স্বাস্থ্য কমপ্লেক্সে Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=স্বাস্থ্য-কমপ্লেক্সে কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 20 May 2018 12:27:11 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png স্বাস্থ্য কমপ্লেক্সে Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=স্বাস্থ্য-কমপ্লেক্সে 32 32 চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত https://www.ulipur.com/?p=6220 Sun, 20 May 2018 12:27:11 +0000 http://www.ulipur.com/?p=6220 নিউজ ডেস্ক: সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রৌমারী উপজেলায়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে কাগজে-কলমে ৩ জন চিকিৎসক কর্মরত আছেন। তার মধ্যে প্রশিক্ষণে রয়েছেন ৩ জন। ফলে উপজেলার ২ লাখ ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি চিকিৎসার অভাবে [...]

The post চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্ক: সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রৌমারী উপজেলায়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে কাগজে-কলমে ৩ জন চিকিৎসক কর্মরত আছেন। তার মধ্যে প্রশিক্ষণে রয়েছেন ৩ জন। ফলে উপজেলার ২ লাখ ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি চিকিৎসার অভাবে ও ডাক্তারের অবহেলায় ৩-৪ জন শিশু মারা যাওয়ায় সচেতন মহল নড়েচড়ে বসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার অনুমোদিত ১৩ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে ৩ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য ৬ জন। এছাড়া প্রশিক্ষণে রয়েছেন ৩ জন। সাব-সেন্টারে ৪ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে দু’জন চিকিৎসক কর্মরত আছেন। ৩ জন প্রশিক্ষণে রয়েছেন। দ্বিতীয় ১৫ জন পদ থাকলেও বর্তমানে ১১ জন কর্মরত। একজন ছুটি ও একজন প্রশিক্ষণে। তৃতীয় ৬৪ জন পদ থাকলেও বর্তমানে ৫০ জন কর্মরত। শূন্য ১৪ জন। চতুর্থ শ্রেণীর ২১ জন পদ থাকলেও বর্তমানে ১১ জন কর্মরত রয়েছেন।

এছাড়াও হাসপাতালের মেডিকেল কর্মকর্তা, সহকারী সার্জন, গাইনি ও সার্জিক্যাল স্পেশালিস্টের পদ দীর্ঘদিন থেকেই শূন্য। ওই হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান, সহকারী নার্স, অফিস সহকারী, ঝাড়ুদার, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি পরিদর্শক, ওয়ার্ড বয়, সুইপার, নৈশ প্রহরীর পদগুলোতেও পর্যাপ্তসংখ্যক জনবল নেই। প্যাথলজি বিভাগ আছে কিন্তু টেকনোলজিস্ট নেই। ফলে রক্ত, মলমূত্র পরীক্ষা করতে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিকে ৫০ শয্যা করার জন্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অত্যাধুনিক এক্স-রে মেশিন আছে কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় সেটি চালু করা যায় না। ডেন্টাল ও চক্ষু রোগ নির্ণয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে কিন্তু ডাক্তার নেই, অ্যাম্বুলেন্স আছে চালক নেই। অভিযোগ রয়েছে নার্স ও ওয়ার্ড বয়ের কাছে রোগীর লোকেরা জিম্মি। এছাড়া অ্যাম্বুলেন্স মেরামতের জন্য এডিবির খাত থেকে ১ লাখ টাকা নিয়ে মেরামত করা হলেও কাজ করা হয়নি। উন্নত এসি সিস্টেম সমৃদ্ধ ৩টি অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসক না থাকায় সেখানে কোনো অপারেশন করা হয় না। ফলে নষ্ট হয়ে যাচ্ছে অপারেশন থিয়েটার। এতে রোগীদের চিকিৎসাসেবা পেতে যেতে হয় বাইরের ক্লিনিক বা হাসপাতালে। রোরবার সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করিমন নেছা, আবদুস রশিদ, মমেনা, নুরেজা বলেন, ‘ডাক্তাররা মাঝেমধ্যে আইসা দেইহা যায় ছোড খাড ওষুধপাতি দেয় বেশিরভাগ অষুধ বাইরে থাইকা কিনা আনি।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. জোবায়ের রহমান আল মাহমুদ জানান, প্যাথলজি বিভাগে টেকনোলজিস্ট না থাকার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, আশা করি আর সংকট থাকবে না। এছাড়া শত প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করি সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে।

সুত্র:যুগান্তর, ২০ মে ২০১৮

The post চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত,শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু https://www.ulipur.com/?p=5191 Thu, 11 Jan 2018 17:27:49 +0000 http://www.ulipur.com/?p=5191 এ.এস.জুয়েল: কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ বেড়েছে । গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, শীতজনিত রোগে নয়, হাসপাতালে বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিনজনসহ [...]

The post কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত,শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল:
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ বেড়েছে । গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, শীতজনিত রোগে নয়, হাসপাতালে বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিনজনসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সদর হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রকোপ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের। এসব রোগে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান সরদার জানান, সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ১৮২ রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে কেউ শীতজনিত রোগে মারা যায়নি।

গতকাল মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। বিকাল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠাণ্ডায় মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। চরম শীত ও কষ্টে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান উলিপুর ডট কমকে জানান, জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারিভাবে ৫৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ৫০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। কম্বল পাওয়া মাত্র বিতরণ করা হবে।

The post কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত,শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন https://www.ulipur.com/?p=3992 Fri, 28 Jul 2017 09:59:35 +0000 http://www.ulipur.com/?p=3992 আব্দুল মালেকঃ শিশুটি জন্ম নিয়ে কেঁদে উঠলো আর সাথে সাথেই অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসকসহ সহকারী সকলেই হেসে উঠলেন। এ হাসি সাফল্যের। জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তান। দীর্ঘ ৬ বছর পর গত বুধবার দুপুরে শেফালী রানী নামের এক গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, কুড়িগ্রাম সিভিল [...]

The post উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
শিশুটি জন্ম নিয়ে কেঁদে উঠলো আর সাথে সাথেই অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসকসহ সহকারী সকলেই হেসে উঠলেন। এ হাসি সাফল্যের। জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তান।

দীর্ঘ ৬ বছর পর গত বুধবার দুপুরে শেফালী রানী নামের এক গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ এস.এম আমিনুল ইসলাম। অপারেশন করেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ তৌফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার, অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সুদীপ বোস, ডাঃ উমর আলীসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের আওতায় লক্ষ লক্ষ টাকা খরচ করে গর্ভবতি মায়েদের সিজারিয়ান করা হতো স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে।

গত ২০১১ সালে ২৪ জুলাই সর্বশেষ এ হাসপাতালে অপারেশন করা হলেও অদৃশ্য কারনে দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ থাকে।

The post উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ পালিত https://www.ulipur.com/?p=3537 Fri, 07 Apr 2017 15:48:18 +0000 http://www.ulipur.com/?p=3537 নিউজ ডেস্ক :আজ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, আরডিআরএস, টিডিএইচ ফাউন্ডেশন, ইএসডিও, ব্র্যাক, ডিসিসি ও এএমসিডব্লিউসি’র সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ উপলক্ষে এক র্যানলী বের হয় । র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘আসুন বিষন্নতা নিয়ে কথা বলি’ । বিশ্ব স্বাস্থ্য দিবস -২০১৭ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল [...]

The post উলিপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্ক :আজ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, আরডিআরএস, টিডিএইচ ফাউন্ডেশন, ইএসডিও, ব্র্যাক, ডিসিসি ও এএমসিডব্লিউসি’র সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ উপলক্ষে এক র্যানলী বের হয় । র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘আসুন বিষন্নতা নিয়ে কথা বলি’ । বিশ্ব স্বাস্থ্য দিবস -২০১৭ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন,আবাসিক মেডিকেল অফিসার ও ইউএইচসি রফিকুল ইসলাম সরদার, ই,পি আই টেকনিশিয়ান খন্দকার আবু জাফর মোঃ সালেহ, টিডিএইচ ফাউন্ডেশনের উপজেলা অপারেশন অফিসার শহিদুল ইসলাম, ইএসডিও টেকনিক্যাল কো-অডিনেটর আহসানুল কবির, আরডিআরএস টিএলসিএ নবাব আলী, ইউএইচসি স্বাস্থ্য পরিদর্শক মোঃ সাহেব আলী প্রমুখ।

The post উলিপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দলদলিয়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী হাসপাতালে https://www.ulipur.com/?p=3326 Sun, 05 Mar 2017 16:23:42 +0000 http://www.ulipur.com/?p=3326 রোকনুজ্জামান মানু : দলদলিয়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,  দলদলিয়া ইউনিয়নের রাজনগর হাসিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থী বেত্রাঘাতের  ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে,  রোববার সকাল  ১১ টার দিকে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:ওয়াজেদ আলী শিশু শ্রেণির ক্লাশে গিয়ে শিশুদের হৈ চৈ থামাতে গিয়ে অন্তরা(৫) নামের [...]

The post দলদলিয়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী হাসপাতালে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রোকনুজ্জামান মানু :
দলদলিয়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,  দলদলিয়া ইউনিয়নের রাজনগর হাসিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থী বেত্রাঘাতের  ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে,  রোববার সকাল  ১১ টার দিকে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:ওয়াজেদ আলী শিশু শ্রেণির ক্লাশে গিয়ে শিশুদের হৈ চৈ থামাতে গিয়ে অন্তরা(৫) নামের ঐ শিশুটিকে স্বজোড়ে বেত্রাঘাত করে। সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উপজেলা শিক্ষা অফিসার তৈফিকুর রহমান জানান,অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

The post দলদলিয়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী হাসপাতালে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>