স্কুল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=স্কুল কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 11 Dec 2023 14:15:02 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png স্কুল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=স্কুল 32 32 উলিপুরে বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্বোধন https://www.ulipur.com/?p=28892 Mon, 11 Dec 2023 14:15:02 +0000 https://www.ulipur.com/?p=28892 ।। উপজেলা প্রতিনিধি ।। সারাদেশে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলো‌কিত করতে অভাবনীয় এক উদ্যোগ নি‌য়ে‌ছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। এরই ধারাবা‌হিকতায় উলিপুরে স্কুল চালুর সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১১ ডি‌সেম্বর)‌ দুপুর ৩ টায় ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উলিপুরের দুর্গম চরাঞ্চল বু‌ড়াবু‌ড়ী ইউনিয়নের জলঙ্গার কু‌ঠিতে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের উদ্বোধ‌ন করা হয়। স্কুল‌টি উদ্বোধন করেন [...]

The post উলিপুরে বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
সারাদেশে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলো‌কিত করতে অভাবনীয় এক উদ্যোগ নি‌য়ে‌ছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। এরই ধারাবা‌হিকতায় উলিপুরে স্কুল চালুর সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১১ ডি‌সেম্বর)‌ দুপুর ৩ টায় ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উলিপুরের দুর্গম চরাঞ্চল বু‌ড়াবু‌ড়ী ইউনিয়নের জলঙ্গার কু‌ঠিতে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের উদ্বোধ‌ন করা হয়। স্কুল‌টি উদ্বোধন করেন উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন।

শুভসং‌ঘের উপ‌জেলা শাখার সভাপ‌তি নু‌রে আলম সি‌দ্দিকীর সভাপ‌তিত্বে বক্তব‌্য রা‌খেন, উপ‌দেষ্টা সা‌জেদুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মাসুম ক‌রিম, সহ-সভাপ‌তি আইনুল ইসলাম, স্বাস্থ‌্য সহকারী বি এম আব্দুল ওহাব শাহ্, সাংবা‌দিক আব্দুল মা‌লেক, অ‌ভিভাবক হায়দার আলী প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা সব সময় অসহ‌ায় মানু‌ষের পা‌শে র‌য়ে‌ছে। শীত কিংবা বন‌্যায় প্রতি‌টি প্রাকৃ‌তিক দু‌র্যো‌গে সাহা‌য্যের হাত বা‌ড়িয়ে দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তি‌নি একজন মান‌বিক মানুষ। এবার ঝ‌রে প‌ড়া শিশু‌দের শিক্ষার আলোয় আলোকিত কর‌তে মহৎ উদ্যোগ নি‌য়েছেন তারা। বসুন্ধরা গ্রু‌পের শিক্ষা বৃ‌ত্তি‌তে ‌দেশের প্রত‌্যন্ত অঞ্চ‌লে ছ‌ড়ি‌য়ে-ছি‌টি‌য়ে থাকা হাজার হাজার গরিব ও মেধাবী শিক্ষার্থী তা‌দের পড়ালেখা চা‌লি‌য়ে যা‌চ্ছে। দা‌রিদ্রপী‌ড়িত জেলা কু‌ড়িগ্রা‌মের জলঙ্গার কু‌ঠি চর‌টি বসুন্ধরা গ্রু‌পের নজ‌রে প‌ড়ে‌ছে। আমরা বিশ্বাস ক‌রি এই চ‌রে আর এক‌টি শিশুও ‌সু‌শিক্ষা থে‌কে ব‌ঞ্চিত হবে না। তারা উচ্চ‌ শিক্ষা গ্রহণ ক‌রে কু‌ড়িগ্রাম তথা উলিপু‌রের মুখ উজ্জ্বল কর‌বে। নিভৃত পল্লী‌তে বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন তারা।

নু‌রে আলম সি‌দ্দিকী ব‌লেন, বসুন্ধরা গ্রু‌পের নানা মান‌বিক কা‌জের ম‌ধ্যে এটি অন‌্যতম। মূলত শিক্ষার আলো ছড়িয়ে দি‌তেই বসুন্ধরা গ্রুপের এ উদ্দেশ্য। সে কারণে এই চ‌রে স্কুল চালুর উদ্যোগ নি‌য়ে‌ছে শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ব্যাগ, খাতা, কলম, স্কুলড্রেসসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে শুভসংঘ উপ‌জেলা শাখার সদস‌্যরা ও স্থানীয় অ‌ভিভাবকগণ উপ‌স্থিত ছি‌লেন।

//নিউজ//উলিপুর//মালেক/ডিসেম্বর/১১/২৩

The post উলিপুরে বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ https://www.ulipur.com/?p=4599 Thu, 19 Oct 2017 14:03:51 +0000 http://www.ulipur.com/?p=4599 আব্দুল মালেকঃ উলিপুরে এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শামীম আখতার আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা [...]

The post এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
উলিপুরে এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শামীম আখতার আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এবং খলিলগঞ্জ কারিগরী ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছাঃ ফরিদা ইয়াছমিন, অভিভাবক রফিকুল ইসলাম, মোছলেমা বেগম প্রমূখ। পরে প্রতিষ্ঠানের ২’শ ৯২জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

The post এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>