা পাহাড়ি হ্রদের অবস্থান। উত্তর সিকিমের ৬.৫ কি.মি দীর্ঘ এবং ২.৫ কি.মি প্রশস্থ এই পবিত্র হ্রদ থেকেই তিস্তার জন্ম। স্থানীয়দের কাছে এই হ্রদ তিব্বত রক্ষাদেবীর জীবন-হ্রদ হিসেবে বিবেচিত। সমুদ্র সমতল থেকে ১৭,৪৮৭ ফুট উঁচুতে হিমালয় পর্বতের সো-লামু হ্রদ ছাড়াও গুরুডংমার হ্রদও তিস্তার আরেক জননী।

নামকরন:- সিকিম পাহাড় থেকে নেমে এই জলধারা রাংগিত নদী নামে প্রবাহিত হয়ে জলপাইগুড়িতে পূর্বদিকে করতোয়া, পশ্চিমে পূনর্ভবা এবং মধ্যে আত্রাই নামে তিনটি ভাগে প্রবাহিত হয়েছে। তিনটি স্রোতস্বী নদীর মিলিত রূপকেই ‘ত্রিস্রোতা’ হিসেবে ডাকতে ডাকতে একসময় নদীটির নাম তিস্তা হয়ে যায় বলে অনেকের ধারণা করা হয় ।প্রবাহিত অঞ্চল:- সিকিম থেকে উৎপন্ন হয়ে উত্তর-পূর্ব ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলার ছাতনাই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ডিমলা, পাটগ্রাম, জলঢাকা, গংগাচড়া, হাতিবান্ধা, কালিগঞ্জ, কাউনিয়া, রাজারহাট, লালমনিরহাট, চিলমারী, সুন্দরগঞ্জ, পীরগাছা ও উলিপুর এলাকা দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের চিলমারীর কাছে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে এই নদীটি ।এই মূল তিস্তা ছাড়াও উত্তর-পূর্ব হাইড্রোলজিক্যাল অঞ্চলের আরও দুটি নদীর নাম তিস্তা। এদের একটি বুড়ি তিস্তা নামে এবং আরেকটি মরা তিস্তা নামে প্রবাহিত।

বুড়ি তিস্তা ও মরা তিস্তার প্রবাহ তট:- রংপুরের বদরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল থেকে উৎপন্ন এবং বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে মিলিত হওয়া ১৮ কি.মি. দৈর্ঘ্য এবং ২০ বর্গ কি.মি অবববাহিকার একটি নদীর নাম মরাতিস্তা যার (আইডি নাম্বার-২৪৮)। সীমান্ত নদী বুড়ি তিস্তা (আইডি নাম্বার-১৮৮) নীলফামারীর ডোমার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জলঢাকা এলাকায় তিস্তার সাথে মিলিত হয়েছে। বুড়ি তিস্তার দৈর্ঘ্য ৩৫ কি.মি. এবং মোট অববাহিকা ৭০ বর্গ.কি.মি.।প্রাকৃতিক ভাবে সৃষ্ট ‘বুড়িতিস্তা’উলিপুরের একটি ঐতিহ্যবাহী নদী। যা একসময় প্রমত্তা ছিল। ১৮৯৮ সালের ভূমিকম্পে নদীটি তার যৌবন হারিয়ে মৃতপ্রায় হতে থাকে।এখন প্রশ্ন আসতেই পারে তবে উলিপুর যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার নাম কি.? বুড়ি তিস্তা না আদি তিস্তা। আসলে এ নদীটি আদি তিস্তা কিন্তু কালের পরিক্রমা ও এই এলাকার সহজ সরল মানুষদের মাধ্যমে এটি বুড়ি তিস্তা নামে পরিচিত হয়েছে।

যে নদীটি উলিপুর উপজেলা গঠণ ও সমৃদ্ধিতে ভূমিকা রাখলো তাকে কতিপয় ভূমিখেকোর জন্য মৃত হতে দিতে পারিনা আপন সংস্কৃতি ভাষা কৃষ্টি ও ঐতিহ্য কে কতিপয় মানুষের হাতে মরতে দিতে পারিনা। তাই আসুন ‘বুড়ি তিস্তা/আদি তিস্তা বাঁচাই উলিপুর কে বাঁচাই। ”
অতীতেও এমন অনেক সভ্যতা আছে যারা লোভের বশবর্তী হয়ে নদীকে মেরে ফেলে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে (মহিনদাজারো সভ্যতা যেমন)। আমরা তা করতে চাই না আমরা এই বুড়িতিস্তা বাঁচিয়ে রাখতে চাই, উলিপুর কে  বাঁচাতে চাই,উলিপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে  বাঁচাতে চাই   ।

মিনহাজ মিজান,

কার্যকরী সদস্য,রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি,উলিপুর  উপজেলা শাখা

The post তিস্তার ইতিবৃত্ত ও আমাদের বুড়ি তিস্তা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>