Ulipur.com Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ulipur-com কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 23 Oct 2022 10:40:55 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png Ulipur.com Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ulipur-com 32 32 উলিপুর ডট কম সহ নিবন্ধিত ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ https://www.ulipur.com/?p=20188 Sun, 23 Oct 2022 10:37:39 +0000 https://www.ulipur.com/?p=20188 ।। নিউজ ডেস্ক ।।উলিপুর ডট কম সহ নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করেছে সরকার। গত ১৮ অক্টোবর এই তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধন পাওয়া এই ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের নাম ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করা হয়েছে। সিনিয়র তথ্য অফিসার আশরেফা ইমদাদ স্বাক্ষরিত [...]

The post উলিপুর ডট কম সহ নিবন্ধিত ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুর ডট কম সহ নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করেছে সরকার। গত ১৮ অক্টোবর এই তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধন পাওয়া এই ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের নাম ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করা হয়েছে।

সিনিয়র তথ্য অফিসার আশরেফা ইমদাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর নাম উল্লেখ করে তালিকা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কুড়িগ্রাম জেলার সমগ্র অঞ্চল নিয়ে উলিপুর ডট কম প্রতিবেদন প্রকাশ করে আসছে। উন্নয়ন, আধুনিকায়নসহ প্রান্তিক কৃষকদের সফলতার খবর থেকে উচ্চপদস্থ কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি কিংবা রাজনৈতিক নেতাদের দুঃশাসন ও প্রশাসনের স্বেচ্ছাচারিতাসহ সবকিছুই তুলে ধরছে সাধারন মানুষের কাছে।

সম্প্রতি কুড়িগ্রামের প্রথম অনলাইন মিডিয়া তালিকাভুক্ত নিউজ পোর্টাল উলিপুর ডট কম’র জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। যা আরকে রোড (জেলা পরিষদ মার্কেটের বিপরীতে) অবস্থিত।

নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা দেখা যাবে এই লিংকে
(http://www.pressinform.gov.bd/sites/default/files/files/pressinform.portal.gov.bd/page/10a2c4f6_3057_438b_bab6_328d0bdf9410/2022-10-19-04-03-7cecf16a0b68c6331031df51c41b25af.pdf)।

The post উলিপুর ডট কম সহ নিবন্ধিত ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিবন্ধনের অনুমতি পেয়েছে উলিপুর ডট কমসহ ২৩টি নিউজ পোর্টাল https://www.ulipur.com/?p=14973 Wed, 06 Oct 2021 06:02:51 +0000 https://www.ulipur.com/?p=14973 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রাম জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল উলিপুর ডট কমসহ দেশের ২৩টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করে। নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টালগুলোর মধ্যে রয়েছে- উলিপুর.কম, আজকেরসিলেট.কম, লয়্যার্সক্লাববাংলাদেশ.কম, তরঙ্গনিউজ.কম, পলিনিউজ.কম, টেকশহর.কম, এবিসিবার্তা.কম, কর্পোরেটসংবাদ.কম, শেয়ারবিজনেস২৪.কম, ঢাকারিপোর্ট২৪.কম, রিপোর্ট৭১,কম, নিউটার্ন২৪.কম, বিএনএ২৪নিউজ.কম বাংলাধারা.কম, মেঠপথ.কম, [...]

The post নিবন্ধনের অনুমতি পেয়েছে উলিপুর ডট কমসহ ২৩টি নিউজ পোর্টাল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল উলিপুর ডট কমসহ দেশের ২৩টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করে।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টালগুলোর মধ্যে রয়েছে- উলিপুর.কম, আজকেরসিলেট.কম, লয়্যার্সক্লাববাংলাদেশ.কম, তরঙ্গনিউজ.কম, পলিনিউজ.কম, টেকশহর.কম, এবিসিবার্তা.কম, কর্পোরেটসংবাদ.কম, শেয়ারবিজনেস২৪.কম, ঢাকারিপোর্ট২৪.কম, রিপোর্ট৭১,কম, নিউটার্ন২৪.কম, বিএনএ২৪নিউজ.কম বাংলাধারা.কম, মেঠপথ.কম, সিলেটপ্রতিদিন২৪.কম, ঢাকাটুডে.কম, ডায়মন্ডনিউজ২৪.কম, বৈশাখীনিউজ২৪.নেট, শ্যামলবাংলা২৪.কম, বিজনেসআওয়ার২৪.কম, দৈনিকবার্তা.কম, প্রতিদিনেরচিত্রবিডি.কম।

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ২৩টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো। ২০ কার্যদিবসের মধ্যে নির্বাচিত এই নিউজ পোর্টালগুলোকে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গত ৩০ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এরপর ৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় সরকার।

The post নিবন্ধনের অনুমতি পেয়েছে উলিপুর ডট কমসহ ২৩টি নিউজ পোর্টাল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলো উলিপুর ডট কম https://www.ulipur.com/?p=6569 Sat, 14 Jul 2018 14:05:12 +0000 http://www.ulipur.com/?p=6569 নিউজ ডেস্কঃ উলিপুরে আনন্দঘন পরিবেশে অনলাইন প্ল্যাটফর্ম “উলিপুর ডট কম” – এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ শনিবার (১৪ জুলাই ২০১৮) সকাল ১০টায় উলিপুর বণিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের [...]

The post তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলো উলিপুর ডট কম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উলিপুরে আনন্দঘন পরিবেশে অনলাইন প্ল্যাটফর্ম “উলিপুর ডট কম” – এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ শনিবার (১৪ জুলাই ২০১৮) সকাল ১০টায় উলিপুর বণিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ উলিপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উলিপুর ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু।

সহ-সম্পাদক জরীফ উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর ডট কমের উপদেষ্টা লেখক আবু হেনা মুস্তফা, সহ-সম্পাদক মাহাবুবার রহমান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা আহবায়ক তাজুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সুজন উলিপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ক্রীড়াবিদ জালাল হোসেন লাইজু, এ্যাড. আব্দুল গফুর, বিডিএসসি নারী সংগঠনের উদ্যোক্তা ফরিদা ইয়াসমীন, কমরেড দেলওয়ার হোসেন, উদীচী উলিপুর শাখার সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, হরিপুর উপজেলা খাদ্য পরিদর্শক মহসিন আলী, চর গবেষক সাদ কাশেম, প্রধান শিক্ষক এরশাদুল আলম হিরা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ আলম মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সহ-সভাপতি সালমান হাসান মারজান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রলয় সরকার প্রীতম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উলিপুর গণকমিটির নুর আমিন ও অনিকেত মাসুম, কুড়িগ্রাম পৌর গণকমিটির শামসুজ্জামান সরকার সুজা, উলিপুর ডট কমের সহ-সম্পাদক শামস্‌ তৌফিক নিশান, শাহিনুল ইসলাম লিটন, তালাত মাহমুদ রুহান, সংগঠক সালমান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানকে সফল করতে সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন উলিপুর ডট কমের পুরো টিম।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রকৌশলী রূপম রাজ্জাকের উদ্যোগে যাত্রা শুরু করে উলিপুর ডট কম। তিনি উলিপুর ডট কমের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমানে প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আঃ ছোবহান জুয়েল।

The post তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলো উলিপুর ডট কম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উলিপুর ডট কমের পুষ্পমাল্য অর্পণ https://www.ulipur.com/?p=5873 Tue, 27 Mar 2018 04:27:14 +0000 http://www.ulipur.com/?p=5873 নিউজ ডেস্কঃ উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম। এসময় উপস্থিত ছিলেন, উলিপুর ডট কমের সম্পাদক ইঞ্জিনিয়ার রুপম রাজ্জাক, সহ সম্পাদক মাহাবুবার রহমান, রেডিও চিলমারীর ইনচার্জ বশির আহমেদ, উলিপুর সংবাদদাতা আব্দুল মালেক, রাজারহাট বিডি ডট কমের সহ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, ব্যাংকার আব্দুর রব, শামস [...]

The post মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উলিপুর ডট কমের পুষ্পমাল্য অর্পণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম। এসময় উপস্থিত ছিলেন, উলিপুর ডট কমের সম্পাদক ইঞ্জিনিয়ার রুপম রাজ্জাক, সহ সম্পাদক মাহাবুবার রহমান, রেডিও চিলমারীর ইনচার্জ বশির আহমেদ, উলিপুর সংবাদদাতা আব্দুল মালেক, রাজারহাট বিডি ডট কমের সহ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, ব্যাংকার আব্দুর রব, শামস তৌফিক নিশান, জরীফ উদ্দীন, শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী প্রমুখ।

The post মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উলিপুর ডট কমের পুষ্পমাল্য অর্পণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বন্যার্তদের মাঝে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণ https://www.ulipur.com/?p=4160 Fri, 18 Aug 2017 19:16:32 +0000 http://www.ulipur.com/?p=4160 নিউজ ডেস্কঃ উপজেলার বেগমগঞ্জ, বুড়াবুড়ি ও সাহেবের আলগা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১৮ই আগস্ট (শুক্রবার) ত্রাণ বিতরণ করেছে উলিপুর ডট কম। উলিপুর উপজেলার একমাত্র অনলাইন ভিত্তিক এই প্লাটফর্মটি তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আবারও মানুষের পাশে দাঁড়ালো। দুর্গত এলাকা বিন্দুর চর, মিয়াজি পাড়া, সরকার পাড়া, বেগমগঞ্জ আবাসন, ফকির মোহাম্মাদ গুচ্ছগ্রাম, বুড়াবুড়ি ঘাটপাড়সহ [...]

The post বন্যার্তদের মাঝে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উপজেলার বেগমগঞ্জ, বুড়াবুড়ি ও সাহেবের আলগা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১৮ই আগস্ট (শুক্রবার) ত্রাণ বিতরণ করেছে উলিপুর ডট কম। উলিপুর উপজেলার একমাত্র অনলাইন ভিত্তিক এই প্লাটফর্মটি তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আবারও মানুষের পাশে দাঁড়ালো। দুর্গত এলাকা বিন্দুর চর, মিয়াজি পাড়া, সরকার পাড়া, বেগমগঞ্জ আবাসন, ফকির মোহাম্মাদ গুচ্ছগ্রাম, বুড়াবুড়ি ঘাটপাড়সহ আশেপাশের বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও খাওয়ার স্যালাইন বিতরণ করেছে উলিপুর ডট কমের টিম।

উলিপুর ডট কমের সিনিয়র সদস্য প্রভাষক রবিউল ইসলাম ও শিক্ষক মাহাবুবার রহমানের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ছিলেন সহ-সম্পাদক জরিফ উদ্দিন, শাহাদত হোসেন শুভ, ওয়ারেস আলী, তালাত মাহমুদ রুহান, শাহিনুল ইসলাম লিটন, শামিম আল রেজা, আবু সুলতান, চাঁদ মিয়া, রানু, দীপন সিংহ, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ।

ছবিতে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণঃ

Relief-for-Flood-Victims-Ulipur-Upazila-Kurigram-2017
Relief-for-Flood-Victims-Ulipur-Upazila-Kurigram-2017

The post বন্যার্তদের মাঝে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত https://www.ulipur.com/?p=3118 Mon, 30 Jan 2017 07:30:11 +0000 http://www.ulipur.com/?p=3118 শাহাদত হোসেন (শুভ) : উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২০১৭ইং  উপলক্ষে‌ র‌্যালি   ,আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ চত্তর থেকে  র‌্যালি  বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, [...]

The post উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদত হোসেন (শুভ) : উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২০১৭ইং  উপলক্ষে‌ র‌্যালি   ,আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ চত্তর থেকে  র‌্যালি  বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান, শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আব্দুল আজিজ প্রধান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক ।সভায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

The post উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর ডট কম – এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন https://www.ulipur.com/?p=2589 Sun, 19 Jun 2016 19:40:16 +0000 http://www.ulipur.com/?p=2589 জরীফ উদ্দীন, উলিপুর, কুড়িগ্রামঃ “প্রগতি ও তারুণ্যের উলিপুর” শ্লোগানে আজ থেকে এক বছর আগে ১৮ই জুন যাত্রা শুরু করে উলিপুর ডট কম। আজ ১৯ই জুন রবিবার বিকাল ৫ ঘটিকায় উলিপুর থানা মোড়ে উলিপুর ডটকম – এর নির্বাহী সম্পাদক আব্দুস ছোবহান জুয়েলের সভাপতিত্বে সহঃ সম্পাদক জরীফ উদ্দীনের সঞ্চালনায় এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা [...]

The post উলিপুর ডট কম – এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন, উলিপুর, কুড়িগ্রামঃ
“প্রগতি ও তারুণ্যের উলিপুর” শ্লোগানে আজ থেকে এক বছর আগে ১৮ই জুন যাত্রা শুরু করে উলিপুর ডট কম। আজ ১৯ই জুন রবিবার বিকাল ৫ ঘটিকায় উলিপুর থানা মোড়ে উলিপুর ডটকম – এর নির্বাহী সম্পাদক আব্দুস ছোবহান জুয়েলের সভাপতিত্বে সহঃ সম্পাদক জরীফ উদ্দীনের সঞ্চালনায় এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সভার শুরুতে উলিপুর ডট কমের সম্পাদক ইঞ্জিনিয়ার রুপম রাজ্জাক উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও গত এক বছরে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানান নির্বাহী সম্পাদক আব্দুস ছোবহান জুয়েল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, কলামিস্ট ও ইতিহাস গবেষক নাহিদ হাসান নলেজ। এছাড়াও আরও বক্তব্য রাখেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক জামিউল বিদ্যুত, এডভোকেট আব্দুস সালাম, সাংবাদিক শাহীন আলম, ইউপি মেম্বার আব্দুর সাত্তার, রেড়িও চিলমারীর বশির আহমেদ, সমাজ সেবক আপন আলমগীর, সাংবাদিক অনিকেত মাসুম, জাগো কুড়িগ্রামের নির্বাহী পরিচালক জাহানুর রাহমান খোকন সহ নূর আমিন, জনি, রোকনুজ্জামান মানু, আনোয়ারুল প্রমুখ।

বক্তারা উলিপুর ডট কম এর পথ চলাকে সাধুবাদ জানিয়ে উলিপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে ইফতারের আয়োজন করা হয়।

The post উলিপুর ডট কম – এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>