স্মার্টফোন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=স্মার্টফোন কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Thu, 18 Apr 2024 10:42:29 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png স্মার্টফোন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=স্মার্টফোন 32 32 স্মার্টফোনে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করবেন যেভাবে https://www.ulipur.com/?p=31817 Thu, 18 Apr 2024 10:42:29 +0000 https://www.ulipur.com/?p=31817 ।। টেক ডেস্ক ।। বর্তমানে ব্যবহারকারীরা চাইলেই স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পিডিএফ ফাইল তাদের প্রয়োজনীয় ভাষায় অনুবাদ করতে পারবেন। ১৩৩ ভাষায় সমর্থন করা ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টুল গুগল ট্রান্সলেট টেক্সট, বাক্যাংশ এবং পুরো ওয়েবসাইট অনুবাদ করে দিলেও বর্তমানে এটি পিডিএফ অনুবাদ করতেও সক্ষম। এর জন্য প্রয়োজন হবে না অ্যাকাউন্ট কিংবা ইনস্টলেশনের। তবে স্মার্টফোনের গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটি [...]

The post স্মার্টফোনে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমানে ব্যবহারকারীরা চাইলেই স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পিডিএফ ফাইল তাদের প্রয়োজনীয় ভাষায় অনুবাদ করতে পারবেন। ১৩৩ ভাষায় সমর্থন করা ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টুল গুগল ট্রান্সলেট টেক্সট, বাক্যাংশ এবং পুরো ওয়েবসাইট অনুবাদ করে দিলেও বর্তমানে এটি পিডিএফ অনুবাদ করতেও সক্ষম। এর জন্য প্রয়োজন হবে না অ্যাকাউন্ট কিংবা ইনস্টলেশনের। তবে স্মার্টফোনের গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটি ডেস্কটপ মুডে রাখলে তবেই এর সুবিধা গ্রহণ করা যাবে।

চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনের মাধ্যমে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করা উপায়ঃ-
★ এর জন্য প্রথমে ফোনের যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
★ তারপর ওপরের বার থেকে ‘ডকুমেন্টস’ বাটনে ক্লিক করতে হবে
★ তারপর প্রদর্শিত স্ক্রিনে যে পিডিএফ ফাইলটি অনুবাদ করতে চান সেটি নির্বাচন করতে হবে
★ এবার ফাইলটি যে ভাষাতে পিডিএফ অনুবাদ করতে চান সেটি স্ক্রিনের ডানদিকে নির্বাচন করে নিল ‘অনুবাদ’ বাটনে ক্লিক করতে হবে
★ অনুবাদের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে ‘ডাউনলোড অনুবাদ’ বিকল্পটি নির্বাচন করে ফাইলটি ডিভাইসে সংরক্ষণ করা যেতে পারে।

The post স্মার্টফোনে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন সেই হারানো সুইচ অফ ফোন https://www.ulipur.com/?p=31502 Mon, 15 Apr 2024 11:20:59 +0000 https://www.ulipur.com/?p=31502 ।। টেক ডেস্ক ।। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সামনে আনতে চলেছে মার্কিন সংস্থা গুগল। অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের হারিয়ে যাওয়া ডিভাইস সহজেই খুঁজে পেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, ফোন সুইচ অফ থাকলেও এবার খুঁজে পাওয়া যাবে হারানো সেই স্মার্টফোন। অ্যান্ড্রয়েড পুলিশ- এর এক রিপোর্ট থেকে জানা যায়, Find My Device-এর সীমাবদ্ধতার [...]

The post অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন সেই হারানো সুইচ অফ ফোন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সামনে আনতে চলেছে মার্কিন সংস্থা গুগল। অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের হারিয়ে যাওয়া ডিভাইস সহজেই খুঁজে পেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, ফোন সুইচ অফ থাকলেও এবার খুঁজে পাওয়া যাবে হারানো সেই স্মার্টফোন।

অ্যান্ড্রয়েড পুলিশ- এর এক রিপোর্ট থেকে জানা যায়, Find My Device-এর সীমাবদ্ধতার বিষয়টার উপরেই গুরুত্ব দিয়েছে জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড ১৫-র মাধ্যমে আনা হচ্ছে নতুন Powered Off Finding API। যার মূল উদ্দেশ্য হলো, ডিসকানেক্টেড থাকলেও ডিভাইস খুঁজে পাওয়া যাবে।

Find My Device নেটওয়ার্ক কেবলমাত্র অনলাইনে থাকা অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড এবং Wear OS ডিভাইসকেই ট্র্যাক করতে পারে। তবে এবার অফলাইন ডিভাইস যদি ট্র্যাক করা যায়, তাহলে এর কার্যকারিতা আরও কয়েক গুণ বেড়ে যাবে। যদিও এই ফিচারটির বাস্তবায়নের জন্য প্লেশালাইজড হার্ডওয়্যারের প্রয়োজন হবে। যা ব্লুটুথ কন্ট্রোলারকে পরিচালনা করবে। এর করে ডিভাইস সুইচ অফ থাকা সত্ত্বেও ব্লুটুথ কন্ট্রোলার নিজের কাজ চলমান রাখতে পারবে। ফলে ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ থাকলেও নিজেদের ডিভাইস খুঁজে পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

এছাড়া অ্যান্ড্রয়েড ১৫ তে যুক্ত করা নতুন ফিচার যাতে সঠিক পরিসরে কাজ করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট স্মার্টফোনে ছোট আকারের রিজার্ভ ব্যাটারি যুক্ত থাকবে। মূলত Google Pixel 9 সিরিজ যখন চালু করা হবে, ঠিক সেই সময়ই গুগলের নতুন এই ফিচারও প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ-এর ওই রিপোর্টে।

The post অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন সেই হারানো সুইচ অফ ফোন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে যে সেটিংসগুলো করা দরকারি https://www.ulipur.com/?p=31000 Thu, 28 Mar 2024 08:31:16 +0000 https://www.ulipur.com/?p=31000 ।। লাইফস্টাইল ডেস্ক ।। স্মার্টফোন এখন যেন জীবনের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো, বিনোদনসহ নানা কাজে ব্যবহার করা এই স্মার্টফোনের ব্যবহার থেকে পেছনে পড়ে নেই শিশু-কিশোররাও। অধিকাংশ ক্ষেত্রে এ রকম অনেক শিশুকেই দেখা যায়, যারা তাদের অভিভাবকদের স্মার্টফোন প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন। এর ফলে অনেক অভিভাবক অনাকাঙ্ক্ষিত ঝামেলায় [...]

The post শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে যে সেটিংসগুলো করা দরকারি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
স্মার্টফোন এখন যেন জীবনের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো, বিনোদনসহ নানা কাজে ব্যবহার করা এই স্মার্টফোনের ব্যবহার থেকে পেছনে পড়ে নেই শিশু-কিশোররাও। অধিকাংশ ক্ষেত্রে এ রকম অনেক শিশুকেই দেখা যায়, যারা তাদের অভিভাবকদের স্মার্টফোন প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন। এর ফলে অনেক অভিভাবক অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়া বা অনলাইন সুরক্ষা বিঘ্নিত হওয়ার শঙ্কায় থেকেই যান। তবে চাইলেই শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে কিছু সেটিংস ব্যবহার করে এসব সমস্যার সমাধান করা যায়।

চলুন জেনে নেয়া যাক শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে যে সেটিংসগুলো করা দরকারঃ-
➤ এর জন্য ডিভাইসের প্যারেন্টাল কন্ট্রোল চালু করে বিভিন্ন ধরণের অসামাজিক ভিডিও, নির্দিষ্ট সংখ্যক অ্যাপ, ওয়েবসাইট, এমনকি কনটেন্টে যেতে না পারায় শিশুরা ভুল জিনিস দেখা থেকে বিরত থাকবে
➤ বিভিন্ন ওয়েবসাইটে ও বড়দের জন্য প্রযোজ্য কনটেন্টে প্রবেশের জন্য সীমাবদ্ধতা আনতে কনটেন্ট ফিল্টার নামক সুবিধা ব্যবহার করা যেতে পারে। ফলে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দেখার সুযোগ পাবে না আপনার শিশু
➤ শিশুর কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলেও যেন সেই বিষয়ে জানতে বা তথ্য না পেতে পারে, সেজন্য সেফ সার্চ সেটিংসের ব্যবহার রাখা দরকার
➤ শিশুরা যাতে অ্যাপ ব্যবহার করে কোনো প্রকার তথ্য বা কনটেন্ট দেখতে না পারে এর জন্য অ্যাপ পারমিশন চালু রাখা ভালো
➤ গুরুত্বপূর্ণ একটি প্রথা হচ্ছে স্ক্রিন টাইম লিমিট করে রাখা। তাই শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে ডিভাইস বা অ্যাপে স্ক্রিন টাইম লিমিট করে রাখলে শিশুরা দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করতে পারবে না

The post শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে যে সেটিংসগুলো করা দরকারি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ব্যবহৃত স্মার্টফোন বিক্রির পূর্বে যে বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা জরুরী https://www.ulipur.com/?p=29222 Sat, 24 Feb 2024 10:13:16 +0000 https://www.ulipur.com/?p=29222 ।। টেক ডেস্ক ।। চাহিদা ও আগ্রহের উপর নির্ভর করে অনেকেই পুরোনো ব্যবহৃত স্মার্টফোন বিক্রি করে নতুন ফোন কেনেন। আবার কেউ কেউ আছে চুক্তিসাপেক্ষে নতুন ফোনের সঙ্গে পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন। স্মার্টফোন বিক্রির ফলে যেহেতু ব্যক্তি মালিকানা পরিবর্তন হয়, সুতরাং পুরোনো স্মার্টফোন বিক্রির সাথে সাথে নিরাপদে সংরক্ষণ করে রাখতে হবে তথ্যও। তাই ব্যবহৃত স্মার্টফোন বিক্রি [...]

The post ব্যবহৃত স্মার্টফোন বিক্রির পূর্বে যে বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা জরুরী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
চাহিদা ও আগ্রহের উপর নির্ভর করে অনেকেই পুরোনো ব্যবহৃত স্মার্টফোন বিক্রি করে নতুন ফোন কেনেন। আবার কেউ কেউ আছে চুক্তিসাপেক্ষে নতুন ফোনের সঙ্গে পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন। স্মার্টফোন বিক্রির ফলে যেহেতু ব্যক্তি মালিকানা পরিবর্তন হয়, সুতরাং পুরোনো স্মার্টফোন বিক্রির সাথে সাথে নিরাপদে সংরক্ষণ করে রাখতে হবে তথ্যও। তাই ব্যবহৃত স্মার্টফোন বিক্রি বা এক্সচেঞ্জ করার সময় বেশকিছু বিষয়ে সতর্ক থাকা জরুরী। অন্যথায় তথ্য সুরক্ষা নিয়ে তৈরি হতে পারে আর্থিকসহ নানা ধরণের ঝামেলা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্যবহৃত স্মার্টফোন বিক্রির আগে যে বিষয়গুলোতে নজর দেয়া জরুরীঃ-
★ স্মার্টফোন বিক্রির আগে অবশ্যই ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপ ডিলিট করতে হবে। কেননা স্মার্টফোনে এসকল অ্যাপ চালু থাকলে পরবর্তীতে আর্থিক ক্ষতির কারণও দেখা দিতে পারে।
★ স্মার্টফোনে সংরক্ষিত রাখা কল রেকর্ডস ও বার্তা খেয়াল করে অবশ্যই ডিলিট করে ফেলতে হবে। যদি গুরুত্বপূর্ণ কল রেকর্ডস বা বার্তা থাকে সেগুলো ডিলিট না করে আলাদা কোনো স্থানে বা ক্লাউড সেবায় সংরক্ষণ করতে হবে।
★ অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোনের স্টোরেজে থাকা ছবি, ভিডিও ও অসংখ্য মাল্টিমিডিয়া আধেয় বা কনটেন্ট জরুরীভিত্তিতে প্রয়োজন পরে। তাই ফোন বিক্রির আগে সেগুলো ডিলিট না করে আলাদা কোনো স্থানে সংরক্ষণ করে তারপরে ডিলিট করা যেতে পারে।
★ স্মার্টফোনের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য এক্সটারনাল ড্রাইভ ব্যাকআপ ব্যবহার করা ভালো।
★ ফোন বিক্রি করার পূর্বে স্মার্টফোনে যুক্ত করা ই-মেইল, ব্যাংকসহ সব ধরণের অ্যাকাউন্ট লগআউট করে দিতে হবে।

এছাড়াও মাইক্রো এসডি কার্ড, সিম কার্ড সরানো বা তথ্য ডিলিট করা, হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখা, এনক্রিপশন মুছে ফেলতে হবে এবং সবশেষে স্মার্টফোন ফ্যাক্টরি রিসেট দিতে হবে।

The post ব্যবহৃত স্মার্টফোন বিক্রির পূর্বে যে বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা জরুরী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ভাইরাসের আক্রমণ থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে https://www.ulipur.com/?p=29087 Thu, 21 Dec 2023 05:54:10 +0000 https://www.ulipur.com/?p=29087 ।। টেক ডেস্ক ।। বর্তমান সময়ে কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে অফিশিয়াল সর্বদাই এই ডিজিটাল গ্যাজেটটি ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বেশকিছু ভুলের কারণে হ্যাকাররা বিভিন্নভাবে আমাদের স্মার্টফোনে ভাইরাস ছড়িয়ে দেয়। ফলে হ্যাকারা স্মার্টফোন থেকে অ্যাক্সেস নিয়ে তথ্য চুরি, ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাকমেলসহ ব্যবহারকারীদের নানা রকম [...]

The post ভাইরাসের আক্রমণ থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে অফিশিয়াল সর্বদাই এই ডিজিটাল গ্যাজেটটি ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বেশকিছু ভুলের কারণে হ্যাকাররা বিভিন্নভাবে আমাদের স্মার্টফোনে ভাইরাস ছড়িয়ে দেয়। ফলে হ্যাকারা স্মার্টফোন থেকে অ্যাক্সেস নিয়ে তথ্য চুরি, ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাকমেলসহ ব্যবহারকারীদের নানা রকম জটিলতার মধ্যে ফেলে থাকে। শুধু তাই নয় এসব পাতানো ফাঁদের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় মোটা অংকের টাকাও।

চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনকে ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত রাখার উপায়ঃ-
★ অনেক সময় দেখা যায় শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই কিছু লিংক পাঠিয়ে থাকে। এরকম পাঠানো লিংকে ভুলক্রমেও প্রবেশ করা যাবে না। কেননা এসব লিংকের মাধ্যমে স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই এসব অজানা লিংক পরিহার করে চলতে হবে।
★ হোয়াটসঅ্যাপে, ই-মেইল বা মেসেঞ্জারের মাধ্যমে অফার বা ছবির কোনো অজানা লিংক পাওয়া মাত্র তাতে প্রবেশ করা যাবে না। কারণ এ ধরণের লিংক অনেক বিপদ ডেকে আনে। তাই স্মার্টফোন সুরক্ষিত রাখতে এসব লিংক ডিলিট করে ফেলতে হবে।
★ ম্যালওয়ার সংযুক্ত কোনো ভুয়া নকল ওয়েবসাইটে ঢুকা করা মাত্রই স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করতে পারে। এ রকম সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে থাকতে হবে।
★ থার্ড-পার্টি অ্যাপর মাধ্যমে ফোনের মধ্যে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই স্মার্টফোনে থার্ড-পার্টি না রাখাই উচিত।
★ অনেক জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগের প্রলোভন দেখিয়ে সংযোগ করতে বলে। এই বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে ফোনে ঢুকে যেতে পারে ভাইরাস। তাই যেকোনো জায়গায় থাকা বিনামূল্যে ওয়াই-ফাই কানেক্ট না করাই ভালো।

এছাড়াও ভাইরাসের আক্রমণে স্মার্টফোনের নানাবিধ সমস্যা যেমন- ফোন গরম হয়ে যাওয়া, ধীরে কাজ করা, দ্রুত চার্জ শেষ হওয়াসহ আরও অনেক ধরণের সমস্যা দেখা দিতে পারে।

The post ভাইরাসের আক্রমণ থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন স্মার্টফোন কেন রিসেট করা জরুরী https://www.ulipur.com/?p=28532 Thu, 07 Dec 2023 06:19:17 +0000 https://www.ulipur.com/?p=28532 ।। টেক ডেস্ক ।। অনবরত স্মার্টফোন ব্যবহার করতে থাকলে একটা সময় পর এর গতি কমতে থাকে বা ধীরগতিশীল হয়ে পড়ে। সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের ত্রুটি, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের কারণে ফোন অকেজো হয়ে যাওয়ার পাশাপাশি বারবার রিস্টার্টও হতে দেখা যায়। এক্ষেত্রে অনেকেই তার স্মার্টফোনটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায়, কিন্তু কোনোকিছু বুঝে ওঠার আগেই তারা [...]

The post জেনে নিন স্মার্টফোন কেন রিসেট করা জরুরী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অনবরত স্মার্টফোন ব্যবহার করতে থাকলে একটা সময় পর এর গতি কমতে থাকে বা ধীরগতিশীল হয়ে পড়ে। সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের ত্রুটি, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের কারণে ফোন অকেজো হয়ে যাওয়ার পাশাপাশি বারবার রিস্টার্টও হতে দেখা যায়। এক্ষেত্রে অনেকেই তার স্মার্টফোনটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায়, কিন্তু কোনোকিছু বুঝে ওঠার আগেই তারা ফোনটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে চাইলেই ফ্যাক্টরি রিসেট করার মাধ্যমে স্মার্টফোনকে নতুনত্বের অবস্থায় এনে গতিশীল করে তোলা সম্ভব।

স্মার্টফোন কেনার মুহূর্তে অপারেটিং সিস্টেম এবং নির্দিষ্ট অ্যাপগুলো ছাড়া তেমন কোনো কিছু দেয়া থাকে না। পুরোনো স্মার্টফোন বা দীর্ঘদিন ব্যবহার করা ফোন ফ্যাক্টরি রিসেট করে সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এই রিসেটটি করার মাধ্যমে ফোনের মধ্যে থাকা সকল তথ্য ডিলিট হয়ে যায়, ফোনের বিভিন্ন ত্রুটিযুক্ত সফটওয়্যার ও ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা মিলে এবং সেই সাথে স্মার্টফোন নতুনত্বের ছোঁয়া পেয়ে থাকে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় তথ্য সরিয়ে নিতে হবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট দেওয়ার উপায়ঃ-
➤ প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করে জেনারেল ম্যানেজমেন্ট অপশন সিলেক্ট করতে হবে।
➤ তারপর জেনারেল ম্যানেজমেন্ট অপশন থেকে রিসেট বাটনে ক্লিক করতে হবে বা সেটিংস অপশনের সার্চবার থেকে রিসেট লিখেও অপশন নির্বাচন করে রিসেট বাটনে ক্লিক করতে পারেন।
➤ তারপর ফ্যাক্টরি ডেটা রিসেট বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় প্রবেশ করতে হবে।
➤ এবার স্ক্রিনে নির্বাচন করা অপশনে রিসেট বাটনে ক্লিক করা মাত্রই স্মার্টফোন রিসেট হয়ে যাবে।

 

The post জেনে নিন স্মার্টফোন কেন রিসেট করা জরুরী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
স্মার্টফোন গরম হলে করণীয় https://www.ulipur.com/?p=27094 Thu, 05 Oct 2023 05:56:45 +0000 https://www.ulipur.com/?p=27094 ।। টেক ডেস্ক ।। বিশ্বের অনলাইন জগতকে আরও সহজ করে দিতে স্মার্টফোন প্রসেসিংয়ের শক্তি ক্রমেই বাড়াচ্ছে স্মার্টফোন কোম্পানিগুলো। তাই দীর্ঘ সময় পর্যন্ত অনলাইনে স্মার্টফোনের সুবিধা গ্রহণ করে থাকে অনেকেই। বেশিরভাগ স্মার্টফোন আবার কথা বলা, ভিডিও দেখা, গেমস খেলা ও চার্জে থাকা অবস্থায় গরম হয়ে যায়। এ সকল স্মার্টফোন বেশি পরিমাণে গরম হলে তা প্রয়োজনের সময় [...]

The post স্মার্টফোন গরম হলে করণীয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বিশ্বের অনলাইন জগতকে আরও সহজ করে দিতে স্মার্টফোন প্রসেসিংয়ের শক্তি ক্রমেই বাড়াচ্ছে স্মার্টফোন কোম্পানিগুলো। তাই দীর্ঘ সময় পর্যন্ত অনলাইনে স্মার্টফোনের সুবিধা গ্রহণ করে থাকে অনেকেই। বেশিরভাগ স্মার্টফোন আবার কথা বলা, ভিডিও দেখা, গেমস খেলা ও চার্জে থাকা অবস্থায় গরম হয়ে যায়। এ সকল স্মার্টফোন বেশি পরিমাণে গরম হলে তা প্রয়োজনের সময় ব্যবহার করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। অনেকের ধারণা, ব্যাটারির সমস্যা হলে স্মার্টফোন গরম হয়ে যায়। কিন্তু ব্যাটারির সমস্যা ছাড়াও অন্যান্য বেশ কিছু কারণেও স্মার্টফোন গরম হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন অতিরিক্ত গরম হলে যেসব করণীয়ঃ-
অতিরিক্ত গরম হলে: সূর্যের আলোতে স্মার্টফোন চালালে ফোন অতিরিক্ত গরম হয়। কেননা সূর্যের আলোর তাপ ফোন ধরে রাখতে পারে। তাই আপনার ফোন বেশি পরিমাণে গরম হলে তা দ্রুত ঠান্ডা জায়গায় নিতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ভালো মানের ফোনও অতিরিক্ত তাপমাত্রায় একটানা ১০ মিনিট ব্যবহার করলে গরম হয়ে যায়। তাই গরম হওয়া ফোন কিছু সময়ের জন্য চালানো বন্ধ করতে হবে।

কেস বা খাপ ব্যবহার না করা: অনেক মানুষ আছেন যারা স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করেন। এ ধরণের কভার বা কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে দেয়। যে কারণে ফোন আরও বেশি পরিমাণে গরম হয়। তাই ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এসকল কেস বা কভার সরিয়ে ফেলতে হবে।

অ্যাপের ব্যবহার বন্ধ: অ্যাপ বন্ধ করে স্মার্টফোনের গরম কমানো যায়। ফোনের মধ্যে হাই রেজল্যুশনের গেমস বা বড় বড় অ্যাপ ব্যবহার করার ফলে এবং একাধিক অ্যাপ চালু করে রাখলে ফোন অতিরিক্ত গরম হয়। তাই ফোন গরম হতে দেখলে যত দ্রুত পান চালু থাকা অ্যাপগুলো বন্ধ করে দিন।

বেশি চার্জ না রাখা: বেশি পরিমাণে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়। অনেক মানুষ আছেন যারা রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখে। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে অনেক সময় তাপ উৎপন্ন হয়ে ফোন গরম হতে পারে। তাই এরকম পরিস্থিতি দেখা মাত্র চার্জ দেওয়া বন্ধ করে দিতে হবে এবং কিছুক্ষণ পর আবার চার্জে লাগাতে হবে।

The post স্মার্টফোন গরম হলে করণীয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন মোবাইল ফোনের নকল চার্জার চেনার উপায় https://www.ulipur.com/?p=26956 Sun, 24 Sep 2023 11:25:15 +0000 https://www.ulipur.com/?p=26956 ।। টেক ডেস্ক ।। অনেক সময় স্মার্টফোন চার্জ দেওয়ার পর পোড়া গন্ধ নাকে পাওয়া যায়। বিষয়টি আমরা খেয়াল না করেই এড়িয়ে চলি। যে কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনার পাশাপাশি বিভিন্ন ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। তবে জানেন কি? অমসৃণ নকল চার্জার ব্যবহারের কারণে এটি ঘটে থাকে। স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ফোনের সঙ্গে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জারও [...]

The post জেনে নিন মোবাইল ফোনের নকল চার্জার চেনার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অনেক সময় স্মার্টফোন চার্জ দেওয়ার পর পোড়া গন্ধ নাকে পাওয়া যায়। বিষয়টি আমরা খেয়াল না করেই এড়িয়ে চলি। যে কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনার পাশাপাশি বিভিন্ন ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। তবে জানেন কি? অমসৃণ নকল চার্জার ব্যবহারের কারণে এটি ঘটে থাকে। স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ফোনের সঙ্গে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জারও দিয়ে দেয়। কোনো কারণে চার্জার নষ্ট হলে বা দুর্ঘটনামূলক হারিয়ে গেলে আমরা যাচাই না করেই বাজার থেকে নতুন চার্জার কিনে নিয়ে আসি। এসব ভুয়া অমসৃণ নকল চার্জার দিয়ে যখন ফোন চার্জ দেওয়া হয় তখন চার্জারটি অতিরিক্ত গরম হয়ে যায়। এ থেকে আগুন লাগারও ঘটনা ঘটতে পারে। তাই রাতে ঘুমানোর আগে মোবাইল ফোনে চার্জ না দিতেই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোনো প্রতিষ্ঠান কিংবা দোকানে চার্জার কেনার সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থেকে চার্জার কিনতে হবে।

চলুন তাহলে জেনে নেয়া যাক নকল চার্জার চেনার উপায়ঃ-
স্যামসাং: বাজারে গেলে স্যামসাং ফোনের উপযোগী বলে অনেক ভুয়া নকল চার্জার পাওয়া যায়। এই রকম চার্জার চিনতে হলে এর ওপরের লেখাগুলো ভালোভাবে পড়তে হবে। স্যামসাং ফোনের আসল ও নকল চার্জারের পার্থক্য খুঁজে বের করা বেশ কঠিন ব্যাপার। চার্জারের ওপর প্রিন্ট করা লেখা দেখে চার্জাটি আসল না নকল তা বুঝতে হবে। যদি চার্জারের ওপর ‘A+’ ও ‘মেড ইন চায়না’ লেখা থাকে, তাহলে সেটি ভুয়া চার্জার হওয়ার আশঙ্কা বেশি থাকে।

শাওমি: শাওমি ফোনের নকল চার্জার চিনার জন্য চার্জারের কেবলের দৈর্ঘ্য মাপতে হবে। চার্জার কেবলটিতে যদি দৈর্ঘ্য লম্বায় ১২০ সেন্টিমিটারের কম হয় বা অ্যাডাপ্টর বড় হয়, তাহলে বুঝতে হবে যে চার্জারটি নকল।

হুয়াওয়ে: বাজারে হুয়াওয়ের নকল ও ভুয়া চার্জার অনেক পাবেন। হুয়াওয়ে ফোনের আসল ও নকল চার্জার চিনতে হলে আপনাকে হুয়াওয়ে বারকোডের সাহায্য নিতে হবে। হুয়াওয়ে চার্জারের বারকোডে থাকা তথ্যের সাথে যদি অ্যাডাপ্টরের বারকোড তথ্যের মিল পাওয়া যায় তবে বুঝতে হবে চার্জারটি আসল। আর তা যদি না পাওয়া যায় তাহলে বুঝবেন যে, চার্জারটি ভুয়া ও নকল।

ওয়ানপ্লাস: ওয়ানপ্লাস ফোনের আসল চার্জার চেনা খুবই সহজ। ফোনটি চার্জে দিলে ফ্ল্যাশ চিহ্ন দেখা যাবে। যদি তা না দেখা যায় এবং এর বদলে প্রচলিত ব্যাটারি চার্জ হওয়ার চিহ্ন দেখা যায় তাহলে বুঝবেন চার্জারটি নকল।

পিক্সেল: গুগল সব সময় তাদের পিক্সেল ফোনের সাথে ফাস্ট চার্জারের সুবিধা দিয়ে থাকে। যদি পিক্সেল ফোনে চার্জ হতে দীর্ঘ সময় নেয়, তাহলে বুঝতে হবে যে চার্জারটি নকল।

আইফোন: সবচেয়ে বেশি ভুয়া ও নকল চার্জার পাওয়া যায় আইফোনের। চার্জাগুলো এমনভাবে বানানো হয় যে, কোনটা আসল আইফোনের চার্জার এবং কোনটা নকল চার্জার তার পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়ায়। আসল চার্জারে ‘Designed by Apple in California’ লেখা থাকবে। ভুয়া ও নকল চার্জারের সাথে অ্যাপলের লোগোর মধ্যে পার্থক্য সহজেই ধরতে পারবেন। ভুয়া চার্জারের লোগো কখনো আসল চার্জারের লোগোর মতো হবে না। অ্যাপল লোগোটি ভুয়া চার্জারের মধ্যে গাঢ় ভাবে দেখা যাবে। তাই আইফোনের চার্জার কেনার সময় লোগো খেয়াল করে চার্জার কিনতে হবে।

এছাড়াও অন্যান্য সকল ব্র্যান্ডের ফোনের আসল ও ভুয়া নকল চার্জার চেনার জন্য চার্জার ফোনের সকেটে ঢোকানোর পর যদি সঠিকভাবে খাপ না খায়, তাহলে বুঝতে হবে চার্জারের পিনগুলো ভুল আকারে বানানো হয়েছে। বাজারে চার্জার কেনার আগে চার্জারের গায়ে নির্মাণকারী প্রতিষ্ঠান, ব্র্যান্ডের নাম বা লোগো, মডেল, ব্যাচ নম্বর যাচাই করে কিনতে হবে। নিরাপদভাবে চার্জার ব্যবহারের নির্দেশনা থাকতে হবে। খুব কাছ থেকে চার্জারের পিনগুলো লক্ষ্য করলেই আসল-নকলের তফাত বোঝা যাবে। নকল চার্জার দিয়ে দিনে দুই-তিনবার ফোন চার্জ দিলেই খুব দ্রুত তা গরম হয়ে যায় এবং আসল চার্জার দিয়ে চার্জ দিলে দ্রুত গরম হয় না।

The post জেনে নিন মোবাইল ফোনের নকল চার্জার চেনার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক স্মার্টফোনে লগইনের উপায় https://www.ulipur.com/?p=26713 Wed, 13 Sep 2023 05:40:00 +0000 https://www.ulipur.com/?p=26713 ।। টেক নিউজ ।। বর্তমানে দৈনদিন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ চ্যাটিং প্ল্যাটফর্ম। এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই যোগাযোগ করা যায়। কিন্তু প্রথম থেকে হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইলে ব্যবহার করা যেত। যার ফলে একাধিক মোবাইল ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হন। কারণ চ্যাটিং অ্যাপটি সেকেন্ডারি ফোনে লগইন থাকাটাও জরুরি হয়ে পড়ে তাদের জন্য। কিন্তু [...]

The post জেনে নিন এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক স্মার্টফোনে লগইনের উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক নিউজ ।।
বর্তমানে দৈনদিন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ চ্যাটিং প্ল্যাটফর্ম। এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই যোগাযোগ করা যায়। কিন্তু প্রথম থেকে হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইলে ব্যবহার করা যেত। যার ফলে একাধিক মোবাইল ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হন। কারণ চ্যাটিং অ্যাপটি সেকেন্ডারি ফোনে লগইন থাকাটাও জরুরি হয়ে পড়ে তাদের জন্য। কিন্তু হোয়াটসঅ্যাপ একাধিক ফোনে লগ ইন করতে গেলে পূর্বের ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যেত। এ সমস্যা সমাধানে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন একটি ফিচার। যেখানে একইসঙ্গে একাধিক ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করার কথা ঘোষণা করেছে তারা। একজন ব্যবহারকারী ‘কমপেনিয়ন মোড’ ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটি প্রাইমারি ফোনের বদলে অন্য ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, কিভাবে একাধিক স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেনঃ-
★ একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে।
★ এরপর ভাষা নির্ধারণ করে পরবর্তী পেজের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘লিংক টু এক্সিসটিং অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে।
★ এবার পরের পেজে একটি কিউআর কোড দেখা যাবে।
★ এরপর প্রাইমারি ফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশের পর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
★ ‘লিংকড ডিভাইস’ অপশন নির্বাচন করতে হবে।
★ এবার পরের পেজে লিংক এ ডিভাইস বাটনে ট্যাপ করে সেকেন্ডারি ফোনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন।

এভাবে সর্বোচ্চ চারটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

The post জেনে নিন এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক স্মার্টফোনে লগইনের উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
স্মার্টফোনে ফুল পেজের স্ক্রিনশট নেওয়ার উপায় https://www.ulipur.com/?p=26703 Mon, 11 Sep 2023 12:19:25 +0000 https://www.ulipur.com/?p=26703 ।। টেক ডেস্ক ।। ডিজিটাল জগতে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। বর্তমানে সবার হাতেই রয়েছে স্মার্টফোন। বেশিরভাগ সময়ে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে কাটিয়ে দিচ্ছেন। কেউ আবার পুরোটা সময় অফিসের কাজ ও অনলাইন কাজ করে সময় পার করছেন। কেউ আবার অনলাইন ক্লাসের পড়াগুলো রাখেন স্মার্টফোনে। অনেক ক্ষেত্রে স্মার্টফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ছবি, মেসেজ বা ডকুমেন্ট [...]

The post স্মার্টফোনে ফুল পেজের স্ক্রিনশট নেওয়ার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
ডিজিটাল জগতে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। বর্তমানে সবার হাতেই রয়েছে স্মার্টফোন। বেশিরভাগ সময়ে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে কাটিয়ে দিচ্ছেন। কেউ আবার পুরোটা সময় অফিসের কাজ ও অনলাইন কাজ করে সময় পার করছেন। কেউ আবার অনলাইন ক্লাসের পড়াগুলো রাখেন স্মার্টফোনে। অনেক ক্ষেত্রে স্মার্টফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ছবি, মেসেজ বা ডকুমেন্ট তাড়াহুড়ায় সেভ না করে স্টোর করে রাখার জন্য খুব সহজেই স্ক্রিনশট তুলে রাখেন।

স্মার্টফোনে বিভিন্ন ব্রাউজার বা ওয়েরসাইটে কাজ করার সময় ফুল পেজ স্ক্রিনশট তোলার প্রয়োজন হয়। এজন্য স্মার্টফোন ব্যবহারকারীরা এক একটি করে পেজের স্ক্রিনশট তুলে থাকেন। এরপর সেই স্ক্রিনশট তোলা ছবি আবার আলাদা আলাদা করে শেয়ার করেন। কিন্তু খুব সহজ উপায়েই এখন ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায়।

ফুল পেজ স্ক্রিনশট নেয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে “স্ক্রিন মাষ্টার” নামে একটি থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে ফুল পেজ স্ক্রিনশট নেওয়া সম্ভব।
স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার উপায়ঃ-
✶ প্রথমে আপনার স্মার্টফোনে ScreenMaster অ্যাপটি ওপেন করতে হবে।
✶ এরপর অ্যাপটিতে টার্ন অফ স্ক্রিন ক্যাপচার অপশনে ক্লিক করতে হবে।
✶ এরপর সম্পূর্ণ পেজটি জুম আউট করে ছোট করে নিতে হবে।
✶ পুরো পেজটি যখন স্ক্রিনে আসবে তখন স্ক্রিন ক্যাপচার অন করতে হবে।
✶ এরপর একসাথে পুরো ফুল পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
✶ ফুল পেজ স্ক্রিনশট শেয়ার করার জন্য সেন্ড বাটনে ক্লিক শেয়ার করতে পারবেন।

The post স্মার্টফোনে ফুল পেজের স্ক্রিনশট নেওয়ার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>