রাস্তা সংস্কার Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=রাস্তা-সংস্কার কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 05 Oct 2020 12:09:00 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png রাস্তা সংস্কার Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=রাস্তা-সংস্কার 32 32 ধামশ্রেনীতে ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ধ্বসে পড়া রাস্তা মেরামত https://www.ulipur.com/?p=11656 Mon, 05 Oct 2020 12:08:56 +0000 https://www.ulipur.com/?p=11656 ।। আব্দুল মালেক ।। উলিপুরে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদগামী একটি পাঁকা রাস্তা অবিরাম ভারি বর্ষণে ধ্বসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার কয়েক হাজার মানুষসহ পথচারীরা। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করলেও কোন সাড়া মেলেনি। অবশেষে স্থানীয় কিছু উদ্যেমী যুবক উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান আবু সাঈদ সরকারের [...]

The post ধামশ্রেনীতে ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ধ্বসে পড়া রাস্তা মেরামত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদগামী একটি পাঁকা রাস্তা অবিরাম ভারি বর্ষণে ধ্বসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার কয়েক হাজার মানুষসহ পথচারীরা। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করলেও কোন সাড়া মেলেনি। অবশেষে স্থানীয় কিছু উদ্যেমী যুবক উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান আবু সাঈদ সরকারের শরণাপন্ন হয়। পরে তিনি রাস্তাটি ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করার উদ্যোগ নেন।

সোমবার উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সোবাহান বাজার সংলগ্ন সড়কটিতে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের উদ্যোগে স্থানীয় মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের কাজ করছেন। দিনভর কাজ করে বিধ্বস্ত রাস্তাটি মেরামতের মাধ্যমে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

এসময় কথা হয় স্থানীয় যুবক আপেল মিয়া, রেজাউল করিম, মিলন মিয়াসহ অনেকের সাথে। তারা বলেন, দীর্ঘদিন থেকে রাস্তটি দিয়ে মানুষসহ যানবাহন পারাপার হতে নানা বিড়ম্বনায় পড়তে হতো। ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। রাস্তাটি মেরামতের জন্য একাধিকবার তাদেরকে বলেও কোন সাড়া মেলেনি। অবশেষে ভাইস চেয়ারম্যানের কাছে গেলে তিনি ভাঙা সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। আমরা এলাকাবাসী উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান আবু সাঈদ সরকারের কাছে চির কৃতজ্ঞ।

The post ধামশ্রেনীতে ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ধ্বসে পড়া রাস্তা মেরামত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
২০ বছরেও হয়নি রাস্তা সংস্কার ।। জনগণের চরম দূর্ভোগ https://www.ulipur.com/?p=3569 Wed, 12 Apr 2017 06:04:15 +0000 http://www.ulipur.com/?p=3569 জরীফ উদ্দীন “বাহে, তোমরা যদি মোক পঞ্চাশ ট্যাহা দেন তাহলে মুই মাঝবিল যাইম। না হলে এট্টে বসি থাকিম অন্য আস্তার ভারা পাইলে যাইম। উলিপুত থাকি মাঝবিল গেতে পৌরসভার আস্তার যা অবস্থা! খাল-খোদ্দর! জানের নিরাপত্তা নাই। ইক্সা খানো ভাঙ্গি-ট্যাঙ্গি যায়।” কথাগুলো বলেন উলিপুর এমএস স্কুল গেটে থাকা মজিবর আলী নামে এক রিক্সা চালক। ১০/২০ টাকার ভাড়া [...]

The post ২০ বছরেও হয়নি রাস্তা সংস্কার ।। জনগণের চরম দূর্ভোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন

“বাহে, তোমরা যদি মোক পঞ্চাশ ট্যাহা দেন তাহলে মুই মাঝবিল যাইম। না হলে এট্টে বসি থাকিম অন্য আস্তার ভারা পাইলে যাইম। উলিপুত থাকি মাঝবিল গেতে পৌরসভার আস্তার যা অবস্থা! খাল-খোদ্দর! জানের নিরাপত্তা নাই। ইক্সা খানো ভাঙ্গি-ট্যাঙ্গি যায়।” কথাগুলো বলেন উলিপুর এমএস স্কুল গেটে থাকা মজিবর আলী নামে এক রিক্সা চালক। ১০/২০ টাকার ভাড়া ৫০ টাকা চেয়ে বসে রাস্তার দোহাই দিয়ে হর হামেশা। শুধু মজিবর নয় হোসেন আলী, খয়বর, আজিজুল সহ সব রিক্সা চালকের এক কথা। আর অটোয় যেতে হলে অপেক্ষা করতে হবে আট জন যাত্রী না হওয়া পর্যন্ত। আর সেই অটোয় যেতে মনে হবে গরুর গাড়ি কিংবা নৌকায় যাচ্ছি।


উলিপুর মাঝবিল রাস্তাটির পৌরসভার প্রাই আড়াই কি.মি. রাস্তাটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি। রাস্তাটি ১৯৯৭ খ্রিষ্টাব্দে প্রথমার্ধে ৫০০ মিটার পাকা করা হয় পরে ২০০৭-০৮ খ্রিষ্টাব্দে বাকি রাস্তা পাকা করা হলেও এরপর আর করা হয়নি সংস্কার।

২০ বছরেও হয়নি রাস্তা সংস্কার ।। জনগণের চরম দূর্ভোগ
২০ বছরেও হয়নি রাস্তা সংস্কার ।। জনগণের চরম দূর্ভোগ

খালখন্দে ভরে গেছে রাস্তাটি। এখন চলতে গেলেই হোঁচট খেতে হয়। উল্টে যায় রিক্সা, ভ্যান, অটো, সাইকেল, মটর সাইকেল সহ বিভিন্ন মালবাহী যানবাহন। প্রায় প্রতিদিনই ঘটছে কোন না কোন দূর্ঘটনা। সামান্য বৃষ্টি হলে জমে ভাঙ্গা রাস্তায় পানি। যা পথচারী ও দুধারের দোকানে ছিটিয়ে পড়ে নোংরা করে দেয়। পাঁচ মিনিটের রাস্তায় যেতে সময় লাগে ১৫ মিনিট।
পথচারী হারুন-অর-রশিদ উলিপুর ডট কমকে বলেন, বর্তমানে রাস্তাটি নির্মাণ করা সময়ের দাবি। এব্যাপারে তিনি পৌর মেয়র ও এলজিইডির সুদৃষ্টি কামনা করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক পৌর বাসিন্দা বলেন, আমরা কর দিয়ে পৌসভায় বাস করলে কি হবে আমাদের পৌরসভার রাস্তায় চলেও শান্তি পাই না।
ধরণীবাড়ী, জানজায়গীর, তেঁতুলতলা, মন্ডলের হাট, মধুপুর, মুন্সিবাড়ি, মালতীবাড়ী সহ এই রাস্তাটিতে চলাচলকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবী, রিক্সা-ভ্যান-অটো চালক ছাড়াও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেন।
আজ এলাকাবাসী সহ সবার প্রাণের দাবী যে কোন মাধ্যমে রাস্তাটি দ্রুত সংস্কার করা হউক।

The post ২০ বছরেও হয়নি রাস্তা সংস্কার ।। জনগণের চরম দূর্ভোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>