হাসপাতাল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=হাসপাতাল কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 10 Nov 2023 17:52:43 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png হাসপাতাল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=হাসপাতাল 32 32 কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে আগুন https://www.ulipur.com/?p=28168 Fri, 10 Nov 2023 15:39:34 +0000 https://www.ulipur.com/?p=28168 ।। নিউজ ডেস্ক ।। কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে‌নি। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ম্যাট্রেস থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডায়‌রিয়া ওয়ার্ড সূত্র জানায়, [...]

The post কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে আগুন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে‌নি। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ম্যাট্রেস থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডায়‌রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ওয়ার্ডের এক‌টি কক্ষের পূর্ব দিকের বেলক‌নিতে রাখা কিছু ম‌্যা‌ট্রেসে আগুন লাগে। এ সময় ওয়ার্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দেখে রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাই‌রে বের হয়ে যাওয়ায় কারও কোনো ক্ষ‌তি হয়‌নি।

ওয়ার্ডের সি‌নিয়র স্টাফ নার্স রো‌জিনা খাতুন বলেন, ‘দুপুর ২ টা ৫০ মি‌নিটে হঠাৎ করে ওয়ার্ডের এক‌টি কক্ষের ‌বেলক‌নি থেকে ধোঁয়া উড়তে দে‌খি। বৈদ্যুতিক শর্টসা‌র্কিট হয়েছে এমন সন্দেহে সাথে সাথে আমরা ‌মেইন সুইচ বন্ধ করে দেই। কিন্তু ধোঁয়া বে‌শি হয়ে কক্ষের টয়লেটে আগুন ছ‌ড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান। পরে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা এ‌সে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

ক্ষয়ক্ষ‌তি প্রশ্নে রো‌জিনা বলেন, ‘ আগু‌নের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা ধোঁয়া দেখে বের হয়ে যাওয়ায় কারও কোনও ক্ষয়-ক্ষ‌তি হয়‌নি। শুধু পুরাতন কিছু ম্যাট্রেস পুড়ে গেছে।’

আছমা না‌মে ওয়া‌র্ডের এক রোগী ব‌লেন, ‘কেমন ক‌রে আগুন লাগ‌ছে জা‌নি না। আগু‌নের ধোঁয়া দে‌খে আমরা বাই‌রে বের হ‌য়ে গে‌ছি।’

ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, সম্ভবত কোনো রোগীর স্বজন বা অন্য কারও সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। পরে ওই আগুনে টয়লেটের দরজাও পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলি। অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার বলেন, আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি। কারণ অনুসন্ধানে আমরা একটি তদন্ত কমিটি করব।

//নিউজ//কুড়িগ্রাম//চন্দন/নভেম্বর/১০/২৩

The post কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে আগুন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালাল চক্র https://www.ulipur.com/?p=6476 Sun, 01 Jul 2018 12:01:57 +0000 http://www.ulipur.com/?p=6476 মোন্নাফ আলী: উলিপুরে একটি দালাল চক্র হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। ফলে সরকারের দেওয়া চিকিৎসা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার গরিব মানুষ। এসব ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ভাঙিয়ে স্যাকমো ডিএমপি চিকিৎক দিয়ে আল্ট্রাসনোগ্রাম করে রোগীদের প্রতারিত ও অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ করেছেন হাসপাতালের স্বাস্থ্য ও [...]

The post উলিপুরে হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালাল চক্র appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোন্নাফ আলী:
উলিপুরে একটি দালাল চক্র হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। ফলে সরকারের দেওয়া চিকিৎসা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার গরিব মানুষ। এসব ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ভাঙিয়ে স্যাকমো ডিএমপি চিকিৎক দিয়ে আল্ট্রাসনোগ্রাম করে রোগীদের প্রতারিত ও অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ করেছেন হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা।

হাসপাতাল গেটের ২০০ গজের মধ্যে অনুমোদনহীন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ৭টি ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে এক্স-রে টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ব্যবহার করে সাইনবোর্ড টানানো হয়েছে। পরে হাতুড়ে টেকনিশিয়ান দিয়ে এক্স-রে ও ডিএমপি (স্যাকমো) চিকিৎসক দিয়ে চিকিৎসা, আল্ট্রাসনোগ্রাম ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এসব ডায়াগনস্টিক সেন্টারে এমটি ল্যাব, লক্কড়-ঝক্কড় অতি পুরনো মেশিন, নারী এমটির সার্টিফিকেট ব্যবহার করে ‘নন-এমটি’ লোক দিয়ে কাজ করা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট, কোথাও রি-এজেন্ট নেই, রক্ষিত ফ্রিজে মাছ-মাংস রাখা ও অপরিছন্ন পরিবেশে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করা হচ্ছে। এভাবে গরিব রোগীদের সঙ্গে প্রতারণা করে অর্থ লুটে নেওয়া হচ্ছে বলে জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম জান্নাত ডায়াগনস্টিক সেন্টারে চিঠি দিয়ে লাইন্সেস, পরিবেশের সনদ, বর্জ্য ব্যবস্থাপনার সনদ, কর্মকর্তা-কর্মচারীর তালিকা ও নিয়োগপত্র, বিশেষজ্ঞ চিকিৎসকের নাম-পদবি, কর্মস্থলের নামসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেন। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনা ও প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখাসহ বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তাতেও বন্ধ হচ্ছে না দালাল দিয়ে হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়াসহ ডায়াগনস্টিক সেন্টারের অবৈধ কর্মকাণ্ড ও রোগী প্রতারণার কাজ।

অনেক রোগী জানান, তাদের হাসপাতাল থেকে জোর করে নিয়ে আসা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎকের ফি নিয়ে স্থানীয় স্যাকমো চিকিৎসক দিয়ে ব্যবস্থাপত্র দেন। প্রতিবাদ করলে কিছু টাকা ফেরত দেন। এমন হাতুড়ে ডাক্তার দিয়ে অন্তঃসত্ত্বাদেরও চিকিৎসা করা হচ্ছে। ফলে এখানে রোগীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। লুটিয়ে নেওয়া হচ্ছে অর্থকড়ি। তবুও যেন দেখার কেউ নেই।

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সরকারি হাসপাতালের গেটের সঙ্গে লাইন্সেস ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই মারফি ডায়াগনস্টিক সেন্টার,পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মা ডিজিটাল ল্যাব, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, জান্নাত ডায়াগনস্টিক সেন্টার, শাহীদা ল্যাব ও দেশ ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের নামে প্রতারণা করে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

এ ব্যাপারে জান্নাত ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ওবায়দুল ইসলাম রানু জানান, লাইন্সেসসহ আমাদের সব কাগজপত্র রয়েছে এবং ডিএমপি কোর্স করা স্যাকমোরা রোগী দেখছে, আল্ট্রাসনোগ্রাম করছেন। বর্তমান আইনে তারাও রোগী দেখা ও পরীক্ষা-নিরীক্ষার কাজ করতে পারেন। কিন্তু এরপরও এ ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী জানান, এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টার দালাল দিয়ে হাসপাতালের রোগী হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে; কিন্তু আমরা অসহায়। অনেক চেষ্টা করেও দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে পারছেন না। ফলে গরিব রোগীরা সরকারের দেওয়া চিকিৎসা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কোনোভাবে তাদের এ প্র্যাকটিস বন্ধ করা যাচ্ছে না।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে তাদের চিঠি দেওয়া হয়েছে, জবাব পেলে কার্যকরী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র:সমকাল, ০১ জুলাই ২০১৮

The post উলিপুরে হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালাল চক্র appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বেগমগঞ্জে ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা https://www.ulipur.com/?p=3848 Sun, 02 Jul 2017 20:03:26 +0000 http://www.ulipur.com/?p=3848 হাফিজ সেলিম, উলিপুরঃ উলিপুর উপজেলার নদ-নদী বিচ্ছিন্ন চর ও দ্বীপচরের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে ধরলা ও ব্রহ্মপুত্র নদে “এমিরেটস ফ্রেন্ডশীপ” নামক ভাসমান হাসপাতাল গত একমাস ধরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছে। জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ গ্রামে ধরলা নদীতে ভাসমান অবস্থায় বহুতলা ভবন বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে অ্যাম্বুলেন্স ও উন্নত মানের যন্ত্রপাতি। [...]

The post বেগমগঞ্জে ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
হাফিজ সেলিম, উলিপুরঃ
উলিপুর উপজেলার নদ-নদী বিচ্ছিন্ন চর ও দ্বীপচরের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে ধরলা ও ব্রহ্মপুত্র নদে “এমিরেটস ফ্রেন্ডশীপ” নামক ভাসমান হাসপাতাল গত একমাস ধরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছে।

জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ গ্রামে ধরলা নদীতে ভাসমান অবস্থায় বহুতলা ভবন বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে অ্যাম্বুলেন্স ও উন্নত মানের যন্ত্রপাতি। হাসপাতালটিতে রোগীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষসহ বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন যান্ত্রিক সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এ হাসপাতালের সেবা সমূহের মধ্যে রয়েছে সাধারণ রোগ সমূহের নিরাময়মূলক সেবা প্রদান, প্রজনন স্বাস্থ্য পরিচর্যা, মাতৃত্বজনিত সেবা, চোখ, দাঁতের চিকিৎসা, রেফারেল পদ্ধতি, ফলো-আপ, অপারেশন থিয়েটার সার্ভিস, এক্রে ও ইসিজি এবং সকল প্যাথলোজিক্যাল পরীক্ষার ব্যবস্থা। এছাড়াও বিশেষ সেবাসমূহ হলো – ঠোঁট কাটা ও তালু কাটা রোগ অপারেশন, পোড়া রোগী, হাত-পা বাঁকা (অর্থপেডিক সার্জারি), একশিরা/গোটার (হার্নিয়া, হাইড্রেসিল), টিউমার, এবং চোখের ছানি (লেন্স লাগানো) অপারেশন। এছাড়া দাঁতের বিভিন্ন চিকিৎসা (বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা) এবং দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রদান করা হয়।

মহিলাদের জন্য ভর্তি বই প্রথমে ৫ টাকা এবং পরবর্তী প্রতিবারে ফি ৩ টাকা। পুরুষ রোগীদের জন্য বয়স্ক ভর্তি বই ১০ টাকা। অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৫ টাকা, পরবর্তী প্রতিবারে ফি ৩ টাকা করে নিয়ে সেবা দেয়া হয়। এতে ডাক্তারদের ভিন্ন ভিন্ন ক্যাম্প রয়েছে। যেমন ডেন্টাল ক্যাম্প, আই ক্যাম্প, প্লাস্টিক সার্জারি, অর্থপেডিক ক্যাম্প, পেডিয়েট্রিক ক্যাম্প, ফিজিওথেরাপি ক্যাম্প, নাক-কান-গলার ক্যাম্প এবং জেনারেল সার্জারী ক্যাম্পেইনিং এর সু ব্যাবস্থা বয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রতিবেদককে জানান, ভাসমান হাসপাতালে প্রতিদিনে ২৫০ থেকে ৩০০ শত রোগীকে সেবা প্রদান করা হচ্ছে। দিন রাত ২৪ ঘন্টা তারা সেবা দিতে প্রস্তত বলেও জানান।

The post বেগমগঞ্জে ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>