Buri Teesta Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=buri-teesta কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 14 May 2019 06:20:51 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Buri Teesta Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=buri-teesta 32 32 বুড়িতিস্তা খননে ব্যাপক অনিয়ম https://www.ulipur.com/?p=8336 Tue, 14 May 2019 06:14:23 +0000 https://www.ulipur.com/?p=8336 ।। আব্দুল মালেক ।।উলিপুরে বুড়িতিস্তা নদী খননে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সাড়ে ৩১ কিলোমিটার নদী খননে প্রাক্কলন অনুযায়ী উঁচু তলদেশে ১০ ফুট ও নিচু তলদেশে ৮ ফুট খননের নিয়ম থাকলেও অধিকাংশ এলাকায় তা মানা হয়নি। কোথাও না কেটে, কোথাও আবার নদীর তীর বা পার না বেঁধেই খনন অব্যাহত রেখেছে। দখলদারদের রক্ষায় ঘুরিয়ে [...]

The post বুড়িতিস্তা খননে ব্যাপক অনিয়ম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে বুড়িতিস্তা নদী খননে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সাড়ে ৩১ কিলোমিটার নদী খননে প্রাক্কলন অনুযায়ী উঁচু তলদেশে ১০ ফুট ও নিচু তলদেশে ৮ ফুট খননের নিয়ম থাকলেও অধিকাংশ এলাকায় তা মানা হয়নি। কোথাও না কেটে, কোথাও আবার নদীর তীর বা পার না বেঁধেই খনন অব্যাহত রেখেছে। দখলদারদের রক্ষায় ঘুরিয়ে দেয়া হয়েছে নদীর গতিপথ। ফলে হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ একটি মসজিদ। এমন অভিযোগ করেছেন বুড়িতিস্তা পারের মানুষজন।

এদিকে বিত্তশালীদের স্থাপনা না সরিয়ে গরিব কৃষকদের আধা পাকা ধান নষ্ট করে খনন অব্যাহত রাখায় বিক্ষুব্ধ কৃষক ও বুড়িতিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও আন্দোলনের কর্মীরা সোমবার (১৩ এপ্রিল) দুপুরে একটি অংশের খনন বন্ধ করে দিয়েছে। তাদের সাফ কথা-আগে পাকা স্থাপনা সরাও তারপর কৃষকের ধানক্ষেত খনন করো।

বুড়িতিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও আন্দোলনের শরিক সংগঠন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির উলিপুরের সভাপতি আপন আলমগীর অভিযোগ করেন, বুড়িতিস্তা আন্দোলনের সুত্রপাত হয়েছিল গুনাইগাছ ব্রিজের মুখ ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে। যার প্রেক্ষিতে সরকার ডেল্টা প্ল্যানের আওয়তায় এই নদীটি খননের উদ্যোগ নেন। এই কাজে নিয়োজিত ঠিকাদার এমদাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে নানা কৌশলে ব্রিজের মুখে খনন শুরু না করে কালক্ষেপণ করতে থাকেন। পরে চাপের মুখে স্কেভেটর মেশিন সেখানে আনলেও কাজ না করে মেশিন সরিয়ে নিয়েছেন। অন্যদিকে, আরেক দিকে খুঁরে নদীর গতিপথ ঘুরিয়ে দিয়েছেন। নদীর উপর অবৈধ স্থাপনা যে অবস্থায় ছিল, সে অবস্থায় রয়ে গেছে।

নারিকেলবাড়ি গ্রামের আয়নাল হক জানান, তার জমির আধা পাকা ধান কেটে খনন কাজ শুরু করে। ১৫ দিন গেলে ধানগুলো ঘরে তোলা যেত। এজন্য তারা ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু সময় দেন নাই। এই জমি তাদের দলিল মুলে কেনা, এবং বহু বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। তারপরও খনন করা হয়। কিন্তু নদীর খাস জমিতে প্রভাবশালীদের বিল্ডিং গড়ে তুললেও রহস্যজনক কারণে তা না ভেঙ্গে নদী সরিয়ে নেয়া হচ্ছে। একই অভিযোগ ভদ্র পাড়া গ্রামের রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, আশরাফ আলী ও জয়নাল আবেদীনের। তাদের বক্তব্য আমাদের আধা পাকা ধান কেটে নদী খন করা হল। অথচ নদী ভরাট করে প্রভাশালীদের গড়া বিল্ডিং যেমন ছিল তেমনই রয়ে গেল।

এদিকে খনন কাজের শুরুতেই ঠিকাদার নি.ম ক্রাউন ব্যাপক অনিয়মের আশ্রয় নেন। তিনি শত শত ট্রাক মাটি ইটভাটা মালিকদের কাছে বিক্রি শুরু করলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ সংক্রান্ত একটি সংবাদ পত্রপত্রিকায় প্রকাশিত হলে মাটি বিক্রি বন্ধ হয়।

ধামশ্রেণী ইউনিয়নের শুঁড়ির দারা গ্রামের আব্দুল করিম জানান, শুড়ির দারা ব্রিজের মুখে খনন না করেই মেশিন অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। স্কেভেটরের চালক বলেছেন এখানে খনন করা লাগবে না। এ গ্রামের আশরাফুল ইসলাম জানান, নদী যে পরিমাণ গভীর করে খোঁরার দরকার ছিল ওইভাবে খোঁরা হচ্ছে না। খননের মাটি এমন জায়গায় ফেলা হয়েছে বৃষ্টি এলে ওগুলো গলে পানির সাথে নদীতে পড়ে আবার ভরাট হয়ে যাবে বুড়ি তিস্তা। এ প্রসঙ্গে নি.ম. ক্রাউন বলেন, ‘আমরা মাটি বিক্রি করছি না। শিফটিং করছি’। কাজ সঠিকভাবে করা হচ্ছে।

সরেজমিন গুনাইগাছ ব্রিজ এলাকা শুড়ির দারা গ্রাম ও উলিপুর পৌর এলাকা ঘুরে দেখা গেছে, নদী খননে নানা অনিয়মের চিত্র। গুনাইগাছ ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, ব্রিজের মুখ ভরাট ও বন্ধ করে মার্কেট গড়ে তুলেছেন আখতারুজ্জামান অপু। সেখানে মার্কেটের অর্ধেক অংশে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার দিয়ে সিমানা নির্ধারণ করে লাল রং দিয়ে চিহ্নিত করে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদার ওই স্থাপনা অপসারণ না করে খননে ব্যবহৃত মেশিন অন্যত্র নিয়ে গেছেন। ওই এলাকার মানুষজন অভিযোগ করেন, সরকারি দলের প্রভাবশারী কয়েকজন নেতা দখলদারের পক্ষ নিয়ে উচ্ছেদ কাজে বাঁধা দেন।

এ ব্যাপারে আখতারুজ্জামান অপুর সাথে কথা হলে তিনি বলেন, তাদের মালিকানাধীন জায়গা ভরাট করে বিপণী বিতান করেছেন। এতে দোষের কিছু নাই। স্থাপনা না ভেঙ্গে কাজ না করে স্কেভেটর মেশিন নিয়ে যাওয়া ও বিভিন্ন অংশে না খুঁড়ে আরেক অংশে যাওয়া প্রসঙ্গে ঠিকাদার এমদাদ হোসেন বলেন, স্থাপনা ভাঙ্গার কাজ তার নয়। নিয়ম মাফিক কাজ করা হচ্ছে।

বুড়িতিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও আন্দোলনের অন্যতম শরিক সংগঠন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ সরকার বলেন, বুড়িতিস্তা নদী দখল করে বিপণী বিতান গড়ে তোলার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। উলিপুরের হাজার মানুষ সে আন্দোলনে অংশ নেয়। যদি ওইসব স্থাপনা না সরানো হয় তাহলে বাকি কাজ বন্ধ করে দিয়ে হলেও উলিপুর বাসীকে নিয়ে আবার আন্দোলন গড়ে তুলবো। অবৈধ স্থাপনা না সরানো পর্যন্ত সে আন্দোলন চলবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ১৭ কোটি টাকা ব্যায়ে দু’টি গ্রুপে প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের আওতায় বুড়ি তিস্তার খনন কাজ শুরু হয়। ১৯ কিলোমিটার খননের জন্য একটি গ্রুপের কাজ পান ঠিকাদার এমদাদ হোসেন, অপর গ্রুপের সাড়ে ১২ কিলোমিটার খননের কাজ পান নি.ম ক্রাউন নামের আরেক ঠিকাদার। ২ ফেব্রুয়ারি কার্যাদেশ দেয়া হয় যা চলমান আছে। দখলদারদের স্থাপনা অপসারণ না করে স্কেভেটর মেশিন সরিয়ে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, অপসারণের চেষ্টা করা হচ্ছে।

খনন কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারি প্রকৌশলী শরীফুল ইসলাম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন কাজে ফাঁকি দেয়ার কোনো উপায় নেই। ফাঁকি দিলে বিল পাবেন না। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্স পরিদর্শণ করার পর চুড়ান্ত বিল দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, গত ১২ মে তারিখে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে। ওই সভায় চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম অভিযোগ তোলেন, চিলমারী উপজেলার অংশে বুড়িতিস্তা নদী খননে অনিয়ম হচ্ছে। স্কেভেটর দিয়ে খনন না করে শ্যালো ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে খনন করা হচ্ছে।

বুড়িতিস্তা খনন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, তিনি এ বিষয়ে ব্যবস্থা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলবেন। সেখানে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে বলে শুনেছি। আরো কাগজপত্র পরিক্ষা করে ও সরজমিন ঘটনাস্থলে ঘুরে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পৌর এলাকায় বুড়িতিস্তার ৬ কিলোমিটার এলাকা কৃষকদেরও ব্যাক্তি মালিকানাধীন জমি। সেগুলো খনন করা হল কেমন করে- এ প্রশ্নে র জবাবে তিনি বলেন, যদি হয়ে থাকে সেটাও তিনি দেখবেন- কিভাবে খনন হল।

The post বুড়িতিস্তা খননে ব্যাপক অনিয়ম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রাণ ফিরে পাচ্ছে বুড়িতিস্তা https://www.ulipur.com/?p=8188 Sun, 07 Apr 2019 10:23:20 +0000 https://www.ulipur.com/?p=8188 ।। নিউজ ডেস্ক ।। ‘থেতরাই থেকে কাচকোল, আসবে আবার পানির ঢল’ স্লোগানটি উলিপুর বুড়িতিস্তা বাঁচাও আন্দোলনের কর্মীদের। এখন তা ছড়িয়ে পড়েছে নদীর দুই পারের মানুষের মুখে মুখে। তাঁরা স্বপ্ন দেখছেন বুড়িতিস্তায় পানির ঢল নামবে। ফসলের উৎপাদন বাড়বে। জেলেরা ফিরে যাবেন নিজ পেশায়। বৃহত্তর আন্দোলনের ফল হিসেবে মৃতপ্রায় বুড়িতিস্তায় খননকাজ শুরু হওয়ায় স্থানীয় লোকজনের স্বপ্ন এখন [...]

The post প্রাণ ফিরে পাচ্ছে বুড়িতিস্তা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
‘থেতরাই থেকে কাচকোল, আসবে আবার পানির ঢল’ স্লোগানটি উলিপুর বুড়িতিস্তা বাঁচাও আন্দোলনের কর্মীদের। এখন তা ছড়িয়ে পড়েছে নদীর দুই পারের মানুষের মুখে মুখে। তাঁরা স্বপ্ন দেখছেন বুড়িতিস্তায় পানির ঢল নামবে। ফসলের উৎপাদন বাড়বে। জেলেরা ফিরে যাবেন নিজ পেশায়। বৃহত্তর আন্দোলনের ফল হিসেবে মৃতপ্রায় বুড়িতিস্তায় খননকাজ শুরু হওয়ায় স্থানীয় লোকজনের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে।

এই বিষয়ে নদী বাঁচাও আন্দোলনের নেতা আপন আলমগীর বলেন, তিস্তা নদীর একটি শাখা বুড়িতিস্তা। এটি উলিপুর উপজেলার থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের অর্জুন এলাকা দিয়ে প্রবেশ করে চিলমারী উপজেলার কাচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। একসময় বুড়িতিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলে ব্যবসা–বাণিজ্যে প্রসার ঘটে। দুই পাড়ের জমি ছিল উর্বর। প্রচুর ফসল আবাদ হতো। নদীর পারের মানুষ মাছ শিকার ও নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ১৯৮৮ সালে বন্যায় তিস্তা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়। এতে থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামে স্লুইসগেটটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এই সময় পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে বুড়িতিস্তার উৎসমুখে বাঁধ নির্মাণ করে। এতে নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। নদীকে কেন্দ্র করে যাঁরা জীবন–জীবিকা, ব্যবসা–বাণিজ্য করে আসছিলেন, তাঁরা পেশা বদল করতে বাধ্য হন। কৃষিতে দেখা দেয় বিপর্যয়। কয়েক বছর পর নদী ভরাট করে ভূমিদস্যুরা মৎস্য খামার, বিপণিবিতান ও ভবন নির্মাণ করে। ফলে এটি মরা খালে পরিণত হয়।

পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, বুড়িতিস্তা খননে গত ৬ জানুয়ারি দুটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মেসার্স খায়রুল কবির ও মেসার্স তাজ মঞ্জিল নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নদী খননে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৬৭ লাখ টাকা। নদীর ৩১ কিলোমিটারে খননকাজ করা হবে।

গতকাল শুক্রবার উলিপুরের বলদিপাড়ায় গিয়ে দেখা যায়, অবৈধ দখলদারদের উচ্ছেদসহ নদীর পুরো জমি পুনরুদ্ধারে লাল নিশান ও লাল রং দিয়ে খুঁটি স্থাপন করেছে প্রশাসন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান খননকাজ শুরু করছে। ইতিমধ্যে তিন কিলোমিটার খনন করা হয়েছে। দুই পারের মানুষ খননকাজ দেখতে ভিড় করেছেন। তাঁদের মধ্যে নদী আন্দোলনের কর্মীরাও আছেন। তাঁদের চোখেমুখে উচ্ছ্বাস। তাঁদের আন্দোলনের ফলে বুড়িতিস্তা দৃশ্যমান হচ্ছে। তবে কিছুটা সংশয় কাজ করছে।

কেন সংশয়? জানতে চাইলে উলিপুর প্রেসক্লাবের সভাপতি ও নদী বাঁচাও আন্দোলনের নেতা আবু সাঈদ সরকার বলেন, ‘খনন বন্ধ করার জন্য দখলদারেরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। কাজে বাধা দিচ্ছে। গতকাল শুক্রবার দখলদারেরা খননে বাধা দেয়। খবর পেয়ে স্থানীয় সাংসদ পুলিশ নিয়ে এলে তারা সরে যায়। যত বাধাই আসুক, আমরা খনন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ছি না।’

পাউবো কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘আশা করছি জুনের আগেই খননের কাজ শেষ হবে।’

সূত্রঃ prothomalo

The post প্রাণ ফিরে পাচ্ছে বুড়িতিস্তা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বদলে যাচ্ছে বুড়িতিস্তা নদী https://www.ulipur.com/?p=8174 Mon, 01 Apr 2019 05:48:45 +0000 https://www.ulipur.com/?p=8174 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে বদলে যাচ্ছে বুড়িতিস্তা নদী। খনন শুরু হওয়ায় বুড়িতিস্তা নদী পাড়ে শত শত মানুষের ঢল নামে প্রতিদিন। তারা স্বপ্ন দেখছেন আবার বুড়িতিস্তা প্রাণ ফিরে পাবে। কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বুড়িতিস্তা পাড়ের মানুষের জীবন-জীবিকা চলবে এ নদীকে ঘিরে। এক সময় বুড়িতিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছিল। সেইসাথে তিস্তা নদী পাড়ের মানুষের [...]

The post বদলে যাচ্ছে বুড়িতিস্তা নদী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বদলে যাচ্ছে বুড়িতিস্তা নদী। খনন শুরু হওয়ায় বুড়িতিস্তা নদী পাড়ে শত শত মানুষের ঢল নামে প্রতিদিন। তারা স্বপ্ন দেখছেন আবার বুড়িতিস্তা প্রাণ ফিরে পাবে। কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বুড়িতিস্তা পাড়ের মানুষের জীবন-জীবিকা চলবে এ নদীকে ঘিরে।

এক সময় বুড়িতিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছিল। সেইসাথে তিস্তা নদী পাড়ের মানুষের জীবন জীবিকা চলত বুড়িতিস্তা নদীতে মাছ শিকার করে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিস্তা নদীর ভাঙ্গণে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামের স্লুইস গেটটি নদী গর্ভে চলে যায়। পরে পাউবো অপরিকল্পিতভাবে বুড়িতিস্তার উৎস মুখে বাঁধ নির্মাণ করে বন্ধ করে দেয়। ফলে বুড়িতিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এ কারণে বুড়িতিস্তা পাড়ের কয়েক শ মানুষের পেশা ও কৃষিতে বিপর্যয় শুরু হয়। এ সুযোগে কিছু ভূমিদস্যু বুড়িতিস্তা দখলের মহোৎসবে মেতে ওঠে। ফলে দখল আর দূষণে এক সময়ের প্রমত্তা বুড়িতিস্তা মরা খালে পরিণত হয়। এ পরিস্থিতিতে ২০১৭ সাল থেকে বুড়িতিস্তা রক্ষায় আন্দোলন করে আসছিল উলিপুর প্রেস ক্লাব ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

জানা গেছে, ডেল্টা প্লানের আওতায় বুড়িতিস্তাসহ সারা দেশে ১৬টি নদ নদী খননের উদ্যোগ নেয় সরকার। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড গত ৬ জানুয়ারি অন-লাইনে ২টি গ্রুপের টেন্ডার আহবান করে। এতে কাজের যোগ্যতা অর্জন করে মেসার্স খায়রুল কবির ও মেসার্স তাজ মঞ্জিল। দুটি গ্রুপের মধ্যে উলিপুর ও চিলমারী উপজেলার ৩১ কিলো মিটার দৈর্ঘ্য ও ৮০ ফুট প্রস্ত এ নদী খননে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৬৭ লাখ টাকা।

বুড়িতিস্তা নদী খনন কাজ শুরু হয়েছে। ঠিকাদাররা খনন কাজের জন্য এস্কেভেটর (ভেকু) দিয়ে নদী খননের কাজ শুরু করেছেন। এ লক্ষ্যে অবৈধ দখলদার উচ্ছেদসহ নদের পুরোজমি পুনরুদ্ধার করে মাইকে ঘোষণা দিয়ে চিহ্নিত লাল নিশান ও লাল রং দেওয়া খুঁটি স্থাপন করা হয়। খননকাজ সম্পন্ন হলে নদী তীরবর্তি এলাকায় সেচ সুবিধাসহ বুড়িতিস্তা তার হারানো গৌরব ফিরে পাবে। এতে উপকৃত হবে উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। রক্ষা পাবে এলাকার জীববৈচিত্র।

উল্লেখ্য, বুড়িতিস্তা নদী রক্ষায় গত ২০১৭ সালের ১৩ মার্চ মানববন্ধন, ২১ মার্চ বাইসাইকেল শোভাযাত্রা ও ১১ এপ্রিল বুড়িতিস্তার পাড়ে প্রতীকী পানির ঢল কর্মসূচি পালন করে সংগঠন দুটি।। এ ছাড়াও ৫ মে ঢাকাস্থ উলিপুর সমিতি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে, নদী খননের কাজ দেখতে গিয়ে কথা হয় কয়েকজন স্থানীয় লোকজনের সাথে। তারা বলেন, প্রমত্তা বুড়িতিস্তা যখন তার নাব্যতা হারিয়ে ফেলে ঠিক তখনি এক শ্রেণির প্রভাবশালী নদীর বেশিরভাগ জমি দখল স্থাপনা, পুকুর খনন ও চাষাবাদ শুরু করেন। ধীরে ধীরে বুড়িতিস্তা মরা খালে পরিণত হয়। তারা আরো জানান, খননের মধ্য দিয়ে এখন মুক্ত নদের সেচ সুবিধাসহ বিভিন্ন সুবিধাভোগ করতে পারবে স্থানীয়রা।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, বুড়িতিস্তা নদীর খনন কাজ সম্পন্ন হলে বুড়িতিস্তা তিস্তার দু’পাশে ইরি-বোরো চাষাবাদ ও জীববৈচিত্র্য রক্ষা হবে এবং সেই সাথে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ kalerkantho

The post বদলে যাচ্ছে বুড়িতিস্তা নদী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বুড়িতিস্তা নদী পুনঃখনন কাজের উদ্বোধন https://www.ulipur.com/?p=7902 Thu, 14 Mar 2019 05:56:21 +0000 https://www.ulipur.com/?p=7902 ।। আব্দুল মালেক ।। উলিপুরে বুড়িতিস্তা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলে দলদলিয়া ইউনিয়নের রাজারাম গ্রামে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী [...]

The post উলিপুরে বুড়িতিস্তা নদী পুনঃখনন কাজের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>

।। আব্দুল মালেক ।।
উলিপুরে বুড়িতিস্তা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলে দলদলিয়া ইউনিয়নের রাজারাম গ্রামে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ তদন্ত আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবীব মোফা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবীব রানা, দলদলিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি জাহেরুল হক মাষ্টার, সম্পাদক আব্দুল্লাহ সরদার প্রমুখ।

উল্লেখ্য, উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটি বুড়িতিস্তা নদী দখলমুক্ত ও পানি প্রবাহ ফিরিয়ে আনতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। বর্তমান সরকার সারাদেশের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন’ প্রকল্পের আওতায় বুড়িতিস্তা নদীর পুনঃ খনন কাজ অন্তর্ভুক্ত করেন। প্রায় ৩১ কিলোমিটার নদী পুনঃখনন করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।

The post উলিপুরে বুড়িতিস্তা নদী পুনঃখনন কাজের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
‘বুড়িতিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ নেয়া হবে’ https://www.ulipur.com/?p=7156 Sun, 21 Oct 2018 10:48:18 +0000 https://www.ulipur.com/?p=7156 আব্দুল মালেকঃ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বুড়িতিস্তা নদী নাব্যতা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ নেয়া হবে। যারা বুড়িতিস্তা নদীর জায়গা-জমি নিজের নামে অবৈধভাবে কাগজপত্র তৈরি করেছে, তাদের জমির সৃজন করা সকল কাগজপত্র বাতিল করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। রোববার (২১ অক্টোবর ২০১৮) দুপুরে জেলার উলিপুর উপজেলার বুড়িতিস্তা নদীর উপর [...]

The post ‘বুড়িতিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ নেয়া হবে’ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বুড়িতিস্তা নদী নাব্যতা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ নেয়া হবে। যারা বুড়িতিস্তা নদীর জায়গা-জমি নিজের নামে অবৈধভাবে কাগজপত্র তৈরি করেছে, তাদের জমির সৃজন করা সকল কাগজপত্র বাতিল করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। রোববার (২১ অক্টোবর ২০১৮) দুপুরে জেলার উলিপুর উপজেলার বুড়িতিস্তা নদীর উপর নির্মিত গুনাইগাছ ব্রীজের উপর ‘উলিপুর বাঁচাও-বুড়িতিস্তা বাঁচাও’ আন্দোলনের কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, অবৈতনিক সদস্য মোঃ মনিরুজ্জামান, পাউবো’র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, মন্জুরুল হান্নান, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা শাখার কার্যকরি সদস্য মাসুম করিম, উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিনসহ শতাধিক নদীযোদ্ধা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উলিপুর প্রেসক্লাব ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ‘উলিপুর বাঁচাও-বুড়িতিস্তা বাঁচাও’ আন্দোলনের অংশ হিসেবে গত ২০১৭ইং সালের ১৩ মার্চ মানববন্ধন, ২২ মার্চ বাইসাইকেল র‌্যালি, ১১ এপ্রিল প্রতিকী পানির ঢল, ১৭ মে পঁচা ধানগাছ রাস্তায় ছিটিয়ে বিক্ষোভ ও ২০১৮ ইং সালের ৪ এপ্রিল মোটর সাইকেল র‌্যালি কর্মসূচি পালন করে।

The post ‘বুড়িতিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ নেয়া হবে’ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বুড়িতিস্তা নদীকে ঘিরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন https://www.ulipur.com/?p=5512 Tue, 06 Feb 2018 12:15:40 +0000 http://www.ulipur.com/?p=5512 আব্দুল মালেক: বুড়িতিস্তা নদীর দু’পাশে ইরি-বোরো চাষাবাদ ও জীববৈচিত্র্য রক্ষায় পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রকল্প তৈরির কাজ করছে পাউবো। ইতিমধ্যে তিস্তার উৎসমূখ উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুনে সুইসগেট নির্মানসহ চিলমারী উপজেলার রানীগঞ্জ ব্রহ্মপূত্র নদ পর্যন্ত প্রকল্প এলাকা সার্ভে করা হয়েছে। সার্ভে সংশ্লিষ্টদের অভিমত প্রকল্পের উৎসমূখে পাম্প হাউজ নির্মান করা হলে শুকনা মৌসুমেও বুড়িতিস্তায় পানি সরবরাহ নিশ্চিত হবে। [...]

The post উলিপুরে বুড়িতিস্তা নদীকে ঘিরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেক:
বুড়িতিস্তা নদীর দু’পাশে ইরি-বোরো চাষাবাদ ও জীববৈচিত্র্য রক্ষায় পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রকল্প তৈরির কাজ করছে পাউবো। ইতিমধ্যে তিস্তার উৎসমূখ উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুনে সুইসগেট নির্মানসহ চিলমারী উপজেলার রানীগঞ্জ ব্রহ্মপূত্র নদ পর্যন্ত প্রকল্প এলাকা সার্ভে করা হয়েছে। সার্ভে সংশ্লিষ্টদের অভিমত প্রকল্পের উৎসমূখে পাম্প হাউজ নির্মান করা হলে শুকনা মৌসুমেও বুড়িতিস্তায় পানি সরবরাহ নিশ্চিত হবে। ফলে এ অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। যা বাংলাদেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি দীর্ঘদিন থেকে বুড়িতিস্তা দখলমুক্তসহ পানি প্রবাহ নিশ্চিত করতে আন্দোলন করে আসছে। খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এক সময় বুড়িতিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছিল। সেইসাথে তিস্তা নদী পাড়ের মানুষের জীবন জীবিকা চলে বুড়িতিস্তা নদীতে মাছ শিকার করে। ১৯৮৮ সালের বন্যার সময় তিস্তা নদীর ভাঙ্গণে উপজেলার থেতরাই ইউনিয়নে গোড়াইপিয়ার গ্রামের সুইস গেটটি নদী গর্ভে চলে গেলে পাউবো কর্তৃপক্ষ অপরিকল্পিত ভাবে বুড়িতিস্তার উৎসমুখে বাঁধ নির্মান করে বন্ধ করে দেয়। ফলে বুড়িতিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে ভরাট হতে থাকে নদীটি।

এ কারনে বুড়িতিস্তা পাড়ের শতশত মানুষের পেশা ও কৃষিতে বিপর্যয় শুরু হয়। এ সুযোগে কিছু দখলদার ভূমিদস্যূ বুড়িতিস্তা দখলের মহোৎসবে মেতে উঠে। ধীরে ধীরে বুড়িতিস্তা ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে গত বছরের শুরু থেকে বুড়িতিস্তা রক্ষায় আন্দোলন করে আসছিল উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি।

গত ১৩ মার্চ বুড়িতিস্তা রক্ষায় মানববন্ধন কর্মসূচিতে উলিপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়ে বুড়িতিস্তা রক্ষায় একাত্বতা প্রকাশ করে। গত ২১ মার্চ বাই-সাইকেল র‌্যালী ও ১১ এ্রপ্রিল বুড়িতিস্তা পাড়ে স্বরণকালের হাজার হাজার মানুষ প্রতীকী পানির ঢল কর্মসূচি পালনসহ সভা-সমাবেশ অব্যাহত রাখে। গত ৫ মে ঢাকাস্থ উলিপুর সমিতি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠন দু’টি মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বুড়িতিস্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেন। এ অবস্থায় বন ও পরিবেশ মন্ত্রণালয় গত ২৪ মে জীববৈচিত্র্য রক্ষায় বুড়িতিস্তা নদী দখলমুক্ত ও পরিবেশ সংরক্ষনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

গত ১৩ জুন পানি সম্পদ মন্ত্রণালয় বুড়িতিস্তা নদীতে পানি প্রবাহ নিশ্চিত করতে কারিগরি কমিটি গঠন করে। এ কমিটির আহবায়ক ডিজাইন সেল ঢাকা’র সুপারিনটেনডেন্ট প্রকৌশলী নুরুর রহমান গত ২৯ নভেম্বর বুড়িতিস্তা নদী এলাকা পরিদর্শন করে নকশা তৈরি ও প্রকল্প দাখিল করেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি পাউবো কর্তৃপক্ষের উদ্যোগে বুড়িতিস্তার উৎসমূখ উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন থেকে চিলমারী উপজেলার রানীগঞ্জ পর্যন্ত প্রকল্প এলাকা সার্ভে করেন।

সার্ভে সংশ্লিষ্ট কুড়িগ্রাম পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, সার্ভে করেছি, শীঘ্রই আমরা একটি প্রকল্প প্রস্তবণা প্রেরণ করবো। অনেক স্থানে নদী দখলসহ অপরিকল্পিতভাবে ব্রীজ-কার্লভাট নির্মান করায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে, বুড়িতিস্তা নদীকে কেন্দ্র করে এ অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি পাবনা জেলার বেড়া উপজেলার তালিম নগরের ন্যায় পাম্প হাউজ নির্মান করা হলে শুকনা মৌসুমেও পানি প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে।

উলিপুর প্রেসক্লাবে সভাপতি আবু সাঈদ সরকার বলেন, বুড়িতিস্তা দখলমূক্ত ও পানি প্রবাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, বুড়িতিস্তা দখলমূক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করতে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন হওয়ার পর কাজ শুরু হলে এলাকাবাসি একটা দৃষ্টিনন্দন বুড়িতিস্তা নদী দেখতে পারবেন।

The post উলিপুরে বুড়িতিস্তা নদীকে ঘিরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে কারিগরি কমিটি গঠন https://www.ulipur.com/?p=4709 Tue, 07 Nov 2017 15:15:57 +0000 http://www.ulipur.com/?p=4709 আব্দুল মালেকঃ বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কারিগরি কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। উলিপুরের আপামর জনসাধারণের তীব্র আন্দোলন ও দাবীর মূখে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতৃত্বে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ‘বুড়িতিস্তা বাচাঁও উলিপুর বাঁচাও’ আন্দোলন করে আসছে। এসব আন্দোলনের [...]

The post বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে কারিগরি কমিটি গঠন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কারিগরি কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। উলিপুরের আপামর জনসাধারণের তীব্র আন্দোলন ও দাবীর মূখে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এই কমিটি গঠন করা হয়।

উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতৃত্বে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ‘বুড়িতিস্তা বাচাঁও উলিপুর বাঁচাও’ আন্দোলন করে আসছে। এসব আন্দোলনের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হলে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় নড়েচড়ে বসে। এরই প্রেক্ষিতে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ অব্যাহত ও দখলমূক্ত করতে একটি কারিগরি কমিটি গঠনের জন্য প্রস্তাবনা প্রেরন করলে সম্প্রতি ডিজাইন সার্কেল-৬ ঢাকা’র তত্বাবধায়ক প্রকৌশলী মুসা নুরুর আহমেদকে চেয়ারম্যান ওকুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে সদস্যসচিব করে ৭ সদস্যের এ কমিটির অনুমোদন দেয় পানি সম্পদ মন্ত্রণালয়।

এক সময় প্রাণপ্রবাহ বুড়িতিস্তা নদীকে ঘিরে গড়ে উঠেছিল  উলিপুর উপজেলা। এই নদী পথ ব্যবহার করেই কুড়িগ্রাম জেলার অন্যতম ব্যবসা কেন্দ্রে পরিনত হয় এলাকাটি। খুব বেশি দিনের কথা নয় যখন তিস্তা নদীর এ শাখা নদীতে পানি থৈ থৈ করতো, বড় বড় নৌকা চলতো। আশেপাশের জমিগুলোতে মানুষ তিন ফসলের আবাদ ঘরে তুলতো। সবুজে সবুজে ছিল বুড়িতিস্তার চারিদিক। বুড়িতিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকাও চলতো নদীতে মাছ ধরে। সেসব এখন শুধুই স্মৃতি। ভূমিদস্যূদের ভয়াল থাবায় বুড়িতিস্তা এখন ক্ষীণকায় মরা খালে পরিনত।

জানা গেছে, গত ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিস্তা নদীর ভাঙ্গনে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকায় বুড়িতিস্তা নদীর প্রবেশ মুখের স্লইজগেটটি ভেঙ্গে গেলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে বুড়িতিস্তা নদীর প্রবেশমুখ বাঁধ দিয়ে বন্ধ করে দেয়। ফলে ধীরে ধীরে বুড়িতিস্তার পানি প্রবাহ কমে গেলে একশ্রেণীর দখলদার বুড়িতিস্তা নদী দখলের মহোৎসবে নেমে পড়ে। বুড়িতিস্তা নদী ভরাট করে পাঁকা ইমারত তৈরি করতে থাকে।

বুড়িতিস্তা নদী দখলমুক্ত ও পানি প্রাবাহ ফিরিয়ে আনতে গত ১১ এপ্রিল প্রতীকী পানির ঢল কর্মসুচি পালন করে ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ

এ অবস্থায় বুড়িতিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ- যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি বুড়িতিস্তা রক্ষায় আন্দোলন শুরু করে। উলিপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রি সহ সর্বস্তরের মানুষ বুড়িতিস্তা নদী বাঁচার আন্দোলনে অংশ নেয়। গত ১৩ মার্চ প্রায় ২ কিঃমিঃ ব্যাপী মানববন্ধন, ২১ মার্চ ১০ কিঃমিঃ ব্যাপী বাই-সাইকেল র‌্যালি, ১১ এপ্রিল বুড়িতিস্তা নদীতে ব্যতিক্রমী প্রতীকী পানির ঢল ও ২১ মে বুড়িতিস্তা নদীর ক্ষতিগ্রস্থ কৃষকরা পঁচা ধানগাছ রাস্তায় ছিটিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসব কর্মসূচিতে উলিপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ স্বতঃফূর্ত ভাবে অংশ নেন। এছাড়াও প্রতিনিয়ত পথনাটকসহ বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ করে আসছে আন্দোলনকারীরা। আগামী ১৫ নভেম্বর মোটর সাইকেল র‌্যালি নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যাওয়ার কর্মসূচি ঘোষনা করেছেন বলে জানান উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, কারিগরি কমিটি আগামী ২০ নভেম্বর প্রকল্প এলাকা থেতরাই থেকে চিলমারী উপজেলার রানীগজ্ঞ পর্যন্ত পরিদর্শন
করবেন।

The post বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে কারিগরি কমিটি গঠন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বুড়ি তিস্তাকে নিয়ে কবিতা “বুড়ি তিস্তার আকুতি” https://www.ulipur.com/?p=3646 Sat, 22 Apr 2017 14:11:50 +0000 http://www.ulipur.com/?p=3646 বুড়ি তিস্তার আকুতি (প্রকৌ. রূপম রাজ্জাক) স্বপ্ন চোঁখে স্বপ্ন বুনি অথৈ জলে ভাসতে চাই নামটি আমার বুড়ি তিস্তা দু’কুল ভাসিয়ে চলতে চাই। তোমরা হাসো, তোমরা কাঁদো আমার চোঁখে বন্যা কই রুগ্ন রুক্ষ বক্ষ আমার আমি কি তোমার আপন নই। তোমার শরীরে রক্ত যেমন বইছে শিরা ধমনীতে মরছি আমি পানি বিনে পারছো না আমায় বাঁচিয়ে দিতে।

The post বুড়ি তিস্তাকে নিয়ে কবিতা “বুড়ি তিস্তার আকুতি” appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বুড়ি তিস্তার আকুতি
(প্রকৌ. রূপম রাজ্জাক)

স্বপ্ন চোঁখে স্বপ্ন বুনি
অথৈ জলে ভাসতে চাই
নামটি আমার বুড়ি তিস্তা
দু’কুল ভাসিয়ে চলতে চাই।

তোমরা হাসো, তোমরা কাঁদো
আমার চোঁখে বন্যা কই
রুগ্ন রুক্ষ বক্ষ আমার
আমি কি তোমার আপন নই।

তোমার শরীরে রক্ত যেমন
বইছে শিরা ধমনীতে
মরছি আমি পানি বিনে
পারছো না আমায় বাঁচিয়ে দিতে।

The post বুড়ি তিস্তাকে নিয়ে কবিতা “বুড়ি তিস্তার আকুতি” appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বু‌ড়ি‌ তিস্তা দখলমুক্ত করার প্রতীকী পা‌নির ঢল কর্মসূচি পা‌লিত https://www.ulipur.com/?p=3556 Tue, 11 Apr 2017 17:20:17 +0000 http://www.ulipur.com/?p=3556 শাহাদত হোসেন শুভ, উ‌লিপুরঃ আজ উলিপুরে “বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও, থেতরাই টু কাঁচকোল, আনবো মোরা পানির ঢল” স্লোগানকে ধারন করে “প্রতীকী পানির ঢল” কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। সকাল ১১টায় রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘বুড়ি তিস্তা’ নদীর তীরে খেওয়ার পার ঘাটে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীটি একটি র‌্যালী দিয়ে [...]

The post বু‌ড়ি‌ তিস্তা দখলমুক্ত করার প্রতীকী পা‌নির ঢল কর্মসূচি পা‌লিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদত হোসেন শুভ, উ‌লিপুরঃ
আজ উলিপুরে “বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও, থেতরাই টু কাঁচকোল, আনবো মোরা পানির ঢল” স্লোগানকে ধারন করে “প্রতীকী পানির ঢল” কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।

সকাল ১১টায় রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘বুড়ি তিস্তা’ নদীর তীরে খেওয়ার পার ঘাটে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীটি একটি র‌্যালী দিয়ে শুরু হয়ে শহীদ মিনার চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বুড়ি তিস্তা নদীর পাড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বুড়ি তিস্তা দখলমূক্ত করার দাবিতে একাত্মতা প্রকাশ করে এবং বুড়ি তিস্তা নদীতে ঘটি, বালতি, জগ, মগ, বোতল, কলস ইত্যাদি দিয়ে পানি ঢেলে বুড়ি তিস্তা নদীর দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

17857292_1454951604568908_781323157_n
17857292_1454951604568908_781323157_n
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, গণকমিটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল আবেদীন ডলার, জেলা সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা সভাপতি সভাপতি আপন আলমগীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ খান মেনন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।

The post বু‌ড়ি‌ তিস্তা দখলমুক্ত করার প্রতীকী পা‌নির ঢল কর্মসূচি পা‌লিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বুড়ি তিস্তা রক্ষার মানববন্ধনে অভূতপূর্ণ অংশগ্রহণ https://www.ulipur.com/?p=3386 Mon, 13 Mar 2017 14:53:01 +0000 http://www.ulipur.com/?p=3386 শাহাদাত হোসেন (শুভ): আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের প্রাণি সম্পদ অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। উলিপুর প্রেসক্লাব ও রেল [...]

The post উলিপুরে বুড়ি তিস্তা রক্ষার মানববন্ধনে অভূতপূর্ণ অংশগ্রহণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদাত হোসেন (শুভ):
আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের প্রাণি সম্পদ অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়।

উলিপুর প্রেসক্লাব ও রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন – কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, জেলা আইনজীবি সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রিভারাইন পিপলস্ এর সিনেটর এ্যাড. আব্রাহাম লিংকন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবু আলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম.এ. মতিন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি আপন আলমগীর, পৌর কমিটির আহবায়ক আবুল হাসানাত রাজিব, যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মন্জু, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, বাসদ উপজেলা কমিটির সমন্বয়ক সাঈদ আকতার আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফিরোজ আলম মন্ডল প্রমূখ।

“বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাাঁচাও” শিরোনামে ডাকা মানববন্ধনে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃফূর্ত ভাবে নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানার, ফেসটুন ও প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে যোগ দেয়। “দাবী মোদের একটাই, বুড়ি তিস্তায় পানি চাই” প্লাকার্ড নিয়ে শিশুরা মানববন্ধনে অংশ নিলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। ১২ টার মধ্যে দেড় কিলোমিটার সড়ক যেন জনসমুদ্রে পরিনত হয়। বক্তারা “বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাাঁচাও” আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে ৩১ মার্চের মধ্যে বুড়ি তিস্তা দখলমুক্ত করার দাবি জানান। এ্যাড. আব্রাহাম লিংকন তার বক্তৃতায় বুড়িতিস্তা দখলমুক্ত করতে সকল প্রকার আইনি সহায়তা প্রদানের ঘোষনা দিলে উপস্থিত হাজার হাজার জনতা করতালি দিয়ে স্বাগত জানান।

The post উলিপুরে বুড়ি তিস্তা রক্ষার মানববন্ধনে অভূতপূর্ণ অংশগ্রহণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>