Ulipur Buri Teesta Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ulipur-buri-teesta কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 11 Apr 2017 17:30:12 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Ulipur Buri Teesta Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ulipur-buri-teesta 32 32 বু‌ড়ি‌ তিস্তা দখলমুক্ত করার প্রতীকী পা‌নির ঢল কর্মসূচি পা‌লিত https://www.ulipur.com/?p=3556 Tue, 11 Apr 2017 17:20:17 +0000 http://www.ulipur.com/?p=3556 শাহাদত হোসেন শুভ, উ‌লিপুরঃ আজ উলিপুরে “বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও, থেতরাই টু কাঁচকোল, আনবো মোরা পানির ঢল” স্লোগানকে ধারন করে “প্রতীকী পানির ঢল” কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। সকাল ১১টায় রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘বুড়ি তিস্তা’ নদীর তীরে খেওয়ার পার ঘাটে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীটি একটি র‌্যালী দিয়ে [...]

The post বু‌ড়ি‌ তিস্তা দখলমুক্ত করার প্রতীকী পা‌নির ঢল কর্মসূচি পা‌লিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদত হোসেন শুভ, উ‌লিপুরঃ
আজ উলিপুরে “বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও, থেতরাই টু কাঁচকোল, আনবো মোরা পানির ঢল” স্লোগানকে ধারন করে “প্রতীকী পানির ঢল” কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।

সকাল ১১টায় রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘বুড়ি তিস্তা’ নদীর তীরে খেওয়ার পার ঘাটে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীটি একটি র‌্যালী দিয়ে শুরু হয়ে শহীদ মিনার চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বুড়ি তিস্তা নদীর পাড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বুড়ি তিস্তা দখলমূক্ত করার দাবিতে একাত্মতা প্রকাশ করে এবং বুড়ি তিস্তা নদীতে ঘটি, বালতি, জগ, মগ, বোতল, কলস ইত্যাদি দিয়ে পানি ঢেলে বুড়ি তিস্তা নদীর দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

17857292_1454951604568908_781323157_n
17857292_1454951604568908_781323157_n

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, গণকমিটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল আবেদীন ডলার, জেলা সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা সভাপতি সভাপতি আপন আলমগীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ খান মেনন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।

The post বু‌ড়ি‌ তিস্তা দখলমুক্ত করার প্রতীকী পা‌নির ঢল কর্মসূচি পা‌লিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বুড়ি তিস্তা রক্ষার মানববন্ধনে অভূতপূর্ণ অংশগ্রহণ https://www.ulipur.com/?p=3386 Mon, 13 Mar 2017 14:53:01 +0000 http://www.ulipur.com/?p=3386 শাহাদাত হোসেন (শুভ): আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের প্রাণি সম্পদ অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। উলিপুর প্রেসক্লাব ও রেল [...]

The post উলিপুরে বুড়ি তিস্তা রক্ষার মানববন্ধনে অভূতপূর্ণ অংশগ্রহণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদাত হোসেন (শুভ):
আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের প্রাণি সম্পদ অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়।

উলিপুর প্রেসক্লাব ও রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন – কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, জেলা আইনজীবি সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রিভারাইন পিপলস্ এর সিনেটর এ্যাড. আব্রাহাম লিংকন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবু আলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম.এ. মতিন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি আপন আলমগীর, পৌর কমিটির আহবায়ক আবুল হাসানাত রাজিব, যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মন্জু, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, বাসদ উপজেলা কমিটির সমন্বয়ক সাঈদ আকতার আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফিরোজ আলম মন্ডল প্রমূখ।

“বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাাঁচাও” শিরোনামে ডাকা মানববন্ধনে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃফূর্ত ভাবে নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানার, ফেসটুন ও প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে যোগ দেয়। “দাবী মোদের একটাই, বুড়ি তিস্তায় পানি চাই” প্লাকার্ড নিয়ে শিশুরা মানববন্ধনে অংশ নিলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। ১২ টার মধ্যে দেড় কিলোমিটার সড়ক যেন জনসমুদ্রে পরিনত হয়। বক্তারা “বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাাঁচাও” আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে ৩১ মার্চের মধ্যে বুড়ি তিস্তা দখলমুক্ত করার দাবি জানান। এ্যাড. আব্রাহাম লিংকন তার বক্তৃতায় বুড়িতিস্তা দখলমুক্ত করতে সকল প্রকার আইনি সহায়তা প্রদানের ঘোষনা দিলে উপস্থিত হাজার হাজার জনতা করতালি দিয়ে স্বাগত জানান।

The post উলিপুরে বুড়ি তিস্তা রক্ষার মানববন্ধনে অভূতপূর্ণ অংশগ্রহণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>