লাশ উদ্ধার Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=লাশ-উদ্ধার কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 15 Oct 2023 14:04:37 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png লাশ উদ্ধার Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=লাশ-উদ্ধার 32 32 ভূরুঙ্গামারীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=27527 Sun, 15 Oct 2023 14:04:37 +0000 https://www.ulipur.com/?p=27527 ।। নিউজ ডেস্ক ।। ভূরুঙ্গামারীরতে নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী পুলিশ। নিহত যুবকের নাম শাহিন আলম (৩৫)। তিনি মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। রোববার (১৫ অক্টোবর) সকালে বারাইটারী এলাকার কালী মন্দির এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনা নিশ্চিত করেন। [...]

The post ভূরুঙ্গামারীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ভূরুঙ্গামারীরতে নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী পুলিশ। নিহত যুবকের নাম শাহিন আলম (৩৫)। তিনি মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

রোববার (১৫ অক্টোবর) সকালে বারাইটারী এলাকার কালী মন্দির এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, নিহত শাহিন আলম গত দুইদিন থেকে বাড়িতে তাকে পাওয়া যাচ্ছিলনা। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি। পরে রবিবার সকালে বারইটারী এলাকার কালী মন্দির এলাকার একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের পরিবার থেকে জানানো হয়, শাহিন নিখোঁজ হওয়ার আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনের সন্ধানে বাড়ি থেকে তিনি বের হওয়ার পর থেকে তার কোন খবর জানা যাচ্ছিলনা। তিনি তার বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছিলেন। এরই মধ্যে তার মরদেহ স্থানীয়রা ধানক্ষেতে দেখতে পান।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

The post ভূরুঙ্গামারীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে যুবক হত্যার দায়ে গ্রেফতার ৪ https://www.ulipur.com/?p=22957 Wed, 08 Mar 2023 18:26:47 +0000 https://www.ulipur.com/?p=22957 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে নিখোঁজ যুবকের লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি- সার্কেল মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান তাৎক্ষণিকভাবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাতেই নিহতের পরিবারের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় [...]

The post উলিপুরে যুবক হত্যার দায়ে গ্রেফতার ৪ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে নিখোঁজ যুবকের লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি- সার্কেল মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান তাৎক্ষণিকভাবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা শুরু করে।

মঙ্গলবার রাতেই নিহতের পরিবারের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে পৌরসভার হায়াৎখা গ্রামের আব্দুল্লাহ’র ছেলে আসাদুল হক (৪০), পূর্ব শিববাড়ী গ্রামের বদিউজ্জামানের ছেলে নয়ন মিয়া (২৪), কিশামত মালতিবাড়ী গ্রামের নুরল মাষ্টারের ছেলে ওবায়দুর রহমান মিল্টন (৪৫) মৃত আব্দুল হামিদের ছেলে শাহিন আলম বাবু ওরফে বুলেট বাবু (৪২) কে গ্রেফতার করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার (০৮ মার্চ) বিকেলে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (০৭ মার্চ) বিকালে ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে একটি পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত যুবক উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শিববাড়ী পাখিমারিরটারী এলাকার আফতাফ খলিফার ছেলে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা দূর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখেন। এ কারনে লাশের দূর্গন্ধ ছড়িয়েছে। এদিকে মরদেহ পুকুরে ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ তা দেখার জন্য সেখানে ভিড় করতে থাকেন।

The post উলিপুরে যুবক হত্যার দায়ে গ্রেফতার ৪ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে বন্ধুকে ধরলা নদীর স্রোত থেকে উদ্ধার করতে গিয়ে অপর বন্ধু মৃত্যু https://www.ulipur.com/?p=18575 Wed, 17 Aug 2022 13:54:23 +0000 https://www.ulipur.com/?p=18575 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে ধরলা নদীর টি-বাঁধে বেড়াতে গিয়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে আসাদুজ্জামান শুভ (১৭) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুর একটার দিকে ধরলায় নিখোঁজ আসাদুজ্জামান শুভকে বিকেল ৬টার সময় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনুসন্ধান চালিয়ে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ স্কুল শিক্ষার্থী [...]

The post কুড়িগ্রামে বন্ধুকে ধরলা নদীর স্রোত থেকে উদ্ধার করতে গিয়ে অপর বন্ধু মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ধরলা নদীর টি-বাঁধে বেড়াতে গিয়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে আসাদুজ্জামান শুভ (১৭) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুর একটার দিকে ধরলায় নিখোঁজ আসাদুজ্জামান শুভকে বিকেল ৬টার সময় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনুসন্ধান চালিয়ে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিখোঁজ স্কুল শিক্ষার্থী আসাদুজ্জামান শুভ কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং সে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। তাজুল ইসলাম লালমনিরহাট পুলিশ সুপার অফিসে সিআইডি (এসআই) অফিসার হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে আসাদুজ্জামান শুভ বড় ছিল। ঘটনার পর পরই ধরলা নদীর তীরে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে সেখানে অপেক্ষা করেন তিনি। কিন্তু রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল দিনাজপুরে অবস্থান করায় সেখান থেকে আসতে তাদের বিলম্ব হয়।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান শুভসহ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ ধরলা ব্রীজের পাশে টি-বাঁধে বেড়াতে যায়। এসময় খেলতে গিয়ে জয় পানিতে পরে গেলে আসাদুজ্জামান শুভ ও তরঙ্গ পানিতে নেমে জয়কে উদ্ধার করে। এসময় তীব্র পানির স্রোতে আসাদুজ্জামান শুভ পানিতে তলিয়ে যায়। পরে জয় ও তরঙ্গের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলেও তাকে খুঁজে না পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী সাজ্জাদ জানান, খবর পেয়ে দুপুরেই কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। কুড়িগ্রামে অভিজ্ঞ ডুবুরী না থাকায় রংপুর ফায়ার সার্ভিসকে ডুবুরী দল পাঠানোর জন্য অনুরোধ করা হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল দিনাজপুরে থাকায় সেখান থেকে তারা বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে প্রায় বিশ মিনিটের মধ্যে স্কুল শিক্ষার্থীর মৃতদেহ ঘটনাস্থলের কাছে নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল যৌথভাবে অনুসন্ধান চালিয়ে স্কুল শিক্ষার্থীর মৃতদেহ ধরলা নদীর নীচে থেকে উদ্ধার করে।

The post কুড়িগ্রামে বন্ধুকে ধরলা নদীর স্রোত থেকে উদ্ধার করতে গিয়ে অপর বন্ধু মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ https://www.ulipur.com/?p=17709 Sat, 11 Jun 2022 14:58:11 +0000 https://www.ulipur.com/?p=17709 ।। উপজেলা প্রতিনিধি ।। ভূরুঙ্গামারীতে মাদক গ্রহনের ফলে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার (১১ জুন) ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। জানাগেছে, শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি উদ্দিন ব্যাপারীর পুত্র মিজানুর রহমান (৪৫) শুক্রবার সন্ধ্যায় পাগলাহাট বাজারে রাত ৮টার দিকে সঙ্গী এরশাদ হোসেন (৩২) তিলাই ইউনিয়নের পশ্চিম [...]

The post ভূরুঙ্গামারীতে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
ভূরুঙ্গামারীতে মাদক গ্রহনের ফলে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার (১১ জুন) ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।

জানাগেছে, শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি উদ্দিন ব্যাপারীর পুত্র মিজানুর রহমান (৪৫) শুক্রবার সন্ধ্যায় পাগলাহাট বাজারে রাত ৮টার দিকে সঙ্গী এরশাদ হোসেন (৩২) তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নজরুল ইসলামের পুত্রের সাথে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হলে কুড়িগ্রামে নেয়ার পথে রাত ১২ টায় রাস্তায় তার মৃত্যু ঘটে। অপর ব্যক্তি এরশাদ (৩২) অসুস্থ হয়ে সে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে। মাদকপানে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভোর তিনটায় লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রামে প্রেরণ করে।

অপরদিকে বৃহস্পতিবার (৯ জুন) একই গ্রামের ঘাতু মন্ডলের পুত্র শাহজামাল (৫০) নামে অপর এক ব্যক্তি অতিরিক্তি মাদক পানে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। এরা তিন জনই পেশায় কশাই। পাগলাহাট বাজারে এরা মাংস বিক্রি করতো।

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের লোকজন মাদক পানের বিষয়টি অস্বীকার করছে কিন্তু এলাকাবাসী অভিযোগ করছে অতিরিক্ত মদ্য পানেই তার মৃত্যু ঘটেছে। শুধু তাইনয়, এর আগে যিনি মারা গেছেন তার বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, এরা সকলেই আগে থেকে মাদকের নেশায় অভ্যস্থ ছিলো। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে এবং সন্দেহের কারণে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সন্ধ্যা হলেই সীমান্তবর্তী এই পাগলাহাট বাজারে মাদকের হাট বসে। দূর দুরান্ত থেকে মাদকসেবীরা এখানে এসে মাদক সেবন করে। তারা জানায় মাদকের সাথে এখানে রং করার কাজে ব্যবহৃত মিথাইল এ্যালকোহল ও হোমিও চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড এ্যালকোহল সহজলভ্য। তাদের ধারনা এই এ্যালকোহল পান করেই ঐ দু‘ব্যক্তির মৃত্যু ঘটেছে।

The post ভূরুঙ্গামারীতে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ভূরুঙ্গামারীর দুধকুমর নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=14407 Wed, 28 Jul 2021 15:14:37 +0000 https://www.ulipur.com/?p=14407 ।। জেলা প্রতিনিধি ।। ভুরুঙ্গামারীর দুধকুমর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার (২৮ জুলাই ) বিকাল ৩.৩০ মিনিটের সময় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর মৌজার সামাদের ঘাট নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার [...]

The post ভূরুঙ্গামারীর দুধকুমর নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
ভুরুঙ্গামারীর দুধকুমর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার (২৮ জুলাই ) বিকাল ৩.৩০ মিনিটের সময় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর মৌজার সামাদের ঘাট নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে লাশটি ভারত থেকে ভেসে বাংলাদেশে এসেছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে লাশটি ভারতীয় নাগরিক বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/জুলাই/২৮/২১

The post ভূরুঙ্গামারীর দুধকুমর নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রৌমারীতে নিখোঁজ শিশুর বস্তা বন্দি লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=12962 Sat, 06 Feb 2021 08:40:55 +0000 https://www.ulipur.com/?p=12962 ।। জেলা প্রতিনিধি ।। তিন বছরের শাফি। বাবা-মায়ের চোখের মনি। ছুটোছুটি আর ভাঙা ভাঙা শব্দে মধুর সব কথায় সারা বাড়িতে তার প্রাণবন্ত বিচরণ বাবা মায়ের সাথে সাথে অন্য সকলের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতো। কিন্তু শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে হঠাতই শাফিকে খুঁজে পাওয়া যচ্ছিল না। শাফির বাড়ির সাথে সাথে পাড়া জুড়েই যেন অন্ধকার নেমে এলো। ছোট্ট [...]

The post রৌমারীতে নিখোঁজ শিশুর বস্তা বন্দি লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
তিন বছরের শাফি। বাবা-মায়ের চোখের মনি। ছুটোছুটি আর ভাঙা ভাঙা শব্দে মধুর সব কথায় সারা বাড়িতে তার প্রাণবন্ত বিচরণ বাবা মায়ের সাথে সাথে অন্য সকলের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতো। কিন্তু শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে হঠাতই শাফিকে খুঁজে পাওয়া যচ্ছিল না। শাফির বাড়ির সাথে সাথে পাড়া জুড়েই যেন অন্ধকার নেমে এলো। ছোট্ট এই শিশুটির জন্য তার স্কুল শিক্ষক বাবা আর মাসহ বাড়ির সকলে দিকবিদিক ছুঁটে বেড়াতে লাগলেন। পাঁচ ঘন্টার খোঁজাখুঁজি শেষে শাফিকে পাওয়া গেল পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে। তবে প্রাণবন্ত সেই শাফি তখন প্রাণহীন। বস্তাবন্দি অবস্থায় শাফিকে যখন তার স্বজন ও এলাকাবাসী খুঁজে পেলেন, তিন বছরের শাফি তখন মৃত। মানুষ রূপী নিষ্ঠুর কোনও ঘাতক শিশুটিকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে রাত ১১ টার দিকে পুলিশ শিশু শাফির মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।

শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শিশুটি নিখোঁজের প্রায় পাঁচ ঘন্টা পর তাদের বাড়ির পাশের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে বস্তা বন্দি অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পায় তার স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‘শিশুটির গলায় সামান্য দাগ রয়েছে। তার ঠোঁট দুটো অনেকটা কালচে হয়ে রয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি কেউ তাকে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ ওই পরিত্যাক্ত বাড়িতে ফেলে রেখে গেছে।’ -বলেন ওসি।

ওসি আরও জানান, শিশুটিকে কে বা কারা এভাবে হত্যা করেছে তা এখনও (শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত) নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার কাউকে সন্দেহ করছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/ফেব্রুয়ারি/০৬/২১

The post রৌমারীতে নিখোঁজ শিশুর বস্তা বন্দি লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রাম শহরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=12445 Thu, 17 Dec 2020 16:23:48 +0000 https://www.ulipur.com/?p=12445 ।।নিউজ ডেস্ক।। কুড়িগ্রাম শহরের ব্যাপারী পাড়া এলাকার একটি পুকুর থেকে হাসান আলী (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তি বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। সূত্র মতে, বৃহস্পতিবার দুপুরে ব্যাপারী পাড়ার পুকুরে হাসান আলীর লাশ ভেসে থাকতে দেখা যায়। ওই পুকুরটি ছিল সাবেক পৌর চেয়ারম্যান আবদুস সালামের। তার বাড়ির লোকজনের চোখে এই [...]

The post কুড়িগ্রাম শহরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।।নিউজ ডেস্ক।।

কুড়িগ্রাম শহরের ব্যাপারী পাড়া এলাকার একটি পুকুর থেকে হাসান আলী (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তি বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

সূত্র মতে, বৃহস্পতিবার দুপুরে ব্যাপারী পাড়ার পুকুরে হাসান আলীর লাশ ভেসে থাকতে দেখা যায়। ওই পুকুরটি ছিল সাবেক পৌর চেয়ারম্যান আবদুস সালামের। তার বাড়ির লোকজনের চোখে এই ঘটনা ধরা পড়ে প্রথমে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাসান আলীর বিষয়ে খোজ নিয়ে জানা যায়, সে একজন মৃগী রোগী। গত ১৫ ডিসেম্বর সে বাড়ি থেকে নিখোঁজ হয়। বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান এসব কথা গণমাধ্যমকে জানান। তিনি আরো বলেন, হাসান আলীর প্রতিবন্ধী ভাতা কার্ড ছিল।

হাসান আলীর পরিচয় নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ। পুলিশের ধারণা হাসান আলী একজন অপ্রকৃতস্থ ব্যক্তি। তার মৃত্যু সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি।

/নিউজ/কুড়িগ্রাম//চন্দন/ডিসেম্বর/১৭/২০

The post কুড়িগ্রাম শহরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ব্রহ্মপুত্র নদে ৩ দিন পর নিখোঁজ মাঝির লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=10698 Sun, 07 Jun 2020 12:06:48 +0000 https://www.ulipur.com/?p=10698 ।। আব্দুল মালেক ।। উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া মাঝি মফিজুল হকের মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার বিকালে রৌমারী থেকে নৌকা যোগে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর যাওয়ার সময় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাটে পৌঁছালে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন। রবিবার সকালে চিলমারী উপজেলার [...]

The post উলিপুরে ব্রহ্মপুত্র নদে ৩ দিন পর নিখোঁজ মাঝির লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া মাঝি মফিজুল হকের মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার বিকালে রৌমারী থেকে নৌকা যোগে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর যাওয়ার সময় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাটে পৌঁছালে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন। রবিবার সকালে চিলমারী উপজেলার পুরাতন জোড়গাছ মাঝিপাড়া এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। চিলমারী মডেল থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে নিখোঁজ মাঝির পরিবারের লোকজন উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করেন। উদ্ধার হওয়া যুবক কুড়িগ্রাম যাত্রাপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র। সে দীর্ঘদিন ধরে নৌকার মাঝি হিসেবে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

The post উলিপুরে ব্রহ্মপুত্র নদে ৩ দিন পর নিখোঁজ মাঝির লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কু‌ড়িগ্রামে এইচএস‌সি শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=7762 Wed, 06 Feb 2019 05:49:32 +0000 https://www.ulipur.com/?p=7762 ।। নিউজ ডেস্ক ।। কু‌ড়িগ্রাম শহ‌রের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রা‌মে এক এইচএস‌সি শিক্ষার্থীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজার রহমান একথা জানিয়েছেন। তার নাম হা‌বিবুর রহমান। সে কু‌ড়িগ্রাম শহ‌রের কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লেজের একাদশ শ্রে‌ণির ছাত্র। চিলমারী উপ‌জেলার ঢুসমারা থানার অধীন গোয়া‌লের চর গ্রা‌মের আবুল হো‌সেনের ছেলে সে। কু‌ড়িগ্রাম [...]

The post কু‌ড়িগ্রামে এইচএস‌সি শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কু‌ড়িগ্রাম শহ‌রের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রা‌মে এক এইচএস‌সি শিক্ষার্থীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজার রহমান একথা জানিয়েছেন।

তার নাম হা‌বিবুর রহমান। সে কু‌ড়িগ্রাম শহ‌রের কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লেজের একাদশ শ্রে‌ণির ছাত্র। চিলমারী উপ‌জেলার ঢুসমারা থানার অধীন গোয়া‌লের চর গ্রা‌মের আবুল হো‌সেনের ছেলে সে।

কু‌ড়িগ্রাম সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জা‌মিউল ইসলাম জানান, হা‌বিবুর‌কে শ্বাস রোধ ক‌রে হত্যা করা হয়েছে। তার পা বাঁধা ছিল এবং পে‌টে ধারা‌লো অ‌স্ত্রের আঘাতও র‌য়ে‌ছে। তার প‌কেট থে‌কে দু’‌টি মোবাইল ফোন উদ্ধার করা হ‌য়ে‌ছে। মোবাইল ফো‌নের কল লিস্ট ধ‌রে প্রাথ‌মিকভা‌বে তার প‌রিচয় নি‌শ্চিত হওয়া গে‌ছে।

‌হা‌বিবু‌রের চাচা‌তো ভাই সা‌নোয়া‌রের বরাত দি‌য়ে তিনি বলেন, ‘আমরা জান‌তে পে‌রে‌ছি হা‌বিবুর স্থানীয় আদাল‌তে মহু‌রির কাজ কর‌তো এবং কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লে‌জের একাদশ শ্রে‌ণিতে পড়তো। সে পৌর এলাকার কামার পাড়ার সুরুজ্জামান না‌মে এক ব্য‌ক্তির বা‌ড়ি‌তে থাক‌তো। তা‌কে কে বা কারা হত্যা ক‌রে‌ছে তা তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে। লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

কু‌ড়িগ্রাম সদর থানার ও‌সি মাহফুজার রহমান বলেন, এ হত্যাকা‌ণ্ডের পেছ‌নে কে বা কারা র‌য়ে‌ছে তা তদ‌ন্তে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। আশা কর‌ছি খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের চি‌হ্নিত করা যাবে।

সূত্রঃ banglatribune

The post কু‌ড়িগ্রামে এইচএস‌সি শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে নিখোঁজ কালামের লাশ ৫দিন পর উদ্ধার https://www.ulipur.com/?p=4067 Thu, 10 Aug 2017 18:50:16 +0000 http://www.ulipur.com/?p=4067 নিউজ ডেস্কঃ উলিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে লাফিয়ে পরে নিখোঁজ হয় আবুল কালাম। ৫ দিন পর তার লাশ গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা থেকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার পুত্র ৪ সন্তানের জনক আবুল কালাম (৪৫) নাগড়াকুড়া গ্রামের টি-বাঁধের উত্তর দিকে নদীর উপকন্ঠে কয়েকজন মিলে [...]

The post পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে নিখোঁজ কালামের লাশ ৫দিন পর উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উলিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে লাফিয়ে পরে নিখোঁজ হয় আবুল কালাম। ৫ দিন পর তার লাশ গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার পুত্র ৪ সন্তানের জনক আবুল কালাম (৪৫) নাগড়াকুড়া গ্রামের টি-বাঁধের উত্তর দিকে নদীর উপকন্ঠে কয়েকজন মিলে তাস খেলছিল। ওই দিন বিকেলে সাদা পোষাকধারী পুলিশের একটি দল ওযারেন্টভূক্ত আসামী ধরতে স্থানীয় নাগড়াকুড়া বাজারে যায়। খবর পেয়ে পুলিশ তাসারুদের ধাওয়া করে। এ সময় অন্য খেলোয়াররা পালিয়ে যেতে সক্ষম হলেও আবুল কালাম, সাইদুল ইসলাম (৪০) ও শাহীন মিয়া (৩৫) পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে পড়ে। সাইদুল ও শাহীন সাঁতরিয়ে তীরে ভীড়লেও আবুল কালাম নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৫ দিন পর পরিবারের লোকজন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের বেলকা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মৃত কালামের ১১ বছরের কন্যা কলি আখতার, স্ত্রী আমেনা বেগম (৪০), বড় ভাই তছলিম উদ্দিন (৫৫) সহ পরিবারের দাবি পার্শবর্তী নেফড়া গ্রামের সাহেব আলীর পুত্র মুকুল মিয়া (৩৬) যদি আবুল কালামকে মোবাইল ফোন দিয়ে ডেকে নিয়ে না যেতো তাহলে এ অকাল মৃত্যুর ঘটনা ঘটতো না।

গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ট করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উলিপুর থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্ল্যাহ আল সাইদ লাশ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন।

The post পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে নিখোঁজ কালামের লাশ ৫দিন পর উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>