হায়দার বসুনিয়া Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=হায়দার-বসুনিয়া কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 30 Nov 2018 05:09:38 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png হায়দার বসুনিয়া Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=হায়দার-বসুনিয়া 32 32 আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন https://www.ulipur.com/?p=7367 Fri, 30 Nov 2018 05:02:15 +0000 https://www.ulipur.com/?p=7367 ।। খাদিজা তুল কোবরা টুম্পা ।। আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। বিভিন্ন চাকরির সুযোগ আসার পরও ভালো [...]

The post আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। খাদিজা তুল কোবরা টুম্পা ।।
আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। বিভিন্ন চাকরির সুযোগ আসার পরও ভালো লাগাকে প্রাধান্য দিয়ে পেশা হিসাবে শিক্ষকতাকে গ্রহণ করে থেকে যান নিজ গ্রামেই। সাহিত্যের প্রতি দূর্বলতা থেকে নিভৃত পল্লীতে বসবাস করেও লিখে গেছেন অসংখ্য উপন্যাস, কাব্য, শিশুসাহিত্য ও নাটক।

নিভৃতচারী এই লেখক জীবনকে দর্শন করেছে খুব কাছ থেকে। সুক্ষদৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন চারপাশের ঘটমান বাস্তবতার চিত্র। অতঃপর কলমের কালিতে প্রতিনিয়ত লিখে গেছেন ঘটমান সেসব ঘটনা। তার বেশ কিছু উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য “মেথর সমাচার” “পরিমন্ডলের বিস্তৃতি” “মরার তিস্তা দ্যোতক চিহ্নে” “কামনা” “আপন মনের আরশীতে” ইত্যাদি।

লেখক অবহেলিত, দরিদ্র শ্রেণীর জীবন নিয়েই লিখে লেখাকে প্রাণবন্ত করেছেন সুকৌশলে। সমাজে নিকৃষ্ট হিসাবে পরিচিত মেথরদের নিয়ে লিখেছেন “মেথর সমাচার” উপন্যাস। এ উপন্যাসে দেয়ালিকা চরিত্রটি লক্ষ্য করলে দেখা যায় ভীষণ কষ্টে জীবিকা নির্বাহ করে সন্তান কে উচ্চশিক্ষিত করতে বাবার যে প্রচেষ্টা তা প্রতিটি সন্তানকে একবার হলেও বাবার প্রতি কৃতজ্ঞতাবোধ জাগ্রত করবে।

“পরিমন্ডলের বিস্তৃতি” উপন্যাসের নায়ক চরিত্রটি বিএ পাশ করে গ্রামে এসে হেডমাস্টারের চাকুরি নেয়, পাশাপাশি দুইটি এতিম ছেলেমেয়ের দায়িত্ব নেয়। নিজ উদ্যোগে স্কুলের অনেক উন্নয়ন করার পরও এক পর্যায়ে চক্রান্তের স্বীকার হয়ে চাকরি হারাতে হয় তাকে।

“স্বর্গচ্যুতির ইতিকথা” বইটিতে ইমরান মৃধার বিভিন্ন ঘাত প্রতিধাত পেরিয়ে সাফল্য লাভের পরও মৃত্যুর কাছে হেরে যেতে হয়েছিলো সড়ক দূর্ঘটনায়। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর পরিচয় হয় তরুর ব্যাংকার মঞ্জু তালুকদারের সাথে। অতঃপর ভালোবাসার আগমন ঘটে জীবনের প্রয়োজনেই।

“আপন মনের আরশীতে” উপন্যাসে লেখক রাজু চরিত্রটি বেকার জীবনের অসহায়ত্ব কিভাবে একজন মানুষকে নিরবলম্বন করে তোলে তারই প্রকাশ। তিনি মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন, “একাত্তরের লারমা সমাচার”।

এছাড়াও তিনি কিশোরদের জন্য লিখেছেন “দুটো পোড়াবাড়ির ইতিকথা” “ভাগ্যোন্বেষী ভবঘুরে” শিশুদের জন্য লিখেছে “তুলোমনি” তুলোমনি শিশুদের কল্পনার রাজ্যের বহিঃপ্রকাশ যা শিশু মনকে উৎসাহিত করতে পারে অচিরেই। তুলোমনির মতো প্রতিটি শিশু কল্পনার রাজ্যে ঘটবে অগাধ বিচরণ।

এভাবেই লেখক সহজ-সরল ভাষায় উপস্থাপনার মাধ্যমে পাঠকদেরর মন্ত্রমুগ্ধ করেছেন অতি সহজেই। তাঁর প্রতিটি লেখায় ফুটে উঠা তাৎপর্যপূর্ণ বিষয়গুলো খুব সহজেই সমৃদ্ধ করেছে তাঁর চিন্তাধারাকে।

নিভৃতপল্লীতে বসবাস করেও সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই জীবনের শেষ বয়সেও এসে সাহিত্যচর্চা করে যাচ্ছেন অনবরত। লিখছেন কবিতা, উপন্যাস, গল্প। কলমের খোঁচায় লিখছেন সমাজের কথা, পরিতৃপ্ত হচ্ছেন নিজে এবং সমৃদ্ধ করছেন সাহিত্যকে। লেখকের জন্মদিনে তাঁর সার্বক্ষণিক সুস্থতাকামনাসহ তাঁর সফল অগ্রযাত্রার জন্য শুভকামনা ও দোয়া জানাচ্ছে তাঁর পাঠক গোষ্ঠী।

The post আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
লেখক হায়দার বসুনিয়াকে সাহিত্যের অবদানের জন্য অরণ্য সম্মাননা প্রদান https://www.ulipur.com/?p=5969 Mon, 09 Apr 2018 14:38:03 +0000 http://www.ulipur.com/?p=5969 জরীফ উদ্দীনঃ সোমবার (৯ এপ্রিল ২০১৮) সকাল ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে বৃক্ষ রোপণ আন্দোলন ২০১৮ অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদানের জন্য নিভৃত্যচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা স্মারক ২০১৮ প্রদান করেন অরণ্য। সুমন বসুনিয়ার সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে [...]

The post লেখক হায়দার বসুনিয়াকে সাহিত্যের অবদানের জন্য অরণ্য সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীনঃ
সোমবার (৯ এপ্রিল ২০১৮) সকাল ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে বৃক্ষ রোপণ আন্দোলন ২০১৮ অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদানের জন্য নিভৃত্যচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা স্মারক ২০১৮ প্রদান করেন অরণ্য।

সুমন বসুনিয়ার সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামের পরিচালক ভূপতি ভূষণ বর্মা, আরো উপস্থিত ছিলেন নাজিমখান কিংস ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান আসাদ, অরণ্যের সভাপতি আব্দুস সোবহান জুয়েল, সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম লিটন, সোহানুর রহমান, জিল্লুর রহমান, রায়হান কবীর, দিপ্ত, প্রমুখ।

হায়দার বসুনিয়া সম্মাননা স্মারক পেয়ে আমাদের সংবাদ দাতাকে বলেন, অরণ্য আজ আমাকে শুধু সম্মাননা জানালো না, সম্মান জানালো বাংলা সাহিত্যকে। অরণ্যের সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন বলেন, আমরা অরণ্য থেকে শুধু বৃক্ষ রোপণ নয় বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এখন থেকে প্রতিবছর সাহিত্য ও সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক সম্মাননা স্মারক প্রদান করব।

The post লেখক হায়দার বসুনিয়াকে সাহিত্যের অবদানের জন্য অরণ্য সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু https://www.ulipur.com/?p=5571 Sun, 18 Feb 2018 09:25:36 +0000 http://www.ulipur.com/?p=5571 জরিফ উদ্দিনঃ “উলিপুর বইমেলা হউক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানে উলিপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। রোববার (১৮ ফেব্রুয়ারি ২০১৮) দুপুর ১২ টার দিকে উলিপুর কাচারিতে ২৩ তম উলিপুর বইমেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। কাওসার জামান সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র মো. তারিক আবু [...]

The post উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরিফ উদ্দিনঃ
“উলিপুর বইমেলা হউক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানে উলিপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। রোববার (১৮ ফেব্রুয়ারি ২০১৮) দুপুর ১২ টার দিকে উলিপুর কাচারিতে ২৩ তম উলিপুর বইমেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া।

কাওসার জামান সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র মো. তারিক আবু আলা, উলিপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক বাবু হরি গোপাল সরকার, উলিপুর এমএস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাসেম, বিশিষ্ট সমাজ সেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সমাজ সেবক ও অধ্যাপক আব্দুল মতিন ছাড়াও উলিপুরের সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

মেলা আজ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন।

The post উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই https://www.ulipur.com/?p=5524 Thu, 08 Feb 2018 17:31:58 +0000 http://www.ulipur.com/?p=5524 এ.এস.জুয়েল : এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে। হায়দার বসুনিয়া বলেন, [...]

The post বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল :
এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে।

হায়দার বসুনিয়া বলেন, “হংস সংলাপ ও রঙিন চশমা” তে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, হংসকে অবহেলা করা যায় না । তাদের অবহেলা করলেও তারা মানুষের চেয়েও বেশি সুখি। আর, অমোঘ সায়াহ্ন মানব জীবনে আসবেই, উপায় নাই, এটা মেনে নিতে হবে ।

পাঠকদের কছে কেমন লাগবে আপনার কবিতার বই এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, Man is blind to his own fault. কবিতা কেমন লাগবে এটা পাঠকরা বিচার করবে ।

The post বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ক্ষতবিক্ষত প্রাণ – হায়দার বসুনিয়া https://www.ulipur.com/?p=5278 Sun, 21 Jan 2018 04:57:10 +0000 http://www.ulipur.com/?p=5278 ক্ষতবিক্ষত প্রাণ হায়দার বসুনিয়া টিনের চালে পটপট শব্দ তোলা বৃষ্টির মতো বাচাল হয়ো না । রাজ পথের মতো অলস হয়ে শুয়ে থেকো না, অশ্ববহর খটখট শব্দ তুলে আড়ালে চলে গেছে কবেই । ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে প্রাণ । কী বিদঘুটে আওয়াজ বাতাসের বুক চিরে চিরে । তেতুঁলের টকে ভরে গেছে মুখ । অথচ লক্ষত্রের মতো [...]

The post ক্ষতবিক্ষত প্রাণ – হায়দার বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ক্ষতবিক্ষত প্রাণ
হায়দার বসুনিয়া

টিনের চালে পটপট শব্দ তোলা
বৃষ্টির মতো বাচাল হয়ো না ।
রাজ পথের মতো অলস হয়ে শুয়ে থেকো না,
অশ্ববহর খটখট শব্দ তুলে আড়ালে চলে গেছে কবেই ।
ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে প্রাণ ।
কী বিদঘুটে আওয়াজ বাতাসের বুক চিরে চিরে ।
তেতুঁলের টকে ভরে গেছে মুখ ।
অথচ লক্ষত্রের মতো আমি অবাক বিষ্ময় ।
তাল গাছের মতো মাথা উচু হলো কই?
বামুন হবার ভয় জাগে ।
সেই একটা ফলবান রসাল গাছ
জিহ্বা সিক্ত করে বসে ।

The post ক্ষতবিক্ষত প্রাণ – হায়দার বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সেই জন্য https://www.ulipur.com/?p=5079 Fri, 29 Dec 2017 05:41:10 +0000 http://www.ulipur.com/?p=5079 সেই জন্য (হায়দার বসুনিয়া) আমি এক অফিসারের অফিসার ঘুষ-ঘাষের নেই কারবার। রাতকে দিন করি, দিনকে রাত করি যদি সচল থাকে বা হাতের কারবার, একে ঘুষ না বলাই বেহতর। খোলা মেলা কথায় দোষ নেই, অর্থের দরকার বিলাসিতাই বাঁচতে চাই। জীবনের দাবি মেটাতে অর্থের দরকার। সংসার যে চলে না, মুদ্রাস্ফীতির বাজারে। যা দাও, দাও লাঞ্ছনা-সংসার যে চলে [...]

The post সেই জন্য appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সেই জন্য
(হায়দার বসুনিয়া)

আমি এক অফিসারের অফিসার
ঘুষ-ঘাষের নেই কারবার।
রাতকে দিন করি, দিনকে রাত করি
যদি সচল থাকে বা হাতের কারবার,
একে ঘুষ না বলাই বেহতর।
খোলা মেলা কথায় দোষ নেই,
অর্থের দরকার বিলাসিতাই বাঁচতে চাই।
জীবনের দাবি মেটাতে অর্থের দরকার।
সংসার যে চলে না, মুদ্রাস্ফীতির বাজারে।
যা দাও, দাও লাঞ্ছনা-সংসার যে চলে না।
মকেল খুজি,হাঁক ছাড়ি কম টাকায় কাজ হবে না।
যাই দাও গঞ্জনা, নরকভীতির যন্ত্রনা
চলে না চলে না যে সংসার যে চলে না।
মেয়ের জামাইরয়র দাবি,সংসারের দাবি, পোষায় না,
সংসার চলে না –তাই খোলাখুলি বা হাতের বায়না,
একে ঘুষ বলি না-তাই খুলাখুলি বা হাতের বায় না
যারা আর রাশিও মোর তাশিও বল-মেটাও না জামাইয়ের বায়না।
যত সব উজবুকের গঞ্জনা-একে ঘুষ বলে না।
চেয়ে নেই- দেখে তো প্রয়োজন মেটে না।
ভিক্ষে নেই, দাবি করে নেই-চলে না।
হলোই না হয় লাক্সারি একটু বেশি
খৈয়াম তো বলেছেনই-ইট,ড্রিন্ক অ্যান্ড মেরি।

The post সেই জন্য appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ https://www.ulipur.com/?p=4859 Thu, 30 Nov 2017 15:15:54 +0000 http://www.ulipur.com/?p=4859 নিউজ ডেস্কঃ কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন। উপন্যাস লিখেছেন ৫০টিরও [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন।

উপন্যাস লিখেছেন ৫০টিরও বেশি। প্রকাশিত হয়েছে ১৮টি। এরপরও নিভৃতচারী এই লেখক জনসম্মুখে আসেন নি। আসতে চাননি। রয়েছেন মাঠির টানে। মা-মাঠির গন্ধ ছেড়ে লেখক আসতে চাননি শহুরে এই কোলাহলে।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান https://www.ulipur.com/?p=3366 Sat, 11 Mar 2017 16:40:56 +0000 http://www.ulipur.com/?p=3366 এ.এস.জুয়েল: আজ বিকাল তিন ঘটিকায় নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে বাংলা সাহিত্যে অবদানের জন্য উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। উলিপুর ডট কমের সহঃ সম্পাদক জরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও মানবাধিকার কর্মী, আইনজীবী আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন উলিপুর ডট কমের প্রতিবেদক শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী, শাহাদত [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল:
আজ বিকাল তিন ঘটিকায় নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে বাংলা সাহিত্যে অবদানের জন্য উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। উলিপুর ডট কমের সহঃ সম্পাদক জরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও মানবাধিকার কর্মী, আইনজীবী আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন উলিপুর ডট কমের প্রতিবেদক শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী, শাহাদত হোসেন শুভ, তালাত মাহমুদ, আল সাবাহ হৃদয়, আতিক মেসবাহ লগ্ন ও কবি রোকনুজ্জামান তোহা ছাড়াও প্রমূখ ব্যক্তি বর্গ। উলিপুর ডট কমের সহ সম্পাদক জরীফ উদ্দীন বলেন, উলিপুর ডট কম শুধু মাত্র নিউজ পোর্টাল নয় এটি উলিপুরের প্রগতি ও তারুণের জন্য বিভিন্ন সমাজ উন্নয়নমুখী কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, উলিপুর ডট কম লেখালেখি ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করবেন এরই ধারাবাহিকতায় আমরা নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলাম। যার অসংখ্য লেখায় উলিপুরের ইতিহাস-ঐতিহ্য ও সমাজ ব্যবস্থা ফুটে উঠে। উলিপুর ডট কম এই কাজ থেমে রাখবে না। লেখক হায়দার বসুনিয়া আমাদের সংবাদ দাতাকে জানান তিনি যদিও সম্মাননা কিংবা ক্রেস্ট এর জন্য লেখালেখি করেন না তারপরও উলিপুর ডট কম যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে তাতে তিনি অত্যন্ত খুশি। তিনি চান উলিপুর ডট কম তার লক্ষ্য পূরণে এগিয়ে যাক।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>