Facebook Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=facebook কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 17 Jul 2023 12:15:40 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Facebook Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=facebook 32 32 ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে https://www.ulipur.com/?p=25405 Mon, 17 Jul 2023 12:15:39 +0000 https://www.ulipur.com/?p=25405 ।। টেক ডেস্ক ।।বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক। দিন দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে তত বিড়ম্বনাও তৈরি হচ্ছে। বিভিন্নভাবে সাইবার হামলাকারীরা চালাচ্ছে তাণ্ডব। হাতিয়ে নিচ্ছে অনেকের ব্যক্তিগত তথ্য। ফলে ব্যবহারকারীরা হচ্ছেন হেনেস্তার শিকার। এ জন্য অনেকেই চিন্তায় থাকেন এর সুরক্ষা নিয়ে। চলুন জেনে নেওয়াযাক ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়ঃ- সন্দেহজনক লিংকফেসবুকে [...]

The post ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক। দিন দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে তত বিড়ম্বনাও তৈরি হচ্ছে। বিভিন্নভাবে সাইবার হামলাকারীরা চালাচ্ছে তাণ্ডব। হাতিয়ে নিচ্ছে অনেকের ব্যক্তিগত তথ্য। ফলে ব্যবহারকারীরা হচ্ছেন হেনেস্তার শিকার। এ জন্য অনেকেই চিন্তায় থাকেন এর সুরক্ষা নিয়ে।

চলুন জেনে নেওয়াযাক ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়ঃ-

সন্দেহজনক লিংক
ফেসবুকে লগিনের ক্ষেত্রে ওয়েবসাইটের URL দেখে নিন। কেননা স্ক্যামাররা ফেসবুকের মত দেখতে ওয়েবসাইট তৈরি করে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে বলতে পারে। কোন সন্দেহ থাকে আপনার ব্রাউজারে facebook.com লিখে প্রবেশ করুন নতুন করে। এছাড়াও আপনার পরিচিত কারোর কাছ থেকে কোন লিঙ্ক আসলেও সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত সিকিউরিটি অপশন ব্যবহার করুন

অন্যের ডিভাইস ব্যবহার
আপনি যখন অন্যের কম্পিউটার বা মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করবেন, তখন ব্যবহার শেষে অবশ্যই লগ আউট করবেন। আপনি যদি লগ আউট করতে ভুলে যান, তাহলে আপনি অন্য ডিভাইস থেকেও লগ আউট করে ফেলতে পারেন।

➤ প্রথমে ফেবসুকের Settings Privacy অপশনে যান। তারপর Security and Login অপশনে ক্লিক করুন।
➤ এরপর নিচে আপনার লগইন করা সকল ডিভাইসের তালিকা আপনি দেখতে পাবেন। অপরিচিত সকল ডিভাইস সরিসে ফেলুন।

ক্ষতিকারক সফটওয়্যার ব্যবহার এড়িয়ে চলুন
➤আপনার ব্রাউজার সর্বদা আপ টু ডেট রাখুন। অপরিচিত Addon (Extension) মুছে ফেলুন।
➤নতুন কোন সফটওয়্যার ইন্সটলের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।

পাসওয়ার্ড গোপনীয়তা ও সুরক্ষা
➤ ফেসবুকে ব্যবহার করা পাসওয়ার্ডটি অনলাইনের অন্য কোথায় ব্যবহার করবেন না।
➤ কখনও কার সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না।
➤ পাসওয়ার্ড সেট করার সময় খেয়ারল রাখবেন, নিজের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার বা সাধারণ শব্দ ব্যবহার করবেন না।
➤ পাসওয়ার্ড শক্তিশালি করার জন্য কিছু অক্ষর, কিছু সিম্বল, কিছু নাম্বার সম্মিলিতভাবে লিখুন। যেমনঃ (@#$#%abcd1234@#&)

টু স্টেপ ফেরিফিকেশন
কোন অচেনা বা নতুন ডিভাইসে লগইনে এসএমএস, ইমেইল বা এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন সুবিধা চালু করে রাখুন।
দুই-ধাপ বিশিষ্ট ভেরিফিকেশন (Two-step verification) চালু করে রাখুন।

➤ Settings Privacy অপশনের Settings and Login ট্যাবে ক্লিক করুন।
➤ এরপর স্ক্রল করলে দুই-ধাপ বিশিষ্ট ভেরিফিকেশনের অপশন দেখতে পাবেন।
➤ এবার Use two-factor authentication এডিট অপশনে গিয়ে এটিকে অন করে দিন মোবাইল নম্বর অথবা Authenticator App অথবা Secutiry Key ডিভাইস এর যেকোন একটি যুক্ত করুন।
➤ যদি আপনি মোবাইল নম্বর সিলেক্ট করেন তাহলে একটি OTP যাবে ব্যবহৃত নম্বরে, সেটি বসিয়ে Use two-factor authentication অন করুন।

The post ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুকে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করার উপায় https://www.ulipur.com/?p=23423 Mon, 03 Apr 2023 06:43:04 +0000 https://www.ulipur.com/?p=23423 ।। টেক ডেস্ক ।।বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক মাধ্যম হলো ফেসবুক। আমরা ফেসবুকে নানা তথ্য শেয়ার করে থাকি। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা। তবে আপনি কি জানেন আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার হাতিয়ে নিচ্ছে ফেসবুক। অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল থেকে এই নাম্বারগুলো [...]

The post ফেসবুকে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক মাধ্যম হলো ফেসবুক। আমরা ফেসবুকে নানা তথ্য শেয়ার করে থাকি। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা। তবে আপনি কি জানেন আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার হাতিয়ে নিচ্ছে ফেসবুক। অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল থেকে এই নাম্বারগুলো নিজের দখলে নিচ্ছে ফেসবুক। তবে চাইলেই সেটি বন্ধ করতে পারবেন কিছু উপায় অনুসরণের মাধ্যমে।

তাহলে চলুন জেনে নিই কিভাবে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করবেনঃ-

➤ প্রথমে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
➤ এরপর মেনু আইকনে ≡ (উপরে থাকা আপনার ছবিতে) ট্যাপ করুন এবং স্ক্রল করে নিচে আসুন।
➤ এবার সেটিংসে ট্যাপ করুন।
➤ প্রোফাইল সেটিংসে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করুন।
➤ মিডিয়া এন্ড কন্ট্যাক্টে ট্যাপ করে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট আপলোড এনাবল করে দিন।

The post ফেসবুকে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন ফেসবুকে পোস্ট ট্যাগ বন্ধের উপায় https://www.ulipur.com/?p=22551 Fri, 17 Feb 2023 05:30:27 +0000 https://www.ulipur.com/?p=22551 ।। টেক ডেস্ক ।।ছোট থেকে বৃদ্ধ কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করেন। অনেকেই পরিচিত বন্ধুদের নাম ট্যাগ করে ফেসবুকে পোস্ট করেন। ফলে ট্যাগ করা ব্যক্তির ফেসবুকে থাকা সকল ব্যক্তি পোস্ট দেখতে পান। এতে অনেককেই বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হতে হয়। তবে চাইলেই ফেসবুকের ট্যাগ অপশন বন্ধ করে এ সমস্যার সমাধান করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া [...]

The post জেনে নিন ফেসবুকে পোস্ট ট্যাগ বন্ধের উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
ছোট থেকে বৃদ্ধ কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করেন। অনেকেই পরিচিত বন্ধুদের নাম ট্যাগ করে ফেসবুকে পোস্ট করেন। ফলে ট্যাগ করা ব্যক্তির ফেসবুকে থাকা সকল ব্যক্তি পোস্ট দেখতে পান। এতে অনেককেই বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হতে হয়। তবে চাইলেই ফেসবুকের ট্যাগ অপশন বন্ধ করে এ সমস্যার সমাধান করা যায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুকে ট্যাগ বন্ধ করার উপায়:-

➤ প্রথমে ফেসবুকে প্রবেশ করে ডান পাশের ওপরে থাকা প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
➤ এবার Settings & Privacy অপশনে ক্লিক করে Settings নির্বাচন করতে হবে।
➤ এরপর profile and Tagging-এ ক্লিক করলেই ডান পাশে বেশ কিছু অপশন দেখা যাবে।
➤ Review posts you’re tagged in before the post appears on your profile অপশন চালু করতে দিতে হবে।
➤ এরপর থেকে কেউ ট্যাগ করলে ছবি বা অন্যান্য পোস্ট টাইমলাইনে প্রদর্শনের আগে আপনার অনুমতি নেবে। অর্থাৎ অনুমতি দিলেই কেবল ট্যাগ করা ছবি ফেসবুক টাইমলাইনে দেখা যাবে।

The post জেনে নিন ফেসবুকে পোস্ট ট্যাগ বন্ধের উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মাধ্যমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলেন মাউশি https://www.ulipur.com/?p=20218 Mon, 24 Oct 2022 09:17:14 +0000 https://www.ulipur.com/?p=20218 ।। নিউজ ডেস্ক ।।ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতিপরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও ফেসবুকে দেওয়া কিংবা এগুলোতে কমেন্ট, লাইক, শেয়ার করতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্টও করা যাবে না। রোববার [...]

The post মাধ্যমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলেন মাউশি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতিপরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও ফেসবুকে দেওয়া কিংবা এগুলোতে কমেন্ট, লাইক, শেয়ার করতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্টও করা যাবে না।

রোববার মাউশির এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তার মতোই মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু সদস্যকেও এসব কাজ করতে দেখা যাচ্ছে। তাঁরা এসব কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার–সংক্রান্ত নির্দেশিকার’ তথ্য উল্লেখ করে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধীন মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষক-কর্মচারী ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়ালে ও বিভিন্ন গ্রুপে অশোভন, অনৈতিক, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, সরকারি কর্মচারী আইন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুলশিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা এবং মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকার পরিপন্থী।

এ নির্দেশনা মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরা নিয়মিত মনিটরিং করবেন। কোনো শিক্ষক-কর্মচারী বা কোনো ব্যক্তি কারও কন্টেন্ট, পোস্টে সংক্ষুব্ধ হলে ওই কন্টেন্ট, পোস্ট আপলোডকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রমাণসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করবেন।

The post মাধ্যমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলেন মাউশি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জানেন কি? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিরাপদ উপায়! https://www.ulipur.com/?p=19261 Tue, 04 Oct 2022 03:14:48 +0000 https://www.ulipur.com/?p=19261 ।। টেক ডেস্ক ।। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারের বড় একটি অংশজুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষত ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের জনপ্রিয়তা তুঙ্গে। যত দিন যাচ্ছে ইউজার সংখ্যাও বাড়ছে। তবে সাথে বাড়ছে কিছু দুষ্কৃতিকারী নানাভাবে আপনার একাউন্ট নষ্ট করার চক্রান্ত। মূলত অনলাইনে আপনার তথ্য চুরি কিংবা একাউন্ট চুরি করে নানা অপকর্ম করছে। অনেক সময় অনেকের টাকা-পয়সা [...]

The post জানেন কি? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিরাপদ উপায়! appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারের বড় একটি অংশজুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষত ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের জনপ্রিয়তা তুঙ্গে। যত দিন যাচ্ছে ইউজার সংখ্যাও বাড়ছে। তবে সাথে বাড়ছে কিছু দুষ্কৃতিকারী নানাভাবে আপনার একাউন্ট নষ্ট করার চক্রান্ত। মূলত অনলাইনে আপনার তথ্য চুরি কিংবা একাউন্ট চুরি করে নানা অপকর্ম করছে। অনেক সময় অনেকের টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তাই অনলাইনে নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার। অবশ্য আজকাল অনেকেই এসব বিষয়ে সতর্ক হতে শুরু করেছেন। তবু চক্রান্তকারীরা নানা ফাঁদ-কৌশল আবিষ্কারের মাধ্যমে আপনার নিরাপত্তা বিঘ্নিত করছে। অনলাইনে নিজেকে নিরাপদ রাখবেন কিভাবে তবে? প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন নিজেদের সেফটি ফিচার চালু করেছে।

চলুন জেনে নেই কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিরাপদ উপায়-

ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারের নিরাপত্তা নিশ্চিত করুন: ফেসবুকেই আমরা নিজেদের অধিকাংশ তথ্য দিয়ে থাকি। পরিচিতরা আপনার ব্যক্তিগত তথ্য জানতেই পারেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতরাও আপনার তথ্য জেনে যেতে পারে। দেখা গেছে, এসব তথ্য ব্যবহার করে সাইবার হামলা, কিংবা অন্যের আর্থিক ক্ষতির মতো ভয়ানক কাজেও জড়িয়ে পড়ে কিছু চক্র। তাই সবার আগে নিরাপত্তা নিশ্চিত করুন।

বন্ধু তালিকা: বন্ধু তালিকায় অপরিচিত কাউকে না রাখাই ভালো। এমনকি নতুন কাউকে ফ্রেন্ডলিস্টে এড করলে তার প্রোফাইল দেখে নিন। আবার সময় অসময়ে একবার ফ্রেন্ডলিস্ট চেক করুন। তাতে বুঝতে পারবেন কোন একাউন্টগুলো ইনেক্টিভ কিংবা বন্ধ। সচরাচর ফ্রেন্ড লিস্টে অপরিচিত, ফেক একাউন্ট রাখবেন না।

প্রাইভেসি সেটিংস নির্বাচন: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যগুলো কারা দেখবে, বা আদৌ দেখতে পারবে কিনা তা নির্ধারণ করুন। সেই সুযোগ আপনাকে এখন দেওয়া হয়েছে। আপনি ভালোমতোই জানেন সামাজিক মাধ্যম তথ্যকে গুরুত্ব দেয়। তাই নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে অবহেলা নয়।

পাসওয়ার্ড সচেতনতা: পাসওয়ার্ড সংরক্ষণে ও নির্ধারণে সতর্ক হন। একেবারে সহজ পাসওয়ার্ড দেওয়া উচিত না। আর সময়ে সময়ে নিজের পাসওয়ার্ড বদল করুন। এক পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করবেন না।

টু-স্টেপ অথেনটিকেশন: দুই ধাপ নিশ্চিতকরণের মাধ্যমে একাউন্টের নিরাপত্তা নিশ্চিত হয়। এতে সহজে আপনার একাউন্টে পাসওয়ার্ড জানা সত্ত্বেও প্রবেশ করতে পারবে না।

একই একাউন্ট থেকে পেজ ম্যানেজ করা: আজকাল ফেসবুকে ব্যবসা পরিচালনার জন্যে অনেকে একই একাউন্ট দিয়ে পেজ ম্যানেজ করেন। এতে কিন্তু আপনার নিজের একাউন্ট বিপদে পড়তে পারে। ফেসবুকে আপনাকে পেজে বিভিন্ন পদে যোগ করার সুযোগ আছে। তা ব্যবহার করুন।

গেম বা কুইজ থেকে সতর্ক: ফেসবুকে আজকাল অনেক গেম দেখা যায়। আবার আজকাল কিছু এপ আসে যেগুলোর মাধ্যমে অন্যরা নাম গোপন রেখে আপনায় মেসেজ দিতে পারে। এ ধরণের এপ থেকে সাবধান। এতে গেম খেলার সময় আপনার অনেক তথ্য চুরি হতে পারে। একাউন্টও হারাতে পারেন।

নিয়মিত চেকাপ: facebook.com/privacy/checkup এই লিংকের মাধ্যমে নিজের প্রোফাইলের নিরাপত্তা আপনি দেখতে পারবেন।

ইনস্টাগ্রামে একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুন: ফেসবুকে আপনার নিরাপত্তা কিংবা প্রাইভেসি নির্ধারণ অনেক সহজ। কিন্তু ইনস্টাগ্রামে কাজটি এত সহজ নয়। ফেসবুকে প্রতিটি পোস্টে প্রাইভেসি নির্ধারণ করা যায়। ইনস্টাগ্রামে তা নেই। সেক্ষেত্রে আপনার ফলোয়ার এর অবস্থা দেখে নেবেন। অপরিচিতদের যোগ না করাই ভালো। এমনকি আপনার একাউন্ট প্রাইভেট করে রাখুন। এতে যারা আপনার সম্মতিতে যুক্ত আছে তারাই শুধু দেখতে পারবে আপনার দেওয়া ছবি বা ভিডিও।

রিপোর্ট করুন ঝামেলা দেখলে: অনলাইনে নিজের একাউন্ট নিরাপদ রাখাটাই একমাত্র উপায় নয়। আপনাকে অনলাইনের পরিবেশকেও নিরাপদ রাখতেই হবে। কাজটির জন্যে কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে কন্টেন্ট পেলেই রিপোর্ট করুন। আপত্তিকর পোস্ট না সরিয়ে আমরা আজকাল কমেন্টে নানা আজেবাজে তর্কে জড়িয়ে পড়ি। তাতে আপনার নানাবিধ সমস্যা যেমন সাইবার বুলিং এর শিকার হতে হয়। সেজন্যে আপত্তিকর পোস্টে নিজেকে সংযুক্ত না করে রিপোর্ট করুন।

মেসেঞ্জার ব্যবহারে সতর্কতা: ফেসবুক ও ইনস্টাগ্রামের মেসেজ দেখতে মেসেঞ্জার এখন বহুল জনপ্রিয়। মেসেঞ্জারে কিছু বাড়তি নিরাপত্তা গ্রহণ করতে হয়। যেমন মেসেঞ্জারে যেহেতু আপনার পার্সোনাল ইনবক্স থাকে তাই একে এপলক দিয়ে সিকিউর রাখুন। এমনকি মেসেঞ্জারে চাওয়া ক্যামেরা, অডিও পার্মিশন না দেওয়াই ভালো। এতে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।

ই-মেইলের নিরাপত্তা: যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমেইল ব্যবহার বাধ্যতামূলক। তাই ইমেইল নিরাপদ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। শুধু আপনার ই-মেইল হ্যাক করতে পারলে হারাতে পারে অনেক কিছু। যেকোন ডিভাইসে আপনার ইমেইল দিয়ে লগিন দেবেন না। নিজের রেগুলার ডিভাইসেই মেইল একাউন্ট রাখুন।

লোকেশন সার্ভিস বন্ধ রাখুন: লোকেশন শেয়ার সার্ভিস অপ্রয়োজনে চালু করবেন না। আবার আমরা আজকাল হুটহাট অনেককে গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখি। এতে আপনার ফোনের অনেক প্রাইভেট ডাটাও অন্য কেউ চেক করতে পারে। বিশেষ প্রয়োজনে আপনি লোকেশন শেয়ার করতেই পারেন। কিন্তু লোকেশন সার্ভিস চালু রাখবেনই না। একবার ভেবে দেখুন, আপনি কোন এলাকায় আছেন তা সর্বক্ষণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপডেট হয়ে থাকবে। এমনভাবে নিজের প্রাইভেসি বিঘ্নিত করা মোটেও সুখবর নয়।

অনলাইনে কেনাকাটার সময় সাবধান: একসময় ফিশিং লিংক দিয়ে অনেকের আইডি হ্যাক করা হতো। আজকাল সেই পদ্ধতিতে বদল এসেছে। মানুষ এখন অধিকাংশ কেনাকাটা অনলাইনেই করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ বা লিংকের মাধ্যমে অনলাইন শপে কেনাকাটা করে। অনেক সময় কিছু লিংকে প্রবেশ করে পেমেন্ট করে নানা ভোগান্তির শিকার হতে হয়। পেমেন্ট করার সময় আমরা সচরাচর কার্ড ব্যবহার করি। পেমেন্ট করার পর ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার কার্ডের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হোন। বিশেষত ডেবিট কার্ডে কিছু নিরাপত্তার খুত বের করে হ্যাকাররা টাকা চুরি করে। তাই সাবধান থাকুন।

আর্থিক লেনদেন: ব্যাংকিং ব্যবস্থাও এখন ডিজিটাল হয়ে গেছে। আবার ব্যাংকিং বাদ হয়ে এসেছে এমএফএস। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় সবকিছু চেক করে নেবেন। কোথাও টাকা পাঠানোর ক্ষেত্রেও সবকিছু নিশ্চিত হয়ে দিবেন। আপনার পেমেন্টের প্রতিটি ইনফরমেশন এবং ট্রানজেকশনের মেসেজ সংরক্ষণ করুন। আবার অনেকের আইডি হ্যাক হওয়ার পর হ্যাকাররা পরিচিতদের কাছে টাকা চায়। আপনার সাথে এমন কিছু হলে যে ব্যক্তির আইডি তার সাথে যোগাযোগ করে নিশ্চিত হোন বিষয়টি। লেনদেনের ক্ষেত্রে সবসময় প্রমাণ ও ট্র্যাকিং প্রমাণ রাখবেন।

একাধিক ডিভাইসে লগিন দেবেন না: আমরা সচরাচর সবকিছু সহজ রাখতে এমনটাই করি। আবার অফিসের ডিভাইসেও এমনটা করে থাকি। এই কাজ করবেন না। অপরিচিত কোনো ব্রাউজারে যদি প্রবেশ করেন তাহলে ব্রাউজারে ইনকগনিটো চালু করে নেবেন।

The post জানেন কি? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিরাপদ উপায়! appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় https://www.ulipur.com/?p=17740 Mon, 13 Jun 2022 10:01:03 +0000 https://www.ulipur.com/?p=17740 ।। টেক ডেস্ক ।। সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের অধিকাংশ সময় কাটছে ফেসবুকে স্ক্রল করতে করতে। তবে ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে মুডটাই নষ্ট করে দেয়। এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার [...]

The post জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের অধিকাংশ সময় কাটছে ফেসবুকে স্ক্রল করতে করতে। তবে ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে মুডটাই নষ্ট করে দেয়।

এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকেছেন আপনি, পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেসব পণ্য বা সেবার বিজ্ঞাপনই আপনাকে দেখাবে বারবার। অনেক প্রযুক্তিবিদদের মতে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করে আপনার গোপন তথ্য মোটা অঙ্কে বেচাকেনা চলে। ফেসবুক ব্যবহার না করেও প্ল্যাটফর্মটি কাউকে ট্র্যাক করে বলে অভিযোগ আছে।

তাহলে চলুন জেনে নিই ফেসবুক নিউজফিডে বিজ্ঞাপন আসা বন্ধ করতে যা করবেন-

প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
➤ এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।
➤ এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।
➤ নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।
➤ সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।
➤ এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

The post জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার, উলিপুর থানায় জিডি https://www.ulipur.com/?p=14805 Tue, 14 Sep 2021 12:38:02 +0000 https://www.ulipur.com/?p=14805 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নেতা থানায় সাধারণ ডায়েরী করেছেন। ভুক্তভোগি ওই নেতার নাম রমজান আলী কবির (২৪), তিনি উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক। ভূক্তভোগি ও জিডি সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমের পুত্র ছাত্রদল নেতা রমজান [...]

The post ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার, উলিপুর থানায় জিডি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নেতা থানায় সাধারণ ডায়েরী করেছেন। ভুক্তভোগি ওই নেতার নাম রমজান আলী কবির (২৪), তিনি উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক।

ভূক্তভোগি ও জিডি সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমের পুত্র ছাত্রদল নেতা রমজান আলী কবির (২৪) কে নিয়ে “Rathod Ratul” নামে একটি ফেসবুক আইডি কয়েকদিন ধরে ইয়াবা, ফেন্সিডিল ও নারী ব্যবসায়ীসহ বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। সেই সাথে ছাত্রদল নেতার পিতা ইউপি সদস্য আবুল কাশেম ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ জলিল কে নিয়েও গুনাইগাছ ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক বিভিন্ন রকম উস্কানি ও হয়রানী মূলক পোষ্ট করে আসছেন। এছাড়াও ছাত্রদল নেতা রমজান আলীকে গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রিজুর ক্যাডার আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে শনিবার (১১ সেপ্টেম্বর) উলিপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন, জিডি নং-৬১৩। ।

রমজান আলী কবির বলেন, হয়রানী করার উদ্দেশ্যে একটি অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য থানায় জিডি করেছি।

গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রিজু বলেন, অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে তার নিজের নাম এবং রমজান আলীকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন।

//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/১৪/২১

The post ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার, উলিপুর থানায় জিডি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুকে যেসব তথ্য শেয়ারে হতে পারে মারাত্মক বিপদ https://www.ulipur.com/?p=7048 Sat, 06 Oct 2018 07:56:15 +0000 https://www.ulipur.com/?p=7048 প্রযুক্তিডেস্কঃ তথ্যের সুরক্ষা নিয়ে বর্তমানে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে। ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিয়েছেন অনেক ইউজার। তবে ফেসবুক অ্যাকাউন্ট মুছে না ফেলেও কয়েকটা বিষয় নিয়ে একটু সতর্ক থাকলে সহজেই বাঁচা যাবে হ্যাকারদের থেকে। ফেসবুকে ইউজারের নাম এবং ঠিকানা থেকে সহজেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেয়ে যেতে পারে হ্যাকাররা। তাহলে কি ফেসবুকে [...]

The post ফেসবুকে যেসব তথ্য শেয়ারে হতে পারে মারাত্মক বিপদ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রযুক্তিডেস্কঃ
তথ্যের সুরক্ষা নিয়ে বর্তমানে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে। ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিয়েছেন অনেক ইউজার। তবে ফেসবুক অ্যাকাউন্ট মুছে না ফেলেও কয়েকটা বিষয় নিয়ে একটু সতর্ক থাকলে সহজেই বাঁচা যাবে হ্যাকারদের থেকে।

ফেসবুকে ইউজারের নাম এবং ঠিকানা থেকে সহজেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেয়ে যেতে পারে হ্যাকাররা। তাহলে কি ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে নিজের সম্পর্কে কোনও সঠিক তথ্য দেওয়া উচিত নয়? অবশ্যই উচিত, তবে ব্যক্তিগত তথ্যগুলি ফেসবুকে দেওয়ার আগে মাথায় রাখা উচিত বেশ কয়েকটা বিষয়। জেনে নেওয়া যাক এমনই গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

কোথাও বেড়াতে গিয়ে বা পরিবারের সঙ্গে কোনও রেস্তোরাঁয় গিয়ে ছবি পোস্ট করলেন ফেসবুকে। ট্যাগ করে দিলেন সেই জায়গা বা রেস্তোরাঁর নাম। আপনার ব্যক্তিগত তথ্য জেনে গেল ফেসবুক। পাশাপাশি হ্যাকারদেরও কাছেও পৌঁছে গেল সেই খবর।

ফেসবুক থেকে অন্য কোনও পেজে ঢুকে কখনও কেনাকাটা করতে ঢুঁ মারেন নাকি? কেনাকাটা করেন ডেবিট বা ক্রেডিট কার্ডে? এমনটা করবেন না। এই ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে গিয়েই কার্ড জালিয়াতির শিকার হয়েছেন অনেকে।

ফেসবুকে লোকেশন সেট করে রেখেছেন বুঝি? ফেসবুকে লোকেশন সেট করে রাখলেই আপনার অবস্থানের সম্পর্কে বিশদ তথ্য পেয়ে যাচ্ছে হ্যাকাররা। মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করলে এ ক্ষেত্রে সমস্যা বা বিপদের ঝুঁকি আরও বেশি।

ফেসবুকে বোর্ডিং পাসের তথ্য শেয়ার করেন? ভয়ঙ্কর বিপদ ডাকছেন নিজের অজান্তেই। কেননা আপনার বোর্ডিং পাসের বারকোড নম্বর দিয়ে হ্যাকাররা আপনার যাবতীয় তথ্য পেয়ে যেতে পারেন সহজেই।

ফেসবুকে পরিবারের শিশুদের, স্ত্রী বা মেয়ের ছবি অথবা নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করার আগে একটু ভাবুন। হ্যাকারদের মাধ্যমে যৌন অপরাধীদের হাতে সেই ছবিগুলি জুড়ে যেতে পারে কোনও পর্নগ্রাফির ওয়েহবসাইটের ছবির সঙ্গে।

The post ফেসবুকে যেসব তথ্য শেয়ারে হতে পারে মারাত্মক বিপদ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুকে আকর্ষণ ধরে রাখার ৫ উপায় https://www.ulipur.com/?p=5261 Sat, 20 Jan 2018 13:46:55 +0000 http://www.ulipur.com/?p=5261 তথ্যপ্রযুক্তি ডেস্কঃ অনেকেই আছেন যাঁরা ফেসবুকে আর মজা পান না। হারিয়ে ফেলেছেন আকর্ষণ। এর কারণ হতে পারে ফেসবুকের নিউজফিডে আকর্ষণীয় ফিড আসা বন্ধ হয়ে যাওয়া। অনেকের ফেসবুক নিউজফিডে এমন সব বিরক্তিকর পোস্ট আসে যাতে তিনি ফেসবুক বিমুখ হয়ে পড়েন। তাই ফেসবুকের নিউজ ফিডে আকর্ষণ ধরে রাখা জরুরি। নিউজফিড পরিস্কার করতে কয়েকটি টুল দিয়ে রেখেছ ফেসবুক। [...]

The post ফেসবুকে আকর্ষণ ধরে রাখার ৫ উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
অনেকেই আছেন যাঁরা ফেসবুকে আর মজা পান না। হারিয়ে ফেলেছেন আকর্ষণ। এর কারণ হতে পারে ফেসবুকের নিউজফিডে আকর্ষণীয় ফিড আসা বন্ধ হয়ে যাওয়া। অনেকের ফেসবুক নিউজফিডে এমন সব বিরক্তিকর পোস্ট আসে যাতে তিনি ফেসবুক বিমুখ হয়ে পড়েন। তাই ফেসবুকের নিউজ ফিডে আকর্ষণ ধরে রাখা জরুরি। নিউজফিড পরিস্কার করতে কয়েকটি টুল দিয়ে রেখেছ ফেসবুক। যে পোস্টগুলো ফেসবুকে আপনি দেখতে চান না তা সহজেই সরিয়ে দিতে পারেন। ফেসবুক মোবাইল অ্যাপের এই পরামর্শগুলো কাজে লাগাতে পারে।

স্নুজ বাটন
একই ব্যক্তির কাছ থেকে বারবার বিরক্তিকর পোস্ট আসা ঠেকাতে পারে স্নুজ বাটন। কারও পোস্ট যদি কিছুদিনের জন্য থামিয়ে রাখতে চান তবে তার জন্য স্নুজ বাটন কাজে লাগানো যায়। ফেসবুকের নতুন স্নুজ ফিচার ব্যবহার করে কোনো ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ না দিয়েও তার পোস্ট ৩০ দিনের জন্য নিউজফিডে দেখানো বন্ধ করার সুযোগ আছে স্নুজে। বন্ধু, ব্র্যান্ড, গ্রুপের পোস্টের পাশে ট্রিপল-ডট বাটন চেপে স্নুজ অপশন নির্বাচন করলেই এক মাসের জন্য বিরক্তি থেকে মুক্তি।

পোস্ট হাইড
কারও পোস্ট যদি নিউজ ফিডে রাখতে চান কিন্তু যতোটা সম্ভব কম দেখার ইচ্ছা পোষন করেন তবে ফেসবুক সে সুযোগ রেখেছে। পোস্টের পাশে ট্রিপল-ডট বাটনে চাপ দিয়ে হাইড পোস্ট করে দিতে হবে। এতে ওই পোস্টটি লুকানো যাবে। এ ছাড়া ওই ব্যক্তির পোস্ট এরপর থেকে নিউজ ফিডে কম দেখাবে।

আনফলো করা
ফেসবুকে কারও ওপর বেশি বিরক্ত? বিরক্তি থাকলেও যদি বন্ধু তালিকা থেকে বাদ দিতে না চান তবে আনফলো করে দিতে পারেন। এতে বন্ধু থাকবেন ঠিকই কিন্তু তার কোনো পোস্ট নিউজফিডে আর দেখবেন না। ওই ব্যক্তির পোস্টে ট্রিপল-ডট বাটন চেপে আনফলো অপশন ঠিক করে দিন। আপনি যে তাকে আনফলো করেছেন তা তিনি জানতেও পারবেন না।

ব্লক বা আনফ্রেন্ড করা
কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। কিন্তু অনেক সময় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে। যদি ফেসবুকে কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দিতে চান তাদের প্রোফাইল পেজে যান সেখানে ছোট ডাউন অ্যারো বাটন চেপে ব্লক করে দিন। কাউকে ব্লক করা হলে তিনি বন্বধু তালিকা থেকে বাদ চলে যাবেন। ফলে তার কোনো পোস্ট দেখবেন না। এ ছাড়া তিনি আর কোনো পোস্টে আপনাকে ট্যাগ করতে পারবেন না। ব্লক করা হলে আপনার ওই বন্ধুর কাছে নোটিফিকেশন যাবে না। তবে তাঁর বন্ধু তালিকায় আপনাকে আর দেখাবে না।

অভিযোগ দিন
অনেক সময় আপত্তিকর পোস্টে আপনার নিউজ ফিড ভরে যেতে পারে। এ ধরনের পোস্টের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ জানাতে পারেন। ওই পোস্টের পাশে ট্রিপল ডট চেপে গিভ ফিডব্যাক অন দিস পোস্টে যেতে পারেন। সেখানে পোস্ট সম্পর্কে আপনার বক্তব্য জানাতে পারবেন। ফেসবুকের পক্ষ থেকে ওই পোস্ট কেন আপত্তিকর তার কতগুলো অপশন দেখানো হবে। এরমধ্যে রয়েছে ভায়োলেন্স, হ্যারাসমেন্ট, সুইসাইড বা সেলফ ইনজুরি, হেট স্পিচ বা অন্যান্য। ফেসবুকের পক্ষ থেকে অভিযোগ পর্যালোচনা করে দেখা হয়। ফেসবুকের কমিউনিটি মানের সঙ্গে না গেলে তা সরিয়ে ফেলা হয়। অভিযোগদাতার নাম ও তথ্য গোপন রাখে ফেসবুক।

সুত্রঃ Allbanglnews.Net

The post ফেসবুকে আকর্ষণ ধরে রাখার ৫ উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>