Smartphone Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=smartphone কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 01 Apr 2023 09:04:57 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Smartphone Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=smartphone 32 32 গরমকালে স্মার্টফোন বিস্ফোরণ হওয়ার কারণ https://www.ulipur.com/?p=23221 Sat, 01 Apr 2023 09:04:56 +0000 https://www.ulipur.com/?p=23221 ।। টেক ডেস্ক ।। প্রায়ই শোনা যায় স্মার্টফোন বিস্ফোরণের খবর। বিভিন্ন সময় দেখা যায় পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় বিস্ফোরণ হচ্ছে স্মার্টফোন। এতে কেউ আহত হয় আবার প্রাণহানির ঘটনাও ঘটে। চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে বিস্ফোরণ হতে পারে আপনার সাধের স্মার্টফোনটি- ➤ স্মার্টফোনের ব্যাটারি খারাপ হয়ে গেলে চালানো অবস্থায় ফোনটি বেশ গরম হতে [...]

The post গরমকালে স্মার্টফোন বিস্ফোরণ হওয়ার কারণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
প্রায়ই শোনা যায় স্মার্টফোন বিস্ফোরণের খবর। বিভিন্ন সময় দেখা যায় পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় বিস্ফোরণ হচ্ছে স্মার্টফোন। এতে কেউ আহত হয় আবার প্রাণহানির ঘটনাও ঘটে।

চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে বিস্ফোরণ হতে পারে আপনার সাধের স্মার্টফোনটি-

➤ স্মার্টফোনের ব্যাটারি খারাপ হয়ে গেলে চালানো অবস্থায় ফোনটি বেশ গরম হতে থাকে। আর ক্রমাগত এই অবস্থায় ফোনের ব্যবহার বাড়িয়ে দেয় বিস্ফোরণের আশঙ্কা। তাই ব্যাটারি ফুলে গেলে বা চালানো অবস্থায় ফোন গরম হতে থাকলে অবিলম্বে ফোনের ব্যাটারি পরিবর্তন করা দরকার। কমদামি ফোনের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। কারণ এই ধরনের ফোনে ব্যাটারি-কুলিংয়ের ব্য়বস্থা থাকে না। তাই বেশি ব্যবহারে ব্য়াটারি গরম হয়ে যায়। এছাড়াও প্রাকৃতিক উচ্চ তাপমাত্রার ফলে বাড়ে ফোন বিস্ফোরণের সম্ভাবনা।

➤ চার্জ দেয়া অবস্থায় ফোন চালালে ফোনের চারপাশে রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পায়। তাই চার্জ দেওয়া অবস্থায় ফোনে কথা বললে বা ফোন চালালে বিস্ফোরণ ঘটতে পারে।

➤ ফোনের ব্যাটারিতে অনেকগুলো লেয়ার থাকে। কখনো কখনো এই স্তরগুলো ভেঙে যায়। যদি বারবার হাত থেকে ফোন পড়ে যায়, তাহলে আরও বাড়ে এই সম্ভাবনা। স্তরগুলোর কোনোটি ভেঙে গিয়ে তাদের মধ্যে ফাঁক তৈরি হলে, ব্যাটারি ফুলতে শুরু করে। এর পরে শর্ট সার্কিটের কারণে ব্যাটারিতে বিস্ফোরণের সম্ভাবনা বাড়ে।

➤ তরল পদার্থ থেকে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। তাই ফোনে কোনোভাবে পানি বা কোনো তরল পদার্থ ঢুকে গেলে যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন।

➤ ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন সেট বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।

➤ ফোনের ব্যাটারি বিস্ফোরণের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ফোনের আসল চার্জার ব্যবহার না করা। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাচিয়ে কম দামে চার্জার কেনেন। যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবশ্যই ফোনের সাথে দেওয়া চার্জার অথবা ফোনের জন্য নির্ধারিত ওয়াটের চার্জার ব্যবহার করুন।

এছাড়াও গরমকালে বাহিরের তাপমাত্রার ফলে এবং অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। যার ফলে স্মার্টফোন বিস্ফোরণ হওয়ে যাওয়ার সম্ভবনা থেকে যাই। তাই সতর্ক হোন।

The post গরমকালে স্মার্টফোন বিস্ফোরণ হওয়ার কারণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
২০২৩ সালে স্মার্টফোনে যুক্ত হবে যেসকল ফিচার https://www.ulipur.com/?p=21851 Wed, 18 Jan 2023 09:55:38 +0000 https://www.ulipur.com/?p=21851 ।। টেক ডেস্ক ।।প্রতিবছরই বাজার মাতাতে সর্বাধুনিক সব ফিচার নিয়ে আসে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতা বজায় থাকবে এ বছরও। ধারনা করা হচ্ছে এই বছরে (২০২৩) বিপ্লব ঘটতে যাচ্ছে স্মার্টফোনের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনে যেসব ফিচার যুক্ত হচ্ছে ২০২৩ সালেঃ- স্যাটেলাইট সাপোর্টঅ্যান্ড্রয়েড ১৪ ভার্সনে স্যাটেলাইট যুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন গুগল প্ল্যাটফর্ম ও [...]

The post ২০২৩ সালে স্মার্টফোনে যুক্ত হবে যেসকল ফিচার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
প্রতিবছরই বাজার মাতাতে সর্বাধুনিক সব ফিচার নিয়ে আসে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতা বজায় থাকবে এ বছরও। ধারনা করা হচ্ছে এই বছরে (২০২৩) বিপ্লব ঘটতে যাচ্ছে স্মার্টফোনের দুনিয়ায়।

চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনে যেসব ফিচার যুক্ত হচ্ছে ২০২৩ সালেঃ-

স্যাটেলাইট সাপোর্ট
অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনে স্যাটেলাইট যুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন গুগল প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার। অ্যান্ড্রয়েড-১৪ ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো জায়গা থেকে একটি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবেন। এমনকি প্রত্যন্ত এলাকায়ও নেটওয়ার্ক সংযোগ না থাকার মতো কোনো পরিস্থিতির অবকাশ থাকবে না। নেটওয়ার্কটি ডাটা প্রসেস করতে পারবে প্রতি সেলুলার জোনে প্রায় ২ এমবিপিএস (মেগাবাইট-পার-সেকেন্ড) থেকে ৪ এমবিপিএস হবে। এটি বেশ ধীর গতির হলেও কয়েক হাজার টেক্সট লেনদেনের জন্য যথেষ্ট।

রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা
অ্যানড্রয়েড ফোন বিভিন্ন কারণে রুট করার প্রয়োজন হয়। কিন্তু রুট করার পর অ্যানড্রয়েড সার্টিফিকেশন হারায়। পাশাপাশি অ্যানড্রয়েড সাপোর্টও অনেক সময় বন্ধ হয়ে যায়। এ সমস্যার সমাধানে এ বছরই মিলতে যাচ্ছে রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট ব্যবহার করে ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবে।

উন্নত ক্যামেরা
২০২৩ সালে বাজারে আসা স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা গেছে। এরই ধারাবাহিকতা থাকবে নতুন বছরও। এ বছর অধিক মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে নতুন ফোনে।

আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট
আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে এবছর অ্যাপল বাজারে নিয়ে আসবে আইফোনে যুক্ত হচ্ছে টাইপ সি পোর্ট। ফলে অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই আইফোন চার্জ দেওয়া যাবে।

অত্যাধুনিক ফাস্ট চার্জিং
নতুন বছরে ফোনে আরও বেশি উন্নত প্রযুক্তির ফাস্ট চার্জিং প্রযুক্তির সন্নিবেশন ঘটবে। ১০ কিংবা ২০ মিনিট নয় ৫ মিনিট কিংবা ১ মিনিটেই চার্জ হবে ফোন, এমনই প্রযুক্তি আসবে এ বছর। যা ২০২২ সালে ফোনের ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গুলো।

The post ২০২৩ সালে স্মার্টফোনে যুক্ত হবে যেসকল ফিচার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন স্মার্টফোনে অধিক সময় চার্জ ধরে রাখার উপায় https://www.ulipur.com/?p=16606 Sun, 20 Mar 2022 06:05:05 +0000 https://www.ulipur.com/?p=16606 ।। টেক ডেস্ক ।। তথ্য প্রযুক্তির এই যুগে সবার হাতে হাতে নিত্য নতুন স্মার্টফোন। যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের অনেকের অভিযোগ ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে আমরা অনেকেই জানি না যে কীভাবে স্মার্টফোন চার্জ দিতে হয়। সাধারণত ব্যবহারের দুই বছর পর ফোনের ব্যাটারির সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাই স্মার্টফোনে অধিক সময় [...]

The post জেনে নিন স্মার্টফোনে অধিক সময় চার্জ ধরে রাখার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
তথ্য প্রযুক্তির এই যুগে সবার হাতে হাতে নিত্য নতুন স্মার্টফোন। যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের অনেকের অভিযোগ ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে আমরা অনেকেই জানি না যে কীভাবে স্মার্টফোন চার্জ দিতে হয়। সাধারণত ব্যবহারের দুই বছর পর ফোনের ব্যাটারির সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

তাই স্মার্টফোনে অধিক সময় চার্জ ধরে রাখতে কিছু উপায় জেনে রাখা উচিৎ।

অতিরিক্ত চার্জ দেবেন নাঃ আমাদের অনেকেরই বদ অভ্যাস আছে ফোন সম্পুর্ণ চার্জ হয়ে যাওয়ার পরও প্লাগ অন করে রাখে, যা ব্যাটারির হেলথ ড্যামেজ করে ফেলে। তাই চার্জ শেষ হওয়ার পর আনপ্লাগ করে ফেলুন। ফোনের চার্জ সম্পুর্ণ না করে ৮০ শতাংশ করে ব্যবহার করলে ফোনের ব্যাটারির আয়ু অনেক বাড়ে।

ভাইব্রেশন বন্ধ রাখুনঃ ভাইব্রেশন ফাংশন অতিরিক্ত ব্যাটারি শক্তি ব্যবহার করে থাকে। তাই অতি প্রয়োজন না হলে ভাইব্রেশন মোড বন্ধ করে রাখুন।

অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখুনঃ আপনার অজান্তেই অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে। এর ফলে চার্জ ক্ষয় হতে থাকে। তাই ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপসগুলো বন্ধ রাখুন। প্রয়োজনে এসব অ্যাপস খুঁজে দেখে বন্ধ করুন।

ব্রাইটনেস কমিয়ে রাখুনঃ ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অনেকেই অটো ব্রাইটনেস ব্যবহার করে চার্জ দ্রুত শেষ করে ফেলে। সুতরাং প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস ব্যবহার করুন। এতে করে অনেকসময় ফোনের ব্যাটারির চার্জ পাবেন।

পাওয়ার সেভিং মুড অন রাখুনঃ পাওয়ার সেভিং মুড অন রাখুন, এর ফলে অপ্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো বন্ধ হয়ে গিয়ে প্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো চলমান থাকবে।

লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাঃ লাইভ ওয়ালপেপার ফাংশন অনবরত চলতে থাকে বিধায় চার্জ খরচ হতে থাকে। তাই ফোনের চার্জ সাশ্রয় করার জন্য লাইভ এনিমেশন ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন।

The post জেনে নিন স্মার্টফোনে অধিক সময় চার্জ ধরে রাখার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে খোলার উপায় https://www.ulipur.com/?p=5247 Thu, 18 Jan 2018 12:59:09 +0000 http://www.ulipur.com/?p=5247 তথ্যপ্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তির উৎকর্ষতায় এখন স্মার্টফোন সবার নিত্যসঙ্গী। কিন্তু নিরাপত্তার কথা ভেবে অনেকেই স্মার্টফোনে লক ব্যবহার করে থাকেন। তার মধ্যে প্যাটার্ন লক অন্যতম। তবে অনেক সময় এমন হয় নিজেই সেই প্যাটার্ন লকটি ভুলে যান। আবার এই প্যাটার্ন নিজেই ভুলে গেলে দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা থেকে রেহাই পেতে হলে মোবাইল ফোন রিসেট কিংবা কাস্টমার [...]

The post স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে খোলার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
প্রযুক্তির উৎকর্ষতায় এখন স্মার্টফোন সবার নিত্যসঙ্গী। কিন্তু নিরাপত্তার কথা ভেবে অনেকেই স্মার্টফোনে লক ব্যবহার করে থাকেন। তার মধ্যে প্যাটার্ন লক অন্যতম। তবে অনেক সময় এমন হয় নিজেই সেই প্যাটার্ন লকটি ভুলে যান। আবার এই প্যাটার্ন নিজেই ভুলে গেলে দুর্ভোগের শেষ থাকে না।

এ সমস্যা থেকে রেহাই পেতে হলে মোবাইল ফোন রিসেট কিংবা কাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নাই। কেউ কেউ একে হার্ড রিসেট বলে কারণ এটি সেটের একচুয়্যাল ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে আনে। আসুন জেনে নেই কিভাবে আমরা কোনো অ্যান্ড্রয়েড সেট রিসেট দেবো।

প্রথমেই ফোনটির সুইচ অফ করুন, এবার ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ করুন। আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে। স্যামসাং মোবাইলের ক্ষেত্রে উপরের পদ্ধতি কাজ করে।

আবার সিম্ফোনি কিংবা ওয়াল্টন মোবাইলের ক্ষেত্রে মডেল অনুযায়ী ‘up volume key’, ‘Power button’ কিংবা ‘Down volume key’, ‘Power button’ চেপে ধরলেই Recovery Mode Screen চলে আসে এক্ষেত্রে হোম বাটনে চেপে ধতে হয় না।

এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন। এখন নিশ্চিত করার জন্য আরেকটি স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট করতে হবে। এবার কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষন অপেক্ষা করুন।

রিসেট করার সময় আপনাকে যা মনে রাখতে হবে:

১. ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরির ইন্সটল করা সমস্ত অ্যাপ ও ডাটা হারিয়ে যাবে।
২. ফোন মেমোরিতে সেভ করা ফোন নাম্বার মুছে যাবে।
৩. আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।
৪. আপনার কাস্টমাইজ করা সমস্ত সেটিংস মুছে যাবে।

সুত্রঃ Allbanglanews.Net

The post স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে খোলার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>