Internet Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=internet কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Thu, 03 Feb 2022 08:43:35 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Internet Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=internet 32 32 জেনে নিন স্মার্টফোনের ডাটা ব্যবহারের কৌশল https://www.ulipur.com/?p=16094 Thu, 03 Feb 2022 08:43:32 +0000 https://www.ulipur.com/?p=16094 ।। টেক ডেস্ক ।। প্রতি মাসে কাড়ি কাড়ি টাকা খালি মোবাইলের ডাটার পেছনে খরচ হয়ে যাচ্ছে? ইন্টারনেট ডাটা রিচার্জ করছেন আর মুহূর্তেই সেটা শেষ হয়ে যাচ্ছে? এমন সমস্যা পোহাতে হয় অনেকেরই। ঘরে কিংবা অফিসে ওয়াই-ফাইয়ের সুবিধা থাকলেও রাস্তায় চলতে ব্যবহার করতে হয় মোবাইলের ডাটা। তবে শুধু মোবাইল ডেটা যাদের ভরসা, তাদের কাছে ডেটা শেষ হয়ে [...]

The post জেনে নিন স্মার্টফোনের ডাটা ব্যবহারের কৌশল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
প্রতি মাসে কাড়ি কাড়ি টাকা খালি মোবাইলের ডাটার পেছনে খরচ হয়ে যাচ্ছে? ইন্টারনেট ডাটা রিচার্জ করছেন আর মুহূর্তেই সেটা শেষ হয়ে যাচ্ছে? এমন সমস্যা পোহাতে হয় অনেকেরই।

ঘরে কিংবা অফিসে ওয়াই-ফাইয়ের সুবিধা থাকলেও রাস্তায় চলতে ব্যবহার করতে হয় মোবাইলের ডাটা। তবে শুধু মোবাইল ডেটা যাদের ভরসা, তাদের কাছে ডেটা শেষ হয়ে যাওয়া বড় সমস্যা। বিভিন্ন সিম কোম্পানি আপনাকে নানান অফারে সেগুলো দিয়ে থাকে। তবে ইন্টারনেট ডাটায় সীমাবদ্ধতা থাকায় বেশ অসুবিধায় পড়তে হয়। আসলে, আমাদের কিছু অসতর্কতার জন্য খরচ হয়ে যায় ইন্টারনেটের অতিরিক্ত ডাটা।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে দ্রুত ডাটা ফুরিয়ে যাওয়ার সমস্যা সমাধান করা যায়-

⟹ সব সময় ডাটা অন করে না রেখে প্রয়জনের সময় শুধু অন করুন। বাকি সময়টা অফ রাখুন।
⟹ বেশি ডেটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন। অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও দেখে বেশি ডেটা খরচ করে ফেলেন।
⟹ বেশি বিজ্ঞাপন দেখায় এমন অ্যাপ থেকে দূরে থাকুন।
⟹ ডেটার সীমা সেট করা দারুণ একটি কৌশল। এর জন্য আপনাকে ডেটা ব্যবহার বিকল্পে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ইনফরমেশন কাটঅফ (Information Cutoff) এবং চার্জিং সাইকেল (Charging Cycle) এ ক্লিক করতে হবে। আপনি ডেটা সেট করতে পারেন সেখান থেকে। আপনি যদি রোজ ১জিবি ডেটা ব্যবহার করেন, তা হলে ১জিবি শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে।
⟹ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে। সেগুলো নিজেদের আপডেট করে নিচ্ছে আপনার অজান্তেই।
⟹ সেটিংসে গিয়ে এটি পরিবর্তন করা যেতে পারে। এজন্য আপনাকে শুধুমাত্র ওয়াই ফাই এর মাধ্যমে অটো আপডেট অপশনটি নির্বাচন করতে হবে। এতে আপনার ফোনের অ্যাপগুলো

শুধুমাত্র ওয়াই ফাইয়ে আপডেট হবে। মোবাইল ডেটা খরচ হবে না। ডেটা সেভার মোড একটি দুর্দান্ত বিকল্প। এতে ডেটা খরচ কমতে পারে অনেকটাই।

The post জেনে নিন স্মার্টফোনের ডাটা ব্যবহারের কৌশল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সহজ কিছু উপায় https://www.ulipur.com/?p=5165 Mon, 08 Jan 2018 11:23:11 +0000 http://www.ulipur.com/?p=5165 তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ইন্টারনেটের ধীর গতি নিয়ে আমরা অনেকেই বিরক্ত বোধ করি। ওয়াই-ফাই সংযোগে ইন্টারনেট ব্যবহার করতে চাইলেও অনেক সময় দেখা যায় সংযোগ রয়েছে কিন্তু গতি একেবারেই নেই। অর্থাৎ ইন্টারনেট স্পিড নেই। তবে এই সমস্যা হতে খুব সহজেই মুক্তি মিলতে পারে! চলুন জেনে নেওয়া যাক কিভাবে ওয়াই-ফাই স্পিড বাড়াবেন- ১. রাউটারের লোকেশন পরিবর্তন করুণ: ওয়াই-ফাই সংযোগের [...]

The post ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সহজ কিছু উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
ইন্টারনেটের ধীর গতি নিয়ে আমরা অনেকেই বিরক্ত বোধ করি। ওয়াই-ফাই সংযোগে ইন্টারনেট ব্যবহার করতে চাইলেও অনেক সময় দেখা যায় সংযোগ রয়েছে কিন্তু গতি একেবারেই নেই। অর্থাৎ ইন্টারনেট স্পিড নেই। তবে এই সমস্যা হতে খুব সহজেই মুক্তি মিলতে পারে! চলুন জেনে নেওয়া যাক কিভাবে ওয়াই-ফাই স্পিড বাড়াবেন-

১. রাউটারের লোকেশন পরিবর্তন করুণ:
ওয়াই-ফাই সংযোগের গতি বাড়াতে হলে প্রথমেই আপনাকে রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় রক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাউটার বাড়ির ভিতরে আসা ইন্টারনেট তারের খুব কাছাকাছি রাখা হয়ে থাকে। এটা মোটেও উচিত নয়। আবার অনেক সময় রাউটারের অ্যান্টেনার অবস্থান ঠিক করে রাখা হয় না। যে কারণে অ্যান্টেনার থেকে সব দিকে সংকেত পাঠানো এবং রিসিভ করা সম্ভব হয় না। সে কারণে রাউটারকে এমন স্থানে রাখা উচিত, যাতে রাউটারটি সবদিকে সংকেত পাঠাতে পারে অথবা সংকেত রিসিভ করতে পারে।

২. ওয়্যারলেস রাউটারে উন্নত অ্যান্টেনা যোগ করা:
অনেক সময় রাউটারের অবস্থান পরিবর্তন করেও ইন্টারনেটের গতি উন্নত বা বাড়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কর্মক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টেনা পরিবর্তন করতে পারেন। রাউটারের চারপাশে যদি অনেক দেওয়াল বা অনেক বাধা থাকে তবে সেক্ষেত্রে একটি এক্সটারনাল অ্যান্টেনা রাউটারের সামনে বা সঠিকভাবে ব্যবহার করে রাউটারের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। কারণ রাউটারের কার্যক্ষমতা বাড়লে ইন্টারনেটের স্পিডও বাড়বে।

৩. ওয়্যারলেস রিপিটার যোগ করুণ:
আপনি ইচ্ছে করলে রাউটারে নেটওয়ার্কের পরিসীমা বাড়ানোর জন্য একটি ওয়্যারলেস রিপিটারের সাহায্য নিতে পারেন। এই রিপিটার রাউটার এবং সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করবে। কম দামে বাজারে এমন অনেক ভালো ভালো রিপিটার পেয়ে যাবেন।

৪. ব্যাকগ্রাউন্ডের ডেটা ডাউনলোড বন্ধ করা:
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলা একাধিক কাজের জন্য ইন্টারনেট নেটওয়ার্কের গতি স্লো হতে পারে। ব্যবহারকারী কম্পিউটার, ট্যাবলেট বা ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক ট্যাব একইসঙ্গে চলতে থাকে তবে ইন্টারনেটের গতি এমনিতেই কমে যাবে। সেক্ষেত্রে ইন্টারনেটের গতি বাড়াতে হলে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা ট্যাব বন্ধ করতে হবে। তাহলে দেখবেন ইন্টারনেটের স্পিড আগের থেকে অনেক বেড়েছে। তাছাড়াও অনেক সময় ইন্টারনেটের গতি কমে গেলে রাউটারটি রিস্টার্ট দিয়ে নিলেও কাজ হয়। রাউটারটি রিস্টার্ট দিলে আবার গতি স্বাভাবিকভাবে কাজ করে।

সূত্রঃ AllBanglaNews.Net

The post ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সহজ কিছু উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বিনামূল্যে ওয়াইফাই! https://www.ulipur.com/?p=4448 Wed, 04 Oct 2017 16:07:50 +0000 http://www.ulipur.com/?p=4448 শামস্ তৌফিক নিশানঃ বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অতিশীঘ্রই উলিপুরে বিনামূল্যে ওয়াইফাই জোন চালু করা হবে। উলিপুরের প্রাণকেন্দ্র কাচারী পুকুর পার্ক এর নির্দিষ্ট কিছু পয়েন্টে এই ওয়াইফাই জোন চালু করা হবে বলে আশ্বস্ত করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য জনাব মাঈদুল ইসলাম। উলিপুরে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে আগ্রহী কিছু তরুণের সাথে সংসদ সদস্য জনাব মাঈদুল ইসলাম [...]

The post উলিপুরে বিনামূল্যে ওয়াইফাই! appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শামস্ তৌফিক নিশানঃ
বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অতিশীঘ্রই উলিপুরে বিনামূল্যে ওয়াইফাই জোন চালু করা হবে। উলিপুরের প্রাণকেন্দ্র কাচারী পুকুর পার্ক এর নির্দিষ্ট কিছু পয়েন্টে এই ওয়াইফাই জোন চালু করা হবে বলে আশ্বস্ত করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য জনাব মাঈদুল ইসলাম।

উলিপুরে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে আগ্রহী কিছু তরুণের সাথে সংসদ সদস্য জনাব মাঈদুল ইসলাম তার কার্যালয়ে এক সাধারণ মত বিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উলিপুর ডট কম এর সহ-সম্পাদক শামস্ তৌফিক নিশান ও উলিপুরের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার শফিকুল ইসলাম দারা সহ আরও অনেকে।

The post উলিপুরে বিনামূল্যে ওয়াইফাই! appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>