শৈত্য প্রবাহ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=শৈত্য-প্রবাহ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 29 Jan 2024 11:08:27 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png শৈত্য প্রবাহ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=শৈত্য-প্রবাহ 32 32 সরকারি নিষেধাজ্ঞার পরেও কুড়িগ্রামে খুলেছে মাধ্যমিক বিদ্যালয় https://www.ulipur.com/?p=30016 Mon, 29 Jan 2024 11:08:27 +0000 https://www.ulipur.com/?p=30016 ।। নিউজ ডেস্ক ।। শৈত্যপ্রবাহের কারণে বিদ্যালয় বন্ধের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় খোলার নির্দেশ দিয়েছেন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও বিদ্যালয় খোলা রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। জেলা শিক্ষা কর্মকর্তার ২৮ তারিখের (রবিবার) স্বাক্ষরিত চিঠি পেয়ে ২৯ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে জেলার সব কটি মাধ্যমিকসহ সব শিক্ষা প্রতিষ্ঠান [...]

The post সরকারি নিষেধাজ্ঞার পরেও কুড়িগ্রামে খুলেছে মাধ্যমিক বিদ্যালয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
শৈত্যপ্রবাহের কারণে বিদ্যালয় বন্ধের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় খোলার নির্দেশ দিয়েছেন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও বিদ্যালয় খোলা রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

জেলা শিক্ষা কর্মকর্তার ২৮ তারিখের (রবিবার) স্বাক্ষরিত চিঠি পেয়ে ২৯ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে জেলার সব কটি মাধ্যমিকসহ সব শিক্ষা প্রতিষ্ঠান যথারীতিতে পাঠদান কার্যক্রম শুরু করেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম হয়েছে।

কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জানায়, তীব্র ঠান্ডার কারণে স্কুল বন্ধ ছিল। ঠান্ডা কমে যাওয়ায় স্কুল খুলেছে। স্কুলে এসে তার ভালো লাগছে।

বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা হলে তারা জানান, ঠান্ডা কমে যাওয়ায় বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে যাওয়ার কারণে পাঠ গ্রহণে আগ্রহ বাড়ছে শিক্ষাথীদের। পাঠদান নিয়মিত শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এর আগে সরকারি নিশেধাজ্ঞা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজমান থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। সে নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা শিক্ষা কর্মকর্তা তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা উল্লেখ করে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। কিন্তু তাপমাত্রা এখনও ৯ ডিগ্রি সেলসিয়াসে থাকার পরও তিনি রবিবার (২৮ জানুয়ারি) ক্লাস শুরুর সময় পিছিয়ে দিয়ে চিঠির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেন। ফলে ১০ দিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত কয়েকদিন থেকে আবহাওয়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠা-নামা করছে। সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এ মাসের ৩১ তারিখ পর্যন্ত তাপমাত্রা নিম্নগামী থাকার সম্ভাবনা রয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ জানান, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম জানান, তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত ১০ দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ২ দিন ধরে দিনে সূর্যের আলো সকাল ৮টার পর থেকে দেখা দেওয়ায় এবং আবহাওয়া ভালো হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে স্কুল খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

The post সরকারি নিষেধাজ্ঞার পরেও কুড়িগ্রামে খুলেছে মাধ্যমিক বিদ্যালয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস https://www.ulipur.com/?p=29810 Sun, 21 Jan 2024 11:54:59 +0000 https://www.ulipur.com/?p=29810 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামের উপর দিয়ে আবারও মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। গত দুইদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রোববার কমে দাড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে। এ কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার [...]

The post কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের উপর দিয়ে আবারও মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। গত দুইদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রোববার কমে দাড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে। এ কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। গত বৃহস্পতিবার হিমাঙ্কের পারদ ৯ ডিগ্রী সেলসিয়াস এ নামায় সরকারি নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ জারি করা হয়। নোটিশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশী ঠান্ডা অনুভূত হচ্ছে।

দিনের অধিকাংশ সময় সুর্য্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সাথে সাথে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শীত নিবারনে জেলার ৯টি উপজেলায় প্রায় ৭০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের হালিমা বেগম নামের এক নারী বলেন, “এতো ঠান্ডা যাবাইছে কাউও এলাও কম্বল দেয় নাই। খুব একটা সমস্যাত আছি। এই সময়োত কম্বল পাইলে হামার খুব উপকার হইবে বাহে।”

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শৈত্য প্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রীর উপরে উঠলে পরবর্তী নতুন নির্দেশনা দেয়া হবে।

The post কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন https://www.ulipur.com/?p=29385 Tue, 02 Jan 2024 05:46:58 +0000 https://www.ulipur.com/?p=29385 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে জনপদ। জেলার সড়ক ও নৌ পথে ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে চলাচল ব্যবস্থা। ফলে দিনের বেলা সড়ক পথে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। এদিকে গত তিন দিন ধরে কনকনে ঠান্ডায় ভোগান্তির মুখে পড়েছে মানুষজন। বিশেষ করে বৃদ্ধ ও শিশু বয়সীরা পড়েছে চরম বিপাকে। [...]

The post কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে জনপদ। জেলার সড়ক ও নৌ পথে ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে চলাচল ব্যবস্থা। ফলে দিনের বেলা সড়ক পথে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। এদিকে গত তিন দিন ধরে কনকনে ঠান্ডায় ভোগান্তির মুখে পড়েছে মানুষজন। বিশেষ করে বৃদ্ধ ও শিশু বয়সীরা পড়েছে চরম বিপাকে। শীত নিবারণের পর্যাপ্ত কাপড় না থাকায় ঠান্ডাজনিত রোগে ভুগছেন তারা।

কুড়িগ্রাম রাজার হাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ৬ টায় জেলায় ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের বেলা তাপমাত্রা ঠিক থাকলেও রাতে তাপমাত্রা কমতে থাকবে বলে জানান অফিসটি।

সরেজমিনে দেখা গেছে, জেলার প্রায় সাড়ে চারশত চরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির মতো ঝরে পড়া কুয়াশায় কাজের সন্ধানে ছুটে চলা মানুষজন পড়ছে ভোগান্তির মুখে। তীব্র ঠান্ডায় সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট হওয়ার সম্ভবনা নিয়ে তাদের দুঃশ্চিন্তা দিন দিন বেড়েই চলছে।

কুড়িগ্রাম পৌর শহরের টাপু ভেলাকোপা গ্রামের মোঃ আসলাম হোসেন বলেন, আমি হোটেলে কাজ করতে যাচ্ছি। সারারাত কনকনে ঠান্ডা দিনের বেলাও একই অবস্থা। এমন অবস্থায় আমার মতো খেটে খাওয়া মানুষজনের কষ্টের শেষ নেই। কাজ না করে ঘরে বসে থাকলে তো পেটে ভাত জুটবে না।

ধরলার পাড়ের নজরুল ইসলাম বলেন, দু-তিন দিন ধরে খু্ব ঠান্ডা পড়তেছে। সকালে উঠে জমিতে কাজে যেতে হয়। কাজ করতে গিয়ে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, জেলায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতে তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানান তিনি। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ মাসে একটি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

 

The post কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৬ ডিগ্রি সেলসিয়াস https://www.ulipur.com/?p=12460 Sun, 20 Dec 2020 08:00:28 +0000 https://www.ulipur.com/?p=12460 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন একটু একটু করে বেড়েই চলছে শৈত্য প্রবাহ। প্রতিদিনই কমছে তাপমাত্রা । রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার ( কৃষি ও সিনপটিক) জানায়, শনিবার (ডিসেম্বর ১৯) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল সাড়ে ৯টার দিকে হালকা রোদের দেখা মিললেও তা [...]

The post কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৬ ডিগ্রি সেলসিয়াস appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন একটু একটু করে বেড়েই চলছে শৈত্য প্রবাহ। প্রতিদিনই কমছে তাপমাত্রা ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার ( কৃষি ও সিনপটিক) জানায়, শনিবার (ডিসেম্বর ১৯) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল সাড়ে ৯টার দিকে হালকা রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ঠান্ডা মোকাবেলায় সাধ্যের মধ্যে চেষ্টা করছে সবাই। তারপরেও চাহিদা ও সাধ্যে বিস্তর ফারাক থাকায় ঠান্ডায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন গ্রাম ও চরাঞ্চলের গরীব, ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ।

শরীরে হালকা কাপড় জড়িয়ে গুটিশুটি মেরে রাত্রি পার করে তারা। ঘরের ভাঙ্গা বেড়া দিয়ে সোজা বাতাস গিয়ে লাগে তাদের শরীরে। ঠকঠক কাঁপে শরীর। ঘুম হয় না রাতে। সকালে ওই অবস্থায় কাজে যেতে হয় তাদের। এতেই কাহিল হয়ে পড়েছেন তারা।

বয়স্করা খরকুটো জ্বালিয়ে উত্তাপ নিলেও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন মায়েরা। ঠান্ডা জনিত জ্বর, সর্দি, কাশি ও নিউমনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সুবল চন্দ্র জানান, মাঝারি ধরণের শৈত্য প্রবাহ আরও দুই একদিন দীর্ঘায়িত হতে পারে। তবে তাপমাত্রা এর চেয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা কম রয়েছে।

The post কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৬ ডিগ্রি সেলসিয়াস appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে https://www.ulipur.com/?p=5136 Fri, 05 Jan 2018 06:49:04 +0000 http://www.ulipur.com/?p=5136 এ.এস.জুয়েলঃ শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে হিমেল হাওয়া ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নআয়ের মানুষ। কুড়িগ্রামের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। [...]

The post কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েলঃ
শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে হিমেল হাওয়া ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নআয়ের মানুষ। কুড়িগ্রামের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে।

নিম্নআয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকায় চার শতাধিক চরের মানুষ শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছে। সদর উপজেলার চর ভেলাকোপার আকবর আলী জানান, তারা গরিব মানুষ কাজ করে খান কিন্তু খুব শীত ও ঠাণ্ডা বাতাসে কাজে যেতে পারছেন না, গরম কাপড় নেই। চিলমারী উপজেলার অষ্টমীর চরের ময়না বেগম জানান, কাপড় কেনার কোনো টাকাপয়সা নেই, কাজকর্মও নেই, তাই কষ্টে আছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আর শীত মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

The post কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>