Human Chain Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=human-chain কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 11 Nov 2019 10:41:34 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Human Chain Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=human-chain 32 32 উলিপুরে আসিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন https://www.ulipur.com/?p=9395 Mon, 11 Nov 2019 10:41:30 +0000 https://www.ulipur.com/?p=9395 || আব্দুল মালেক || উলিপুরে আরিফুল ইসলাম আসিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের জনগনের ব্যানারে ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে [...]

The post উলিপুরে আসিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| আব্দুল মালেক ||
উলিপুরে আরিফুল ইসলাম আসিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের জনগনের ব্যানারে ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম, বাসদ নেতা সাঈদ আখতার আমীন, সমাজকর্মী আলমগীর হোসেন, ব্যবসায়ী তারা মিয়া, এলাকাবাসী শামীউল ইসলাম শামীম, রতন সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নিরীহ ছেলে আসিফকে যারা গলা কেটে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের একটি কলাবাগানে আরিফুল ইসলাম আসিফ (২০) যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় জনৈক হেলাল উদ্দিনের বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থেকে মিতালী কারখানায় চাকরি করতো। দুই মাস পূর্বে নিহত আরিফুল ওই কারখানায় চাকরী নেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ তাকে অক্টোবর মাসের বেতন প্রদান করেন। বেতন নিয়ে কারখানা থেকে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। পরদিন শুক্রবার সকালে স্থানীয় কড়াইতলা কলাবাগানের শ্রমিকরা কাজ করতে এসে বাগানের পাশে রক্ত দেখতে পান। পরে পাশের একটি কূপে কলাপাতার নিচে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। নিহত আরিফুরের বাড়ী উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের রামদাস ধনিরাম সরদারপাড়া গ্রামে। কৃষক পরিবারে জন্ম নেয়া নিহত আরিফুল ইসলাম তিন ভাই বোনের মধ্যে সকলের ছোট ছিলেন। তিনি ২০১৯ সালে উলিপুর এমএ মতিন কারিগরী ও কৃষি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। গত শনিবার রাতে জানাযা শেষে এলাকার কবরস্থানে আসিফকে দাফন করা হয়।

The post উলিপুরে আসিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন https://www.ulipur.com/?p=7920 Thu, 14 Mar 2019 13:07:30 +0000 https://www.ulipur.com/?p=7920 ।। আব্দুল মালেক ।।উলিপুরে ১১তম গ্রেডে বেতন স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন- নারিকেলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, সহকারী শিক্ষক জীবন [...]

The post উলিপুরে ১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে ১১তম গ্রেডে বেতন স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- নারিকেলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, সহকারী শিক্ষক জীবন কৃষ্ণ রায়, সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামানিক, সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল, সহকারী শিক্ষক খ.ম রেজাউল করিম ও সহকারী শিক্ষক ফারুক আলম। 

বক্তারা বেতন বৈষম্য নিরসন করে অবিলম্বে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন প্রদানের দাবি জানান। মানববন্ধনে সহকারী শিক্ষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, সহকারী শিক্ষকদের দাবি সম্বলিত স্বারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

The post উলিপুরে ১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নদীভাঙ্গন থে‌কে হোকডাঙ্গা রক্ষার দাবিতে থেতরাইয়ে মানববন্ধ‌ন https://www.ulipur.com/?p=6588 Mon, 16 Jul 2018 17:59:31 +0000 http://www.ulipur.com/?p=6588 নিউজ ডেস্কঃ আজ সোমবার তিস্তা নদীর ভাঙ্গন থে‌কে হোকডাঙ্গা রক্ষার দাবী‌তে উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের হোকডাঙ্গা গ্রা‌মে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে হোকডাঙ্গাবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রা‌খেন জেলা প‌রিষদ চেয়ারম্যান সা‌বেক এম‌পি জনাব মোঃ জাফর অালী। অারও বক্তব্য রা‌খেন বজরা এল‌কে অা‌মিন ক‌লে‌জের অধ্যক্ষ অাহসান হাবীব রানা, অাবু সাঈদ সরকার, জাহাঙ্গীর [...]

The post নদীভাঙ্গন থে‌কে হোকডাঙ্গা রক্ষার দাবিতে থেতরাইয়ে মানববন্ধ‌ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
আজ সোমবার তিস্তা নদীর ভাঙ্গন থে‌কে হোকডাঙ্গা রক্ষার দাবী‌তে উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের হোকডাঙ্গা গ্রা‌মে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে হোকডাঙ্গাবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রা‌খেন জেলা প‌রিষদ চেয়ারম্যান সা‌বেক এম‌পি জনাব মোঃ জাফর অালী। অারও বক্তব্য রা‌খেন বজরা এল‌কে অা‌মিন ক‌লে‌জের অধ্যক্ষ অাহসান হাবীব রানা, অাবু সাঈদ সরকার, জাহাঙ্গীর অালম সরদার, অাওয়ামী লীগ নেতা টিটু , জ‌লিল শেখ, র‌ফিকুল ইসলাম র‌ফিক, অা‌নিছুর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা অা‌জিজার রহমান, ব‌দিয়াজ্জামান, ডাঃ প্রফুল্ল রায়, ডাঃ মা‌নিক চন্দ্র, ম‌হিলা ইউপি সদস্য তারা ম‌নি, ম‌মিন উদ্দিন ব্যাপারী, গনক‌মি‌টির সভাপ‌তি পঞ্চা‌য়েত অালমগীর ও সাধারন সম্পাদক নুরুল অা‌মিন সরকারসহ এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ। সভাটি প‌রিচালনা ক‌রেন গনক‌মি‌টির সদস্য স‌চিব নুরুল অা‌মিন রাজা এবং সভাপ‌তিত্ব ক‌রেন গণক‌মি‌টির সভাপ‌তি পঞ্চা‌য়েত অালমগীর।

মানববন্ধনে বক্তারা সরকারের সুদৃ‌ষ্টি ও আশু হস্ত‌ক্ষেপ কামনা করেন যাতে নদীভাঙ্গন কব‌লিত দরিদ্র জনগোষ্ঠীর পি‌ছি‌য়ে পড়‌া এই এলাকার মানুষ নদীভাঙ্গন থে‌কে মুক্তি পায়।

The post নদীভাঙ্গন থে‌কে হোকডাঙ্গা রক্ষার দাবিতে থেতরাইয়ে মানববন্ধ‌ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দারিদ্র্য দূরীকরণে সরকারী পদক্ষেপের দাবীতে গণকমিটির মানববন্ধন https://www.ulipur.com/?p=4653 Sat, 28 Oct 2017 10:29:27 +0000 http://www.ulipur.com/?p=4653 নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলাকে দারিদ্রের শীর্ষ অবস্থান থেকে মুক্তির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে উলিপুর সহ কুড়িগ্রামের সকল উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদুল হুদা মোড়ে অনষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আপন আলমগীর, জেলা গণ কমিটির সদস্য মাসুম করিম, ধরণীবাড়ী ইউনিয়ন গণ কমিটির আহবায়ক খোরশেদ [...]

The post দারিদ্র্য দূরীকরণে সরকারী পদক্ষেপের দাবীতে গণকমিটির মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
কুড়িগ্রাম জেলাকে দারিদ্রের শীর্ষ অবস্থান থেকে মুক্তির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে উলিপুর সহ কুড়িগ্রামের সকল উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদুল হুদা মোড়ে অনষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আপন আলমগীর, জেলা গণ কমিটির সদস্য মাসুম করিম, ধরণীবাড়ী ইউনিয়ন গণ কমিটির আহবায়ক খোরশেদ আলম প্রমূখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা পুনরায় দারিদ্রের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী কয়েক বছর আগে এর হার ছিল ৬৩.৬৭ ভাগ, এখন আরও ৭.২০ ভাগ বেড়ে গেছে। সরকার গাইবান্ধার বালাসি ঘাট থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত টানেল নির্মানের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা কুড়িগ্রামবাসি রেলপথে সেই টানেলের সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তাবিত চিলমারী-সুন্দরগঞ্জ তিস্তা সেতুতে রেলপথ যুক্ত করার দাবি জানাচ্ছি। ২’শ মেগাওয়াটের নবায়নযোগ্য জ্বালানী সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, জেলার ২০টি নদ-নদীর পর্যটন শিল্পের বিকাশ, পুঁজি বিনিয়োগের জন্য ব্যাংক-বীমা স্থাপন ও বিরল প্রজাতির উৎপাদিত শস্যসমূহের বাজার তৈরির ব্যবস্থা করতে হবে। সেই সাথে লালমনিরহাট বিমানবন্দর পূনরায় চালু করারও দারী জানান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী এক জনসভায় ঢাকা-চিলমারী রুটে “ভাওয়াইয়া এক্সপ্রেস” নামে একটি আন্তঃনগর ট্রেন, অর্থনৈতিক জোন, চিলমারী বন্দর, নদ-নদীর ড্রেজিং ও বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি গুলো এখনও আলোর মুখ দেখেনি। আমরা এর দ্রুত রাস্তবায়ন চাই। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

The post দারিদ্র্য দূরীকরণে সরকারী পদক্ষেপের দাবীতে গণকমিটির মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে রাস্তায় ফল ঢেলে দিয়ে ফল ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন https://www.ulipur.com/?p=2585 Sun, 19 Jun 2016 10:07:39 +0000 http://www.ulipur.com/?p=2585 আঃ ছোবহান জুয়েলঃ উলিপুরে ফল ব্যবসায়ীরা ৩য় দিনের মত ধর্মঘট অব্যাহত রেখে সঠিক পুনর্বাসনের দাবীতে মানববন্ধন ও উলিপুর চৌরাস্তার মোড়ে রাস্তায় ৩ দিনের পঁচে যাওয়া ফল ঢেলে দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সম্প্রতি উলিপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের রাস্তার দু’ধারের গড়ে উঠা ফলের দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। যানজট নিরসনে রাস্তার ধারে উচ্ছেদ হওয়া ফলের দোকানগুলোর [...]

The post উলিপুরে রাস্তায় ফল ঢেলে দিয়ে ফল ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আঃ ছোবহান জুয়েলঃ উলিপুরে ফল ব্যবসায়ীরা ৩য় দিনের মত ধর্মঘট অব্যাহত রেখে সঠিক পুনর্বাসনের দাবীতে মানববন্ধন ও উলিপুর চৌরাস্তার মোড়ে রাস্তায় ৩ দিনের পঁচে যাওয়া ফল ঢেলে দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

সম্প্রতি উলিপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের রাস্তার দু’ধারের গড়ে উঠা ফলের দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। যানজট নিরসনে রাস্তার ধারে উচ্ছেদ হওয়া ফলের দোকানগুলোর জন্য ফল মার্কেট নির্মান করে উলিপুর পৌরসভার মেয়র সেখানে প্রায় অর্ধ শতাধিক ফল ব্যবসায়ীকে পূণর্বাসন করেন। ফল ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৩ মাস ধরে নির্মিত ওই ফল মার্কেটে ক্রেতারা তেমন আসেন না। ফলে প্রতিদিনই অবিক্রিত ফল পঁচে নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। উলিপুর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ব্যবসায়ীরা বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আগে প্রতিদিন একেক ব্যবসায়ী ২০ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করতো। এখন ১/২ হাজার টাকার বেশি বেঁচাকেনা হয় না। উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, শহরের সৌন্দর্য্য বৃদ্ধি ও যানজট নিরসনে জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফল ব্যবসায়ীদের স্বার্থে নতুন করে ফল মার্কেট নির্মান করে তাদের পুনর্বাসন করেছি। কিন্তু উচ্ছেদ করা ফুটপাতে আর কাউকে বসতে দেব না।

উলিপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন বাবু বলেন, উলিপুর-কুড়িগ্রাম সড়ক সংলগ্ন যে কোন জায়গায় আমাদের পূনর্বাসন না করলে আমরা আর এই ব্যবসা করবো না।

The post উলিপুরে রাস্তায় ফল ঢেলে দিয়ে ফল ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>