সাহিত্য চর্চা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=সাহিত্য-চর্চা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 30 Nov 2021 04:17:35 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png সাহিত্য চর্চা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=সাহিত্য-চর্চা 32 32 নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮২ তম জন্মদিন আজ https://www.ulipur.com/?p=15479 Tue, 30 Nov 2021 01:00:25 +0000 https://www.ulipur.com/?p=15479 ।। নিউজ ডেস্ক ।। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম। হায়দার বসুনিয়ার জন্ম ১৯৩৯ সালের ৩০ [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮২ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম।

হায়দার বসুনিয়ার জন্ম ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে। পিতা পন্ডিত জসিম উদ্দিন বসুনিয়া, মাতা আছিয়া খাতুন।

তিনি নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাস করেন।

হায়দার বসুনিয়া এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারো সরকারি চাকরির হাতছানি আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। এযাবৎ তিনি লিখেছেন ৫০ টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। নন্দিত হয়েছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। তিনি শুধু উপন্যাস লেখায় থেমে থাকেনি। লিখেছেন গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায়।

তার প্রকাশিত উপন্যাস নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ উল্লেখযোগ্য।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮২ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৭” এর উদ্বোধন https://www.ulipur.com/?p=3237 Wed, 22 Feb 2017 11:23:42 +0000 http://www.ulipur.com/?p=3237 জরীফ উদ্দীন: আজ বিকেল ৩ টায় উলিপুর কাচারী মাঠে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফেয়ার” আয়োজিত ৭ দিন ব্যাপী ২২ তম উলিপুর বইমেলার উদ্ভোধন করা হয়। আমেরিকা প্রবাসী লেখক ও কথাসাহিত্যিক আবু রায়হান ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো:জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর [...]

The post উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৭” এর উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন: আজ বিকেল ৩ টায় উলিপুর কাচারী মাঠে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফেয়ার” আয়োজিত ৭ দিন ব্যাপী ২২ তম উলিপুর বইমেলার উদ্ভোধন করা হয়। আমেরিকা প্রবাসী লেখক ও কথাসাহিত্যিক আবু রায়হান ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো:জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হায়দার আলী মিঞা, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বিশিষ্ঠ সমাজ সেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, উলিপুর পৌরসভার প্যানেল মেয়র লতা বেগম, পার্থ সারথি সরকার প্রমুখ। বক্তার বলেন,  দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান প্রজন্মের কাছে সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরতে। পরে তারা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের বইমেলায় মোট ২০ টি স্টল বসানো হয়েছে। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম

The post উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৭” এর উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>