Gono Committee Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=gono-committee কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 29 Jan 2018 05:51:05 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Gono Committee Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=gono-committee 32 32 গণকমিটির হৃদ্যতার মিলনমেলায় কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা https://www.ulipur.com/?p=5415 Sun, 28 Jan 2018 17:58:23 +0000 http://www.ulipur.com/?p=5415 নিউজ ডেস্কঃ নিজের শেকড় ভুলতে নেই। ভোলেনি ঢাকায় বসবাস করা কুড়িগ্রামের সন্তানরাও। আর তাইতো নিজের শেকড়ের মানুষদের সঙ্গে হৃদ্যতার মিলনমেলা বসেছিল রাজধানীর পান্থপথে। সবার অংশগ্রহণে মিলনমেলায় ছিল কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে নানা আলোচনায়ও। ‘নদ-নদীময় কুড়িগ্রাম, করি উন্নয়নের সংগ্রাম’ এই স্লোগান নিয়ে গত শনিবার পান্থপথের মাদল বৈঠকখানায় ‘গণকমিটি মিলনমেলা ২০১৮’-এর আয়োজন করে রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন [...]

The post গণকমিটির হৃদ্যতার মিলনমেলায় কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
নিজের শেকড় ভুলতে নেই। ভোলেনি ঢাকায় বসবাস করা কুড়িগ্রামের সন্তানরাও। আর তাইতো নিজের শেকড়ের মানুষদের সঙ্গে হৃদ্যতার মিলনমেলা বসেছিল রাজধানীর পান্থপথে। সবার অংশগ্রহণে মিলনমেলায় ছিল কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে নানা আলোচনায়ও। ‘নদ-নদীময় কুড়িগ্রাম, করি উন্নয়নের সংগ্রাম’ এই স্লোগান নিয়ে গত শনিবার পান্থপথের মাদল বৈঠকখানায় ‘গণকমিটি মিলনমেলা ২০১৮’-এর আয়োজন করে রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ঢাকা মহানগর শাখা।

গণকমিটি ঢাকা মহানগর শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী রূপম রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণকমিটির প্রধান উপদেষ্টা ও ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণকমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আ. ছোবহান জুয়েল ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মোনছেফা আক্তার তৃপ্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণকমিটি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত স্বপন।

জমজমাট আড্ডায় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ মিলনমেলায় কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে সুচিন্তিত মতামত তুলে ধরেন বক্তারা। এছাড়া কুড়িগ্রাম জেলার পর্যটনের বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরা হয়। গণকমিটির কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপরও আলোকপাত করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে অংশ নিয়ে কয়েকজন বলেন, এখানে এসেছি নিজেকে খোঁজার জন্য, নিজের শেকড়কে পাওয়ার জন্য। এলাকার মানুষদের কাছে পেয়ে মনে হচ্ছে যেনো কুড়িগ্রামেই এসেছি। প্রয়োজনে অনেকেই আমরা ঢাকায় থাকি কিন্তু মন পড়ে থাকে সেই মায়ের কাছে গ্রামে। আজ একত্র হওয়ার পেছনে অনেক অনেক আনন্দের অনুভূতি জড়িত।

আলোচনা পর্ব শেষে ঢাকা মহানগর গণকমিটির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার উন্নয়ন সংগ্রামে অসামান্য অবদান রাখায় কুড়িগ্রামের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন; গণকমিটির প্রধান উপদেষ্টা সাইদুল আবেদীন ডলার, গণকমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট লেখক শাহাজাদা বসুনিয়া।

অনুষ্ঠানের শেষাংশে পরিবেশিত হয় কুড়িগ্রামের বিশ্বখ্যাত ঐতিহ্য ভাওয়াইয়া সংগীত। মনোমুগ্ধকর গান পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন শামস্ উদ্দিন বসুনিয়া সুমন, জাকির ইসলাম ও নয়ন সরকার। নৈশভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি হয় রাত ১০টার দিকে।

Gono-Committee-Get-Together-2018-1
Gono-Committee-Get-Together-2018-1

উল্লেখ্য, ঢাকা মহানগর গণকমিটির উদ্যোগে আয়োজিত ‘মিলনমেলা ২০১৮’ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল উলিপুর ডট কম এবং সহযোগিতায় ছিল কালার সলিউশন।

The post গণকমিটির হৃদ্যতার মিলনমেলায় কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দারিদ্র্য দূরীকরণে সরকারী পদক্ষেপের দাবীতে গণকমিটির মানববন্ধন https://www.ulipur.com/?p=4653 Sat, 28 Oct 2017 10:29:27 +0000 http://www.ulipur.com/?p=4653 নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলাকে দারিদ্রের শীর্ষ অবস্থান থেকে মুক্তির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে উলিপুর সহ কুড়িগ্রামের সকল উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদুল হুদা মোড়ে অনষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আপন আলমগীর, জেলা গণ কমিটির সদস্য মাসুম করিম, ধরণীবাড়ী ইউনিয়ন গণ কমিটির আহবায়ক খোরশেদ [...]

The post দারিদ্র্য দূরীকরণে সরকারী পদক্ষেপের দাবীতে গণকমিটির মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
কুড়িগ্রাম জেলাকে দারিদ্রের শীর্ষ অবস্থান থেকে মুক্তির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে উলিপুর সহ কুড়িগ্রামের সকল উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদুল হুদা মোড়ে অনষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আপন আলমগীর, জেলা গণ কমিটির সদস্য মাসুম করিম, ধরণীবাড়ী ইউনিয়ন গণ কমিটির আহবায়ক খোরশেদ আলম প্রমূখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা পুনরায় দারিদ্রের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী কয়েক বছর আগে এর হার ছিল ৬৩.৬৭ ভাগ, এখন আরও ৭.২০ ভাগ বেড়ে গেছে। সরকার গাইবান্ধার বালাসি ঘাট থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত টানেল নির্মানের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা কুড়িগ্রামবাসি রেলপথে সেই টানেলের সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তাবিত চিলমারী-সুন্দরগঞ্জ তিস্তা সেতুতে রেলপথ যুক্ত করার দাবি জানাচ্ছি। ২’শ মেগাওয়াটের নবায়নযোগ্য জ্বালানী সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, জেলার ২০টি নদ-নদীর পর্যটন শিল্পের বিকাশ, পুঁজি বিনিয়োগের জন্য ব্যাংক-বীমা স্থাপন ও বিরল প্রজাতির উৎপাদিত শস্যসমূহের বাজার তৈরির ব্যবস্থা করতে হবে। সেই সাথে লালমনিরহাট বিমানবন্দর পূনরায় চালু করারও দারী জানান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী এক জনসভায় ঢাকা-চিলমারী রুটে “ভাওয়াইয়া এক্সপ্রেস” নামে একটি আন্তঃনগর ট্রেন, অর্থনৈতিক জোন, চিলমারী বন্দর, নদ-নদীর ড্রেজিং ও বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি গুলো এখনও আলোর মুখ দেখেনি। আমরা এর দ্রুত রাস্তবায়ন চাই। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

The post দারিদ্র্য দূরীকরণে সরকারী পদক্ষেপের দাবীতে গণকমিটির মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
গণকমিটি ঢাকা মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=3775 Sat, 10 Jun 2017 06:50:13 +0000 http://www.ulipur.com/?p=3775 নিজস্ব প্রতিবেদকঃ উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৩ই রমযান রোজ শুক্রবার। গণকমিটি ঢাকা মহানগরের সভাপতি রফিকুল রঞ্জু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত স্বপন-এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন – গণকমিটির প্রধান উপদেষ্টা জনাব সাইদুল আবেদীন [...]

The post গণকমিটি ঢাকা মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিজস্ব প্রতিবেদকঃ
উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৩ই রমযান রোজ শুক্রবার।

গণকমিটি ঢাকা মহানগরের সভাপতি রফিকুল রঞ্জু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত স্বপন-এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন – গণকমিটির প্রধান উপদেষ্টা জনাব সাইদুল আবেদীন ডলার, সহ-সমন্বয়ক আঃ ছোবাহান জুয়েল, ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, জনাব মিজানুর রহমান তালুকদার, জনাব আলমগীর আজম, বিশিষ্ট ক্রীড়াবিদ রেহানা পারভীন, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রিপন, প্রচার সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক রেফাজুল হক কানন, দপ্তর সম্পাদক সোয়াইবুর রহমান সোহাগ সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা কুড়িগ্রামের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে একত্রে কাজ করতে হবে বলে গুরুত্বারোপ করেন।

The post গণকমিটি ঢাকা মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>