শীতজনিত রোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=শীতজনিত-রোগ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 02 Feb 2024 04:35:43 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png শীতজনিত রোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=শীতজনিত-রোগ 32 32 উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা https://www.ulipur.com/?p=30120 Fri, 02 Feb 2024 04:35:43 +0000 https://www.ulipur.com/?p=30120 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অন্তর্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন রোগী আসে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন তার মধ্যে শিশুর সংখ্যা ১১ জন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝে ও বারান্দায় থেকেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। [...]

The post উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অন্তর্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন রোগী আসে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন তার মধ্যে শিশুর সংখ্যা ১১ জন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝে ও বারান্দায় থেকেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। তবে মেঝেতে শুয়ে চিকিৎসা নেওয়াটা যেমন রোগীর জন্য স্বাস্থ্যসম্মত নয়, তেমন দৃষ্টিকটু ও অশোভন।

কুড়িগ্রাম জেলার অন্যতম বৃহৎ একটি উপজেলা উলিপুর। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৭ লক্ষ। ১৯৮২ সালে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৪১ বছরেও নির্মিত হয়নি শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ড। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ১০টি শয্যায় ডায়রিয়া রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, ১৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে জেলায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত নানা রোগ। গত ১০ দিনে ঠান্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে শিশু ও বৃদ্ধ মানুষ ভর্তি হয়েছে দুই শতাধিক। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জন শিশুসহ ১৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শয্যা না পেয়ে অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝে ও বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা করাচ্ছেন।

উৎসব (১১ মাস) ও আহসান হাবীব (১৬ মাস) নামের দুইজন ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজনেরা জানান, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের কোন ব্যবস্থা নেই স্বাস্থ্য কমপ্লেক্সে, অবস্থা খুব খারাপ। পুরো বারান্দায় ডায়রিয়া আক্রান্ত রোগী দিয়ে ভর্তি। অনেক রোগী বেড না পেয়ে মেঝেতে থাকতে বাধ্য হচ্ছে। শীতের সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীদের ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ হারে।

ডায়রিয়া আক্রান্ত রোগী শামীমা বেগম (২৮) ও মিনারা বেগম (৩০) জানান, বারান্দার গ্রিলে টাঙানো হয়েছে ছেড়া পলিথিন, দিন-রাত শো শো করে বাতাস আসে ভিতরে। শীতের কনকনে ঠান্ডায় দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। নিরুপায় হয়ে এমন পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে তাদের।

স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ মাহবুবা বেগম জানান, ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ায় শিশু রোগীর সংখ্যা বেশি। প্রয়োজনের তুলনায় বেড না থাকায় এত সংখ্যক রোগীকে মেঝেতে বিছানা পেতে দিয়ে সবাইকে চিকিৎসা দিতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, শীতজনিত রোগ বাড়লেও চিন্তিত হওয়ার কিছু নেই। শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩১ শয্যা থেকে ধীরে ধীরে ৫০ শয্যায় রূপান্তরিত হলেও কিন্তু ভবন বাড়ে নি। যার কারণে এখনও আলাদাভাবে শিশু ও ডায়রিয়া ওয়ার্ড নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ও গাইনি ডাক্তার নেই। তবুও সীমিত জনবল দিয়েও রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

//নিউজ//উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/০১/২৪

The post উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শীতের দাপটে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা https://www.ulipur.com/?p=21567 Mon, 02 Jan 2023 04:15:38 +0000 https://www.ulipur.com/?p=21567 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। টানা দু’সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহের ফলে নাকাল অবস্থা কর্মজীবীদের। ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা হাওয়ার কারণে বেশিরভাগ শ্রমজীবী মানুষ দেরীতে কাজে বের হচ্ছেন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। জনপ্রতিনিধিদের অভিযোগ এবার শীতে সরকারি-বেসরকারীভাবে সেভাবে এগিয়ে আসেনি কেউই। ফলে প্রতিদিন চাপ বাড়ছে বাড়ীতে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী [...]

The post কুড়িগ্রামে শীতের দাপটে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। টানা দু’সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহের ফলে নাকাল অবস্থা কর্মজীবীদের। ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা হাওয়ার কারণে বেশিরভাগ শ্রমজীবী মানুষ দেরীতে কাজে বের হচ্ছেন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। জনপ্রতিনিধিদের অভিযোগ এবার শীতে সরকারি-বেসরকারীভাবে সেভাবে এগিয়ে আসেনি কেউই। ফলে প্রতিদিন চাপ বাড়ছে বাড়ীতে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, সরকারিভাবে মাত্র ৫শ’ কম্বল পেয়েছি। মেম্বাররা ভাগে মাত্র ২২টি করে পেয়েছে। বিতরণ করতে গিয়ে হিমসীম অবস্থা।

একই উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মেম্বার আব্দুর রহিম রিপন জানান, কম্বল বিতরণ করতে গিয়ে শতশত মানুষের ঘেরাও’র মুখে পরেছি। তীব্র ঠান্ডার ফলে সবাই গরম কাপড় চাইছেন। কিন্তু আমরা দিতে না পেরে কটু কথা শুনে বিরাগভাজন হচ্ছি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, শীতের কারণে আউটডোরে রোগীর সংখ্যা কমে গেছে। তবে ২৫০ বেডের হাসপাতালে বেড়েছে ইনডোরে রোগীর সংখ্যা রবিবার (১ জানুয়ারি) ইনডোরে ৩৩৬ রোগী ভর্তি হয়েছে। এছাড়াও শিশু ও ডায়েরিয়া ওয়ার্ডে ৪২বেডের বিপরিতে ৮২জন চিকিৎসাধীনে রয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিন মিয়া জানান, রবিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দমমিক ৩ ডিগ্রি সেলসিয়ায়। এছাড়াও তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারী মাসে দুটি মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যা তীব্র শৈত্যপ্রবাহে রুপ নিতে পারে। ফলে তাপমাত্রা ৮ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলা প্রশাসন থেকে নতুন করে ১লক্ষ ১৪হাজার কম্বলের চাহিদা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ১৫হাজার কম্বল পাওয়া গেছে। এছাড়াও ৩৮হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

The post কুড়িগ্রামে শীতের দাপটে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শীতে শিশুদের সর্দি-কাশি থেকে দূরে রাখতে যা করবেন https://www.ulipur.com/?p=15769 Tue, 28 Dec 2021 10:51:31 +0000 https://www.ulipur.com/?p=15769 ।। লাইফস্টাইল ডেস্ক ।। শীতের এই সময়ে প্রায় সব বয়সের মানুষেরাই রোগে আক্রান্ত হয়ে থাকেন। শীতের প্রভাবে বাদ পড়েনা শিশুরাও। এসময় নানা ধরণের রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। একইসঙ্গে ঠান্ডা পরিবেশে ভাইরাস ও ব্যাকটেরিয়া হয়ে ওঠে সক্রিয়। এমনকি বাতাসে ধুলাবালি ও ময়লা বেড়ে যাওয়ায় শীতে অ্যালার্জি বাড়ে। তাই এ সময় সবারই সতর্ক থাকতে হবে। শীতের সময় [...]

The post শীতে শিশুদের সর্দি-কাশি থেকে দূরে রাখতে যা করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
শীতের এই সময়ে প্রায় সব বয়সের মানুষেরাই রোগে আক্রান্ত হয়ে থাকেন। শীতের প্রভাবে বাদ পড়েনা শিশুরাও। এসময় নানা ধরণের রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

একইসঙ্গে ঠান্ডা পরিবেশে ভাইরাস ও ব্যাকটেরিয়া হয়ে ওঠে সক্রিয়। এমনকি বাতাসে ধুলাবালি ও ময়লা বেড়ে যাওয়ায় শীতে অ্যালার্জি বাড়ে। তাই এ সময় সবারই সতর্ক থাকতে হবে।

শীতের সময় বাতাসে অনেক জীবাণু বেশি থাকে। বিশেষ করে ভাইরাস বেশি থাকে যা শ্বাস নালীর মাধ্যমে দেহে প্রবেশ করে ইনফ্লুয়েঞ্জা ও মামসের মতো রোগের সৃষ্টি করে।

অনেক সময় দেখা যায় যে, বাড়ির বড় কারো ঠাণ্ডা লাগলে তারা শিশুদের সামনে হাঁচি বা কাশি দেয়। একটা বড় মানুষের হাঁচিতে লক্ষ লক্ষ জীবাণু থাকে। যা বাচ্চাদের শ্বাসের মাধ্যমে ঢুকে তাদেরকে আক্রান্ত করে ফেলে । তাই কিছু বিষয়ে খেয়াল রাখলে শিশুদের রাখাবে সর্দি-কাশিমুক্ত।

১। সব সময় শিশুর হাত পরিষ্কার রাখুন। কারণ শিশুরা কিছুক্ষণ পরপরই মুখে হাত দেয়। তাই আপনাকে অবশ্যই শিশুর হাত পরিষ্কার রাখুন তাহলেই জীবাণুর হাত থেকে মিলবে মুক্তি। আর সন্তান একটু বড় হলে তাকে হাত ধোয়ানোর অভ্যাস করুন।

২। শিশুর খেলনা পরিষ্কার রাখতে হবে। কারণ খেলনা যেখানে সেখানে পড়ে থাকায় মিশতে পারে জীবাণু। তাই খেলনা গরম পানিতে মাঝেমধ্যেই পরিষ্কার করুন। তবেই খেলনার উপর থেকে সরানো যাবে জীবাণু।

৩। আপনি যখন সন্তানকে কোলে নেবেন তার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। না হলে আপনার হাতে জীবাণু থাকলে তা শিশুর কাছেও পৌঁছে যাবে। তাই নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন সব সময়।

৪। অসুস্থ মানুষের কাছ থেকে শিশুকে দূরে রাখুন। বিশেষ করে বাড়িতে কারও ঠান্ডা লাগলে শিশুকে তার সামনে নিয়ে যাবেন না। তাকেও বাচ্চার সামনে আসতে বারণ করুন।

৫। শিশুকে সময় মতো টিকা দিন। টিকা তাদের মধ্যে নির্দিষ্ট অসুখের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

৬। কোনো শিশুর ঠান্ডা লাগলে কিংবা নাক দিয়ে পানি পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ মনে রাখবেন এখন করোনার প্রকোপ আবারও বাড়ছে। তাই প্রথম থেকেই সতর্ক থাকা জরুরি।

The post শীতে শিশুদের সর্দি-কাশি থেকে দূরে রাখতে যা করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে চলছে শীতের দাপট https://www.ulipur.com/?p=12473 Sun, 20 Dec 2020 14:48:46 +0000 https://www.ulipur.com/?p=12473 । নিউজ ডেস্ক ।। ‘গরীব মানুষ, শীতের কাপড় কটাই (কোথায়) পাই? ছাওয়ার ঘরে রোজগার নাই, কেমন করি কাপড় কিনি দেয়।’ কথাগুলো বলার সময় ঠাণ্ডায় কাঁপছিলেন আছিয়া বেওয়া। কথা বলার সময় তার কণ্ঠস্বরও কেঁপে উঠছিল। শরীরে শীতের পোশাক ছিল না তার। কষ্ট পাচ্ছিলেন প্রবীণ এই নারী। আছিয়া বেওয়া নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রামের বাসিন্দা। এই [...]

The post কুড়িগ্রামে চলছে শীতের দাপট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
। নিউজ ডেস্ক ।।

‘গরীব মানুষ, শীতের কাপড় কটাই (কোথায়) পাই? ছাওয়ার ঘরে রোজগার নাই, কেমন করি কাপড় কিনি দেয়।’ কথাগুলো বলার সময় ঠাণ্ডায় কাঁপছিলেন আছিয়া বেওয়া।

কথা বলার সময় তার কণ্ঠস্বরও কেঁপে উঠছিল। শরীরে শীতের পোশাক ছিল না তার। কষ্ট পাচ্ছিলেন প্রবীণ এই নারী।

আছিয়া বেওয়া নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রামের বাসিন্দা।

এই নারীর মতো জেলার চর ও গ্রামাঞ্চলের বহু প্রবীণ শীতের কারণে দুর্ভোগে পড়েছেন।

বাদ যায়নি শিশুরাও। তারা শীতে কষ্ট ভোগ করছে। শীত বস্ত্রের অভাব তাদের কষ্টের মাত্রা বাড়িয়েছে বহুগুণ।

জেলার রাজারহাট আবহাওয়া অফিস জানায়, রবিবার (২০ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন।

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে চলছে শীতের দাপট। গত কয়েকদিন ধরে ক্রমেই এ জেলার তাপমাত্রা হ্রাস পাচ্ছে।

রবিবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায়।

আবহাওয়ার এই পরিবর্তনে বিপাকে পড়েছে জেলার ২০ লক্ষাধিক মানুষ।

বিশেষ করে নদী বিধৌত এ জেলার চরাঞ্চলের লক্ষাধিক মানুষ চরম কষ্টে দিন পার করছেন।

রাতে শীতের দাপটে মানুষের অবস্থা জবুথুবু। দিনের হালকা সূর্যে আলো লোকজনকে কিছুটা স্বস্তি দিচ্ছে।

জেলার সিভিল সার্জন অফিস জানায়, গত কয়েকদিনে হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

জেলার জেনারেল হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে।

দিনমজুর শ্রেণির মানুষজন ঠাণ্ডায় কাজে বের হতে পারছে না।

এতে অনেক দিনমজুর পরিবার ভরণ পোষণ চালাতে হিমশিম খাচ্ছে।

শীতের প্রকোপ মোকাবিলায় তারা কম্বলের পাশাপাশি সোয়েটার চাইছে।

দুধ কুমার নদ এলাকার বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, তাদের গ্রামের বেশিরভাগ মানুষ দিন মজুর। ঠাণ্ডায় কাজে বের হওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দিনমজুররা শীতবস্ত্র হিসেবে ভারী সোয়েটার কিংবা জ্যাকেট চাইছে।

মামুন বলেন, ‘কম্বল নিয়ে তো মানুষ কাজে বের হতে পারে না। শীতের পোশাক দিলে সেগুলো পড়ে অন্তত কাজ করতে পারবে।, দিনটা তাদের উপার্জনহীন হয় না।’

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানায়, জেলার ৯ উপজেলায় ৩৫ হাজার কম্বল এবং ৯ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিতরণ চলছে।

এছাড়াও শীতবস্ত্র ক্রয়ের জন্য উপজেলা প্রতি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।

জেলার রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ৭২ ঘণ্টা এই অবস্থা বিরাজ করতে পারে।

/নিউজ/উলিপুর//চন্দন/ডিসেম্বর/২০/২০

The post কুড়িগ্রামে চলছে শীতের দাপট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শীতজনিত রোগ বাড়ছে, দুর্ভোগে ছিন্নমূল মানুষ https://www.ulipur.com/?p=9537 Sun, 22 Dec 2019 18:08:12 +0000 https://www.ulipur.com/?p=9537 ।। নিউজ ডেস্ক ।।কুড়িগ্রামের ওপর দিয়ে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডায় জেলায় শীতজনিত রোগ বাড়ছে। আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহিনুর রহমান সর্দার জানান, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত তিনদিনে কুড়িগ্রাম জেলার জেনারেল হাসপাতালে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত আটজন শিশু ভর্তি [...]

The post কুড়িগ্রামে শীতজনিত রোগ বাড়ছে, দুর্ভোগে ছিন্নমূল মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের ওপর দিয়ে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডায় জেলায় শীতজনিত রোগ বাড়ছে।

আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহিনুর রহমান সর্দার জানান, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত তিনদিনে কুড়িগ্রাম জেলার জেনারেল হাসপাতালে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত আটজন শিশু ভর্তি হয়েছে।

এছাড়া কুড়িগ্রাম জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যাদের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত পাঁচ দিন থেকে দিনের বেলা সূর্যের দেখা মেলেনি। এতে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শীতের মাত্রা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধসহ চরাঞ্চলের মানুষেরা। এছাড়া কাজে যেতে না পারায় চরম দুর্ভোগ পড়েছেন শ্রমজীবী মানুষরা।

চলমান এ শৈত্যপ্রবাহে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমারসহ ১৬টি নদ-নদীর অববাহিকার প্রায় ৪০৫টি চরাঞ্চলে বেশিরভাগ মানুষ খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

জেলা প্রশাসনের ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৫১ হাজার ৫১৪ পিস কম্বল বরাদ্দ দেয়া হয়েছে জেলার ৯টি উপজেলায়। নতুন করে আরো বরাদ্দ চাওয়া হয়েছে।

সূত্রঃ unb.com.bd

The post কুড়িগ্রামে শীতজনিত রোগ বাড়ছে, দুর্ভোগে ছিন্নমূল মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত,শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু https://www.ulipur.com/?p=5191 Thu, 11 Jan 2018 17:27:49 +0000 http://www.ulipur.com/?p=5191 এ.এস.জুয়েল: কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ বেড়েছে । গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, শীতজনিত রোগে নয়, হাসপাতালে বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিনজনসহ [...]

The post কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত,শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল:
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ বেড়েছে । গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, শীতজনিত রোগে নয়, হাসপাতালে বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিনজনসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সদর হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রকোপ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের। এসব রোগে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান সরদার জানান, সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ১৮২ রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে কেউ শীতজনিত রোগে মারা যায়নি।

গতকাল মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। বিকাল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠাণ্ডায় মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। চরম শীত ও কষ্টে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান উলিপুর ডট কমকে জানান, জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারিভাবে ৫৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ৫০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। কম্বল পাওয়া মাত্র বিতরণ করা হবে।

The post কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত,শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>