বেকার ও তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য কম্পিউটার নেটওয়ার্কিং, আউটসোর্সিং, গার্মেন্টস, গবাদিপশু, হাঁস মুরগী পালন, মৎস্য চাষ, ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন কারিগরি বিষয়ে বিনাখরচে প্রশিক্ষণ প্রদান এবং ব্যাংকের ঋণপ্রাপ্তি, ঘুষ ছাড়া দেশ-বিদেশে চাকুরী ও আত্মকর্মসংস্থানে এ অঞ্চলের তরুণ জনগোষ্ঠীকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান অধ্যাপক এমএ মতিন। তিনি জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। উলিপুর ডট কমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান, নির্বাচিত হলে চরাঞ্চলের সরকারি খাস জমিতে কৃষি খামার স্থাপন, পর্যাপ্ত সংখ্যক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান, চিকিৎসা সেবা সম্প্রসারণ, ভর্তুকি মূল্যে উন্নত চারা ও বীজ সরবরাহ এবং মহিলাদের আয়বর্ধক কর্মকান্ডে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাঙ্গল প্রতীক উলিপুর ও চিলমারী অঞ্চলে এক অভিশপ্ত প্রতীকে পরিণত হয়েছে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে শোষণ ও বৈষম্যের শিকার হয়ে আসছে। আর সে কারণেই মানুষ ভুল না করে এবার উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবে বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, নেতৃত্বের গুণগত পরিবর্তনের মাধ্যমে পার্সেন্টেজ, ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধ করে জনগণের প্রাপ্য হিস্যা ও সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চাকুরী উন্নয়ন প্রকল্প বরাদ্দ, রিলিফ বিতরণ, নাগরিক সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা, আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনটি উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন। গত ১০ই মে সংসদ সদস্য মাঈদুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।