লোডশেডিং Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=লোডশেডিং কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 05 Jul 2022 09:57:51 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png লোডশেডিং Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=লোডশেডিং 32 32 কুড়িগ্রামে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন https://www.ulipur.com/?p=18062 Tue, 05 Jul 2022 09:57:50 +0000 https://www.ulipur.com/?p=18062 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে প্রচন্ড রৌদ্রতাপ আর ভ্যাপসা গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ৪ দিন থেকে ২৪ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ ১২ ঘন্টারও কম। যা চাহিদার তুলনায় অর্ধেকেরও কম। এ অবস্থায় পৌর এলাকার নেসকোসহ গ্রাম এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ নিয়ে ক্ষোভ তৈরী হচ্ছে মানুষজনের মাঝে। [...]

The post কুড়িগ্রামে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে প্রচন্ড রৌদ্রতাপ আর ভ্যাপসা গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ৪ দিন থেকে ২৪ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ ১২ ঘন্টারও কম। যা চাহিদার তুলনায় অর্ধেকেরও কম। এ অবস্থায় পৌর এলাকার নেসকোসহ গ্রাম এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ নিয়ে ক্ষোভ তৈরী হচ্ছে মানুষজনের মাঝে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সূত্রে জানায়, কুড়িগ্রাম পৌরসভা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত এলাকায় নেসকো বিদ্যুৎ সরবরাহ করে। এর আওতায় ৩০ হাজারের উপরে মিটার রয়েছে। যাতে দৈনন্দিন চাহিদা পিক আওয়ারে ১২ মেগাওয়াট, সরবরাহ ৬ মেগাওয়াট এবং অফ পিকআওয়ারে চাহিদা ৮ মেগাওয়াট এর বিপরীতে সরবরাহ মাত্র ৪ মেগাওয়াট বিদ্যুৎ। এ কারণে নেসকো কুড়িগ্রামের আওতাধীন ৭টি ফিডার লাইনে পর্যায়ক্রমে ৫০ ভাগের কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাসাবাড়ি, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল রেঁস্তোরা, দোকানপাটসহ অন্যান্য প্রতিষ্ঠানে বিদ্যুতের অভাবে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

কুড়িগ্রাম পৌরসভার মোক্তারপাড়ার রাশেদুল ইসলাম জানান, বিদ্যুতের সমস্যায় বাসায় ঠিকমত পানি সরবরাহ হচ্ছে না। বাসায় অন্যান্য কাজকর্ম ব্যহত হচ্ছে। হাটিরপাড়ের গৃহিনী আয়েশা খাতুন বলেন, রান্না করা থেকে সাংসারিক সব কাজ বিঘিœত হচ্ছে বিদ্যুতের সংকটে। ফ্রিজের সংরক্ষিত খাবার নষ্ট হয়ে যাচ্ছে।

ঘোষপাড়াস্থ ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, কদিন থেকে বিদ্যুতের সংকটের কারণে দোকানে ঠিক মতো বেচাবিক্রি হচ্ছে না। এ অবস্থা কবে ঠিক হবে জানিনা।

কুড়িগ্রাম – লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (কুলাপবিস) সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কুড়িগ্রামের ৯ উপজেলার মধ্যে ৭ উপজেলার জন্য পিকআওয়ারে চাহিদা ৭১ মেগাওয়াট সরবরাহ ৩০-৩১ মেগাওয়াট, অফপিকআওয়ারে চাহিদা ৫২ মেগাওয়াট এর বিপরীতে সরবরাহ মাত্র ২৭-২৮ মেগাওয়াট। তবে রৌমারী ও রাজিবপুর উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা জামালপুর জেলার সাথে সংযুক্ত। জেলার মধ্যে ৩৩ কেভি লাইনের জন্য ৬টি ফিডার ও ১১ কেভি লাইনের জন্য ৬২টি ফিডারের আওতায় ৪ লক্ষ ৮০ হাজার গ্রাহক রয়েছে।

পল্লী বিদ্যুতের গ্রাহক রাজারহাট উপজেলার ফরকেরহাট এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দিনে রাতে বিদ্যুৎ কখন আসে বুঝিনা, কিন্তু বিদ্যুৎ বিহীন থাকি এটা বুঝি। মনে হয় আগের সেই বিদ্যুৎহীন অবস্থায় আছি।

নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ সরকারপাড়া গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক আব্দুল কাদের বলেন, আমার ছেলে আর ভাতিজা দু’জনই এসএসসি পরীক্ষার্থী। লোডশেডিং এর কারণে দিনরাতে অর্ধেকের কম সময় বিদ্যুৎ পাওয়ায় তাদের পড়াশোনা মারাত্মক ব্যাহত হচ্ছে।

চিলমারী উপজেলার সবুজ পাড়ার অনলাইন ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, বিদ্যুৎ সংকটের কারণে আমার ব্যবসার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ যাওয়া আসার খেলায় দোকানের একটি দামী কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এমন অবস্থা চললে আমরা আরো ক্ষতির মুখে পড়বো।

এ বিষয়ে নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: আলিমুল ইসলাম সেলিম জানান, পাওয়ার উৎপাদনে ঘাটতি থাকায় ন্যাশনাল গ্রিড থেকে আমাদের চাহিদানুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। সরবরাহ পেলে এ অবস্থার উন্নতি হবে। আমাদের সব ফিডারে বিদ্যুৎ সম বন্টন করার চেষ্টা করছি। এ অবস্থা কতদিন চলবে জানি না।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি’র সহকারী মহাব্যবস্থাপক (বিতরণ) মো: নুর আলম জানান, জেলার জন্য মোট চাহিদার কম পাওয়ায় সব ফিডারে লোডশেডিং চলছে। গ্যাস সরবরাহ কম ও জ্বালনির মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। তাই পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের সরবরাহকৃত বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদার বিপরীতে কম সরবরাহ করছে। এ কারণে সক্ষমতা থাকা সত্বেও গ্রাহকদের সঠিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ বৃদ্ধি পেলে গ্রাহকদের স্বস্তি ফিরে আসবে।

The post কুড়িগ্রামে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ভয়াবহ লোডশেডিংয়ের কবলে উলিপুর উপজেলা https://www.ulipur.com/?p=4493 Sun, 08 Oct 2017 17:27:50 +0000 http://www.ulipur.com/?p=4493 তালাত মাহামুদ রুহানঃ উলিপুরসহ গোটা উত্তরজনপদ আবারো ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও বিভ্রাটের কবল থেকে কোনো অবস্থাতেই মুক্তি মিলছে না উলিপুরে উপজেলায় বসবাসরত মানুষের। দিন রাত ২৪ ঘন্টার মধ্যে একটানা পুরোপুরি ২-৪ ঘন্টাও বিদ্যুৎ এর দেখা মিলছে না। ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন উত্তর জনপদের মানুষদের কালো আধারেই থাকতে হচ্ছে। দিন কি রাত্রি, [...]

The post ভয়াবহ লোডশেডিংয়ের কবলে উলিপুর উপজেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তালাত মাহামুদ রুহানঃ
উলিপুরসহ গোটা উত্তরজনপদ আবারো ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও বিভ্রাটের কবল থেকে কোনো অবস্থাতেই মুক্তি মিলছে না উলিপুরে উপজেলায় বসবাসরত মানুষের। দিন রাত ২৪ ঘন্টার মধ্যে একটানা পুরোপুরি ২-৪ ঘন্টাও বিদ্যুৎ এর দেখা মিলছে না। ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন উত্তর জনপদের মানুষদের কালো আধারেই থাকতে হচ্ছে। দিন কি রাত্রি, সর্বদা চলছে বিদ্যুতের আসা-যাওয়া। গত কয়েক দিন থেকে চলছে তালপাকা গরম। বৈরী আবহাওয়ার মধ্যেই পাল্লা দিয়ে চলছে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতের যন্ত্রনাদায়ক বিভ্রাট। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

এ বিষয় পাচঁপীর ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীর সাথে কথা বললে উলিপুর ডট কম কে জানায়, সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা, এছাড়াও বিভিন্ন সময় কোনো না কোনো স্কুল বা কলেজের ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে কোনো না কোনো শিক্ষার্থীকে বিভিন্ন সময়েই পড়াশুনার চাপে থাকতে হয়। প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ থাকায় তারা সবাই বিদ্যুৎ নির্ভরশীল, আর তাই আধাঁর থেকে আলোকিত করার একমাত্র উপায় বিদ্যুৎ। কিন্তু কিছুদিন ধরে বিরামহীন লোডশেডিং এর কবলে পড়েছে তারা। পড়াশুনার করার সময়গুলোতে প্রয়োজন মাফিক বিদ্যুৎ না পাওয়ায় প্রত্যেক শিক্ষার্থী ঠিকমত লেখা পড়া করতে পাচ্ছে না। তারা ক্রমেই লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। তিনি আরও বলেন, লোড শেডিং কমানের ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের পড়াশোনা বিরাট একটি অংশ ক্ষতির সম্মুখীন হবে।

এছাড়াও বিদ্যুতের কারণে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, সরকারী ও আধা সরকারি প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।

লোডশেডিং নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আগে তারা যেকোনো বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়লেই ভুক্তভোগীরা আগে সরাসরি যোগাযোগ করে কিংবা দূরালাপনি যন্ত্রের সাহায্য নিয়ে প্রার্থনা কিংবা বিভিন্ন খোঁজ খবরাদি নিতে পারলেও এখন জরুরি বিদ্যুতের সরবরাহ কেন্দ্রের কারো কাছে এ বিষয়ে সাহায্য কিংবা সহযোগিতা চাইতে গেলে ভৎসনার শিকার কিংবা লাঞ্চিত হতে হচ্ছে। এমন অভিযোগ বিভিন্ন ভুক্তভোগী গ্রাহকদের।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের নিলর্জ্জ কতিপয় দায়িত্বশীলরা বলছেন, এলাকায় খুব একটা লোডশেডিং নেই। গত রমজান মাসে এমনকি কোরবানি ঈদের পরেও লোডশেডিং এর কবল থেকে কোন উপায়ে মুক্তি মেলেনি বিদ্যুতের সংযোগ নেওয়া মানুষজনের।

বর্তমান পেক্ষাপটে গত কয়েক দিনের বিদ্যুতের লোডশেডিং নিয়ে উর্ধ্বতনদের কাছে যোগাযোগ করে জানতে চাওয়া হলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দাড় করিয়ে গনমাধ্যমকে এড়িয়ে যেতে চাইছিলেন। কেউ কেউ আবার যান্ত্রিক ক্রুটির অজুহাত দিয়ে তাদের দায় এড়িয়ে যেতে চেষ্টা করছেন। একজন কর্মকর্তা প্রথমে কিছু বলতে না চাইলেও পরে নাম প্রকাশ না করার শর্তে লোডশেডিং এর বিষয়টি স্বীকার করে বলেন, হ্যাঁ লোডশেডিং আছে। সঙ্গে এও বলেছেন এটা ক্ষণস্থায়ী সমস্যা, পরিস্থিতির পরিবর্তন হবে শীঘ্রই। তবে তিনি এটিও বলেছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানসমুহের বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে বিভিন্ন স্থান থেকে লোডশেডিং করে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

The post ভয়াবহ লোডশেডিংয়ের কবলে উলিপুর উপজেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>